সিলেট লোডশেডিং এর সময়সূচি | Load Shedding Schedule Sylhet

মাহফুজুর রহমান

সিলেট লোডশেডিং এর সময়সূচি: চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে তাই ১৮ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত একসভায় লোডশেডিং এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উক্ত সভা থেকে জানানো হয়েছে, ১৯ জুলাই মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাবে বাংলাদেশ।

শুরু হয়েছে এলাকাভিত্তিক লোডশেডিং। বাংলাদেশ সরকার কখন কোথায় লোডশেডিং হবে তা জানিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।

বাংলাদেশ সরকারের এই নির্দেশ অনুযায়ী সিলেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর অন্তর্ভুক্ত যে এলাকা গুলো রয়েছে সেই এলাকা গুলোতে লোডশেডিং এর সময় নির্ধারণ করে দিয়েছে সিলেট বিদ্যুৎ কর্তৃপক্ষ। প্রতিদিন দিনে এবং রাতে সিলেটে দেড় ঘণ্টা করে হবে লোডশেডিং হবে।

সিলেট লোডশেডিং সময়সূচি

সিলেট লোডশেডিং এর সময়সূচী

সিলেট সিটির ভিতর এবং পার্শ্ববর্তী অন্যান্য নগরীর লোডশেডিং এর সময়সূচী নিচে দেওয়া হল।

  • যতরপুর
  • মিরাবাজার
  • আগপাড়া
  • ঝেরঝেরিপাড়ায়

এই এলাকায় গুলোতে লোডশেডিং হবে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত লোডশেডিং এর সময়সূচী।

  • শাহপরান থানা
  • মীরেরচক
  • মুক্তিরচক
  • মুরাদপুর
  • পীরেরচক

লোডশেডিং এর সময় হচ্ছে বেলা সাড়ে ১১টা ঘটিকা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং রাত সাড়ে ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত।

  • কুশিঘাট
  • নয়াবস্তি
  • টুলটিকর
  • মিরাপাড়া
  • মেন্দিবাগ
  • সাদাটিকর
  • নোওয়াগাঁও
  • শাপলাবাগ
  • মেন্দিবাগে

লোডশেডিং এর সময় বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

  • সিলেট উপশহর ব্লক-এ, ব্লক বি, ব্লক সি, ব্লক ডি
  • তেররতন

দুপুর ১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত, সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা।

  • মেন্দিবাগ পয়েন্ট,
  • ডুবড়ীহাওর
  • নাইওরপুল
  • ধোপাদিঘীরপাড়
  • সোবহানীঘাট
  • বঙ্গবীর

এই এলাকা লোডশেডিং এর সময় দুপুর ১টা থেকে বেলা আড়ইটা এবং রাত সাড়ে ১১টা থেকে রাত ১টা।

  • কুমারপাড়া
  • নাইওরপুল
  • ধোপাদিধীরপাড়
  • ঝরনারপাড়া

এই এলাকা গুলোতে দুপুর ১টা থেকে বেলা আড়ইটা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা।

  • হকার্স মাকেট
  • কালীঘাট
  • আমজাদ আলী রোড
  • মহাজপট্রি
  • মাছিমপুর
  • ছড়ারপার

লোডশেডিং এর সময়সূচী এই এলাকায় বেলা আড়ইটা থেকে বিকাল ৪টা এবং রাত ১০টা থেকে রাত সাড়ে ১১টা।

  • কাজীটুলা
  • মানিকপীর মাজার
  • নয়াসড়ক
  • বারুতখানা
  • জেলরোড
  • হাওয়াপাড়া
  • চারাদিঘীরপাড়

লোডশেডিং এর সময়সূচি এই এলাকায় বেলা আড়ইটা থেকে বিকেল ৪টা এবং রাত সাড়ে ৮টা থেকে রাত ১০টা

  • বালুচর
  • আরামবাগ
  • আল-ইসলাহ
  • নতুন বাজার
  • গোপালটিলা
  • আলুরতল
  • টিবি গেট

এলাকায় বেলা আড়ইটা থেকে বিকাল ৪টা এবং রাত সাড়ে ৮টা থেকে রাত ১০টা।

  • শিবগঞ্জ
  • টিলাগড়
  • সবুজবাগ
  • সেনপাড়া
  • হাতিমবাগ
  • লামাপাড়া
  • রাজপাড়া

এই এলাকায় বিকাল ৪টা থেকে বিকাল সাড়ে ৫টা এবং রাত সাড়ে ১১টা থেকে রাত ১টা।

  • উপশহর ব্লক-এইচ
  • ব্লক আই
  • ব্লক জে, ব্লক ই
  • ব্লক এফ
  • ব্লক জি
  • সাদাটিকর

এলাকায় বিকাল ৪টা থেকে বিকাল সাড়ে ৫টা এবং রাত ১০টা থেকে রাত সাড়ে ১১টা।

  • সোনারপাড়া
  • মজুমদারপাড়া
  • পূর্ব মিরাবাজার
  • দর্জিপাড়া
  • খারপাড়া

এলাকায় বিকাল ৪টা থেকে বিকাল সাড়ে ৫টা এবং রাত ১০টা থেকে রাত সাড়ে ১১টা।

  • রায়নগর
  • ঝর্নারপাড়
  • দর্জিবন্দ
  • বসুন্ধরা
  • খরাদিপাড়া
  • দপ্তরীপাড়া
  • আগপাড়া

এলাকায় বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত সাড়ে ১১টা থেকে রাত ১টা।

  • চালিবন্দর
  • কাষ্টঘর
  • সোবহানীঘাট
  • বিশ্বরোড
  • জেলখানা
  • বঙ্গবীর
  • পৌরমার্কেট এলাকায় লোডশেডিং এর সময়সূচী হচ্ছে সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টা।

শামস-ই আরেফিন লোডশেডিংয়ের সময়সূচি নিয়ে বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা এলাকাভিত্তিক প্রাথমিক একটি লোডশেডিং রুটিন করেছি।যদি বিদ্যুৎ উৎপাদনে বেশি ঘাটতি না হলে আমরা পরিপূর্ণ চেষ্টা করবো এই রুটিন ফলো করতে। তবে বিদ্যুৎ ঘাটতি বেশি হলে এই সময়ের ব্যত্যয় ঘটতে পারে। আর কম ঘাটতি হলে তার চাইতেও কম সময় লোডশেডিং হতে পারে।

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।