অনার্স ৪র্থ বর্ষ মার্কশীয়দর্শন সাজেশন ২০২৩ & Marks Philosophy suggestion 2023 নিয়ে হাজির হয়েছে আজকে আমরা। এ আর্টিকেলের মাধ্যমে ফাইনাল ইয়ার শিক্ষার্থীরা পরিপূর্ণ একটি গাইডলাইন এবং সাজেশন পেয়ে যাচ্ছে। যার মাধ্যমে সে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে।
যারা সমাজকর্মে অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে তাদের জন্য এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই বইটি তো রয়েছে বিগত সালের সকল প্রশ্ন এবং প্রত্যেক অধ্যায় থেকে কমন কমন প্রশ্নগুলো। আর সাজেশনটি তৈরি করা হয়েছে দেশের স্বনামধন্য উক্ত বিষয়ের প্রফেসরদের দ্বারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাদান করে থাকেন।
অনার্স ৪র্থ বর্ষ হিসাব বিজ্ঞান তথ্য পদ্ধতি সাজেশন ২০২৩ | Accounting Information System suggestion
প্রতিবছর এই সাজেশন থেকে ভালো পরিমান মার্ক পরীক্ষায় কমন পড়ে থাকে। যদি আপনিও এই সাজেশনটি পড়েন তাহলে তুলনামূলকভাবে আরো ভালো ফলাফল করতে পারবেন। তাই দ্রুত নিচে থেকে সাজেশনটি পড়ে আপনার প্রিপারেশন কে আরও একধাপ এগিয়ে নিয়ে যান।
অনার্স ৪র্থ বর্ষ মার্কশীয়দর্শন সাজেশন ২০২৩ | Marks Philosophy suggestion 2023
ক বিভাগ
- সমাজতন্ত্রের মূলমন্ত্র কাকে বলা হয়?
- বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য লিখুন।
- বিচ্ছিন্নতা বলতে কি বুঝায়?
- মানুষ নিজেই নিজের ইতিহাস রচনা করেন। এ কথাটি কে বলেছেন।
- বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলতে কি বুঝেন?
- মার্কসের মতে শ্রমের মূল্য কত প্রকার এবং কি কি?
- উদ্ধৃত্ত মূল্যের সূত্রটি লিখুন।
- পুঁজিবাদ বলতে কি বুঝেন?
- The communist menifesto গ্রন্থটি কে রচনা করেন?
- Wealth of nation গ্রন্থটির লেখক কে?
- উদ্বৃত্ত মূল্য তত্ত্ব কি?
- সমাজতন্ত্রের মূল লক্ষ্য লিখুন।
- ইউরোপকে একটি ভুত ভাড়া করেছে সাম্যবাদের ভূত। এ উক্তিটি কার ছিল?
- বিপ্লব হল ইতিহাসের চালিকাশক্তি উক্তিটি কার?
- Class in Itself বলতে কি বুঝেন?
- প্রলেতারিয়েত বলতে কি বুঝেন?
- শ্রেণী সংগ্রাম বলতে কি বুঝেন?
- Das kapital গ্রন্থ কে লিখেছে?
- The poverty of philosophy গ্রন্থটি কে রচনা করেন?
- ঐতিহাসিক বস্তুবাদ বলতে কি বুঝায়?
- Anti Duhiring গ্রন্থ কে লিখেছে?
- The communist Manifesto কত সালে প্রকাশ হয়?
- দ্বান্দ্বিক বস্তুবাদ কোন ধরনের বিজ্ঞান?
- এঙ্গেলস ও মার্কস এর মধ্যে সম্পর্ক লিখুন।
- মার্কসের দর্শনের মূল বিষয় কি?
- সমাজতন্ত্র প্রবক্তা কারা?
- মার্কসীয় দর্শনের তিনটি উৎস কি কি?
- দ্বন্দ্ব তত্ত্বের প্রাণ কাকে বলা হয় থাকে?
- ফয়ের বাখ কে ছিলেন?
- মার্কসবাদ এর প্রধান রূপকার কে ছিলেন?
- মার্কসবাদ কি ধরনের বিজ্ঞান?
অনার্স ৪র্থ বর্ষ সামাজিক জনবিজ্ঞান সাজেশন ২০২৩ | Social Demography suggestion 2023
খ বিভাগ মার্কশীয়দর্শন সাজেশন ২০২৩
- মার্কসবাদ এর সাম্প্রতিক ধারণাসমূহ ব্যাখ্যা করুন।
- বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলতে কি বুঝেন?
- মার্কসবাদ এর মানব প্রকৃতি বিরোধী মতবাদ কি?
- মার্কসীয় দর্শনের বন্টন নীতি কি?
- মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি ব্যাখ্যা করুন।
- শ্রেণী বলতে কি বুঝেন?
- কাল মার্কসের মতে সমাজ বিপ্লব তত্ত্বটি কি?
- ঐতিহাসিক বস্তুবাদ বলতে কি বুঝেন?
- দ্বান্দ্বিক বস্তুবাদী জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা করুন।
- ধারণাগত জ্ঞান এবং প্রত্যক্ষ গত জ্ঞানের মধ্যে পার্থক্য লিখুন। দ্বন্দ্ব দ্বন্দ্বই বিকাশের প্রধান শক্তি ব্যাখ্যা করুন।
- কার্ল মার্কসের বস্তুবাদক দ্বান্দ্বিক বস্তুবাদ বলতে কি বুঝায়?
- মার্কসবাদ এর উৎস হিসাবে ফরাসি ইউটোপিও সমাজতন্ত্র ব্যাখ্যা করুন।
- চিরায়ত জার্মান দর্শনের বৈশিষ্ট্য লিখুন।
- মার্কসীয় দর্শন কাঠামো এবং উপরি কাঠামো সম্পর্কে আলোচনা করুন।
- মার্কসের দৃষ্টিতে দর্শনের উৎপত্তির ব্যাখ্যা করুন।
- মার্কসীয় দর্শন বলতে কি বুঝেন?
গ বিভাগ মার্কশীয়দর্শন সাজেশন ২০২৩
- মার্কসীয় দর্শনের তিনটি উৎস আলোচনা করুন।
- মার্কসবাদ এর মানব প্রকৃতি ব্যাখ্যা মূল্যায়ন করুন।
- Das Capital অনুসরণে বিচ্ছিন্ন তত্ত্বটি ব্যাখ্যা করুন।
- মার্কসীয় দর্শনে নৈতিকতা কি এবং মার্কসীয় দর্শনের নৈতিকতার পুঁজিবাদের শোষণ অন্যায় তুলে ধরুন।
- মার্কসের শ্রেণী সংগ্রাম তথ্য সমালোচনা করুন।
- অর্থনৈতিক নিয়ন্ত্রণ বাদ বলতে কি বুঝেন এবং ও ঐতিহাসিক বস্তুবাদ কি অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ বলা যায় তা ব্যাখ্যা করুন।
- কার্ল মার্কসের ইতিহাস বস্তুবাদী ধারণা ব্যাখ্যা করুন।
- দ্বান্দ্বিক বস্তুবাদী জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা করুন।
- জ্ঞানতত্ত্ব কি এবং জ্ঞান তত্ত্বের প্রকারভেদ আলোচনা করুন।
- দ্বান্দ্বিক পদ্ধতি কি এবং হেগেলের দ্বন্দ্বতত্ত্বের সাথে কাল মার্কসের পার্থক্য নির্দেশ করুন।
- দ্বান্দ্বিক বস্তুবাদ মূলনীতি হিসেবে বিরোধের ঐক্য এবং দ্বন্দ্বের নিয়ম ব্যাখ্যা করুন।
- দ্বান্দ্বিক বস্তুবাদ এর মূলনীতিসমূহ ব্যাখ্যা করুন।
- মার্কসবাদ কি এবং মার্কসবাদ এর ক্রমবিকাশ এবং উদ্ভব আলোচনা করুন।
- মার্কসবাদ এর তিনটি দিক বিস্তারিতভাবে আলোচনা করুন।
- দর্শন কি এবং মার্কসীয় দর্শন নীতি ব্যাখ্যা করুন।
অনার্স ৪র্থ বর্ষ মার্কশীয়দর্শন সাজেশন ২০২৩ ছাড়া আরো অন্যান্য শিক্ষা বর্ষ এবং ডিপার্টমেন্টের সাজেশন পেতে আমাদের সঙ্গে থাকুন। আর খুব দ্রুত যে কোন ডিপার্টমেন্টের ফলাফল পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।