অনার্স ২য় বর্ষ গাণিতিক অর্থনীতি সাজেশন | Mathematical economics suggestion

অনার্স ২য় বর্ষ গাণিতিক অর্থনীতি সাজেশন

অনার্স ২য় বর্ষ গাণিতিক অর্থনীতি সাজেশন ( Mathematical economics suggestion ) নিয়ে এসেছি আজকের এই আর্টিকেলে। এই আর্টিকেলের মাধ্যমে একজন অর্থনীতির ডিপার্টমেন্টের শিক্ষার্থী তাদের পরিপূর্ণ সাজেশন পেয়ে যাবে উক্ত বিষয়ে। যাদের এই সাজেশনটির প্রয়োজন রয়েছে তারা দ্রুত আমাদের আর্টিকেলটি পূরণ এবং সাজেশন ডাউনলোড করে আপনার প্রিপারেশনকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যান।

একজন শিক্ষার্থীর জীবনে সাজেশন একটি সহায়ক বইয়ের হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ এই সাজেশনটির মাধ্যমে তারা পরীক্ষায় তুলনামূলকভাবে ভালো ফলাফল করতে পারে। পাঠ্যপুস্তক বইয়ের মাধ্যমে শিক্ষার্থীরা কেন অর্জন করতে পারে কিন্তু হিসেবে সাজেশন এর মাধ্যমে তারা আরও বেশি জ্ঞান অর্জন করতে সহায়তা পায়।

অনার্স ২য় বর্ষ দক্ষিণ এশিয়ার ইতিহাস সাজেশন | History of South Asia Suggestion

তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত একবার হলেও পরীক্ষার পূর্বে সাজেশন দেখা যাতে করে তাদের পরীক্ষার ফলাফল আরো ভালো। সকল ধরনের সাজেশন আমাদের ওয়েবসাইটে ফ্রিতে দেওয়া হয়ে থাকে। কেমন ভাবে এই সাজেশন কেউ শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে।

অনার্স ২য় বর্ষ গাণিতিক অর্থনীতি সাজেশন | Mathematical economics suggestion

ক বিভাগ

  • অরৈখিকস্তর সমীকরণ বলতে কি বুঝেন?
  • রৈখিক অন্তর সমীকরণ কি?
  • অসম জাতীয় অন্তর সমীকরণ কি?
  • সমজাতীয় অন্তর সমীকরণ কাকে বলে?
  • বিচ্ছিন্ন সময় কাকে বলে?
  • অন্তরক সমীকরণের মাত্রা কি?
  • যে অপেক্ষকের সমাকলন করা হয় তাকে কি বলা হয়?
  • অন্তরক সমীকরণের সমাধান কি?
  • অন্তরক সমীকরণ কত প্রকার এবং কি কি?
  • অন্তরক সমীকরণের দুইটি ব্যবহার লিখুন।
  • নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে স্থির সংখ্যা যোগ করা হয় কি?
  • অনির্দিষ্ট সমাকলাণ বলতে কি বোঝেন?
  • সমাকলন আবদ্ধ শর্ত কি?
  • অর্থনীতিতে সমাকলনের স্থির মান কিসের উপর নির্ভর করে?
  • সমাকলন কাকে বলে?
  • পর্যাপ্ত শর্তের ধনাত্মক হলে উদ্দেশ্যমূলক অপেক্ষকের মান কি হবে?
  • আপেক্ষিক সর্বনিম্ন মান কোনটি?
  • চরম ও কাম্যমান এর মধ্যে মূল পার্থক্য লিখুন।
  • কোন কিছুর প্রান্তিক মান হতে মোট মান পেতে কিসের সাহায্য নিতে হবে?
  • আপেক্ষিক সর্বোচ্চ মান কোনটি?
  • নিরঙ্কুশ সর্বনিম্ন মান কোনটি?
  • নিরঙ্কুশ সর্বোচ্চ মান কোনটি?
  • শর্ত যুক্ত কাম্যকরণ বলতে কি বুঝ?
  • বাধাযুক্ত চরম মান কি?
  • শর্ত যুক্ত কাম্যকরণের দুটি উদাহরণ দিন।
  • কাম্যমান গুলো কি কি?
  • সারি মেট্রিক্স কাকে বলে?
  • কলাম ম্যাট্রিক্স কি?
  • স্কেলার বলতে কি বুঝ?
  • ম্যাট্রিক্স কাকে বলে?

অনার্স ২য় বর্ষ রাজনীতি ও উন্নয়নে নারী সাজেশন | Women in Politics & Development suggestion

খ বিভাগ গাণিতিক অর্থনীতি সাজেশন

  • অন্তর সমীকরণ বলতে কী বোঝেন এবং এর প্রকৃতি বর্ণনা করুন।
  • সমজাতীয় এবং অসম জাতীয় অন্তর সমীকরণের মধ্যে তুলনা করুন।
  • বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন প্রকৃতির উপাদানের কৌশলের মধ্যে পার্থক্য লিখুন।
  • ভারসাম্যের গতি স্থিতিশীলতা বলতে কি বোঝেন?
  • অন্তরক সমীকরণের পর্যায় এবং মাত্রা কি? উদাহরণ সহ লিখুন।
  • দৈত্ব সমস্যা বলতে কি বুঝেন?
  • প্রকৃত অন্তরক সমীকরণ বলতে কি বোঝেন?
  • সমজাতীয় এবং অসমজাতীয় অন্তরক সমীকরণ ধারণা দিন।
  • সুনির্দিষ্ট এবং অনির্দিষ্ট সমাকলনের মধ্যে আলোচনা করুন।
  • নির্দিষ্ট সমাকলনের বৈশিষ্ট্য আলোচনা করুন।
  • ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য লিখুন?
  • সমাকলন হচ্ছে অন্তরকরণের বিপরীত প্রতিক্রিয়া। আলোচনা করুন।
  • স্বখন্ড সমাকলন কি?
  • বিপরীত মেট্রিক্স এর বৈশিষ্ট্য সমূহ লিখুন?
  • বিপরীত ম্যাট্রিক্স এর সংজ্ঞা দিন এবং উদাহরণসহ লিখুন।
  • অর্থ গোনাল ম্যাট্রিক্স কাকে বলে?
  • ম্যাট্রিক্স এবং নির্ণয়কের মধ্যে পার্থক্য লিখুন।
  • সহগুণক এবং সংযুক্ত ম্যাট্রিক্স এর মধ্যে পার্থক্য নির্দেশ করুন।
  • বর্গ ম্যাট্রিক্স এর বৈশিষ্ট্য উল্লেখ করুন।
  • অভেদ মেট্রিক্স এবং স্কেলার ম্যাট্রিক্স এর মধ্যে পার্থক্য দেখান।
  • ম্যাট্রিক্স এর র‍্যাঙ্ক বলতে কি বুঝায়?
  • ম্যাট্রিক্স কাকে বলে?

গ বিভাগ গাণিতিক অর্থনীতি সাজেশন

  • দ্বৈত সমস্যার প্রথম সমস্যা সম্পর্কে লিখুন।
  • একটি কার্যক্রম সমস্যার সাধারণত কয় ধরনের সমস্যা থাকে তা বুঝে লিখুন।
  • ইভেন্টরি বাজার মডেল বলতে কি বুঝায়?
  • অন্তর সমীকরণ এবং অন্তরক সমীকরণ এর মধ্যে পার্থক্য নির্দেশ করুন।
  • অমৌল সমাধান ব্যাখ্যা করুন।
  • বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন সময়ের মধ্যে পার্থক্য দেখান।
  • সমাকলনীয় উৎপাদক কাকে বলে তা ব্যাখ্যা করুন।
  • দৈত্য সমস্যা এবং প্রাথমিক সমস্যার উদ্দেশ্য মূলক অপেক্ষকের মান এক হলে চিহ্ন কেমন হয়?
  • কাম্য সমাধান বলতে কি বুঝেন।
  • মৌলিক সম্ভাব্য সমাধান বলতে কি বুঝেন?
  • সম্ভাব্য সমাধান বলতে কি বুঝেন?
  • একমাত্রিক কার্যক্রমে উপাদান এবং উৎপাদন কি ধরনের অনুপাত বের করে তা লিখুন।
  • কাম্য মান এবং চরম মানের মধ্যে তুলনা করুন।
  • মৌলিক সম্ভাব্য সমাধান বলতে কি বোঝেন?
  • লেগোরেঞ্জ গুণক এর অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করুন।
  • শর্ত হীন এবং শর্ত যুক্ত কাম্যমানের ভিতরের পার্থক্য লিখুন।
  • নিরঙ্কুশ এবং আপেক্ষিক সর্বোচ্চ মান বলতে কি বুঝেন?
  • কাম্যমান এবং চরম মান বলতে কি বুঝেন?
  • একমাত্রিক কার্যক্রমের দৈত্বতার উপপাদ্যের অর্থনৈতিক ব্যাখ্যা দিন।
  • একমাত্রিক কার্যক্রমের উপাদান সমূহ বর্ণনা করুন।
  • ছায়া মূল্য কি এবং তা ব্যাখ্যা করুন।

অনার্স ২য় বর্ষ গাণিতিক অর্থনীতি সাজেশন ব্যতীত আরো অন্যান্য ডিপার্টমেন্ট এবং বর্ষের সাজেশন গুলো পেতে আমাদের সঙ্গে থাকুন।

অনার্স ২য় বর্ষের বাংলাদেশের সমাজবিজ্ঞান সাজেশন ২০২৩ | Bangladesh Sociology suggestion

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version