আইন নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | আইন সম্পর্কে সাধারণ জ্ঞান

আইন সম্পর্কে সাধারণ জ্ঞান

আইন সম্পর্কে সাধারণ জ্ঞান: প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং যারা শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আইন সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শেয়ার করলাম । অবশ্যই ১৭ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা এবং এইচ এসএসসি পৌরনিতি নিয়ে পড়ছেন এবং যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তাদের জন্য ও আইন topics টি খুব ই গুরুত্বপূর্ণ।

আইন বা Law নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

যারা ১৭ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা অনেকেই শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য আলাদা গাইড বই কিনেন কিন্তু খেয়াল করে দেখবেন এই শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার গাইব বই এ কিন্তু ঘুরেফিরে সেই অনার্স ও মাস্টার্স এ যা পড়া হয়েছে সেগুলো তাই আইন ও কিন্তু অনার্স ও মাস্টার্স এর রাষ্ট্রবিজ্ঞান বইয়ে আছে তাই এই আইন নিয়ে আজ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শেয়ার করলাম।

অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী আইন নিয়ে ।

‘ আইন শব্দটি কি শব্দ?

উত্তর : ফারসি শব্দ।

‘Law’ শব্দটি কি শব্দ থেকে এসেছে ?

উত্তর : টিউটনিক ‘ Lag’ শব্দ থেকে এসেছে।

ইংরেজী ‘ Law’ শব্দের উৎপত্তিগত অর্থ কি?

উত্তর : ‘ স্থির ‘ বা ‘ অপরিবর্তনীয় ‘ এবং ‘ সকলের জন্য সমভাবে প্রযোজ্য’।

শব্দগত অর্থে আইন কি?

উত্তর : এমন কতগুলো নিয়ম কানুন যা সকলের জন্য প্রযোজ্য।

আইন কাকে বলে ?

উত্তর : ব্যাক্তির আচরন নিয়ন্ত্রন সংক্রান্ত নিয়মের সমষ্টি ,যা সমাজ ও রাষ্ট্র। কর্তৃক স্বীকৃত।

আইনের সবচেয়ে সর্বজনগ্ৰাহ্য ও চমৎকার সংজ্ঞা প্রদান করেছেন কে ?

উত্তর : প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।

  • আইনের সর্বাপেক্ষা প্রাচীনতম উৎস কি?

উত্তর : প্রথা।

আধুনিককালে আইনের প্রধানতম উৎস কোনটি?

উত্তর : আইনসভা ।

জন অষ্টিনের মতে আইনের প্রধানতম উৎস কোনটি?

উত্তর : সার্বভৌমের আদেশই।

সাধারণ জ্ঞান

হল্যান্ডের মতে ,আইনের উৎস কয়টি ?

উত্তর : ছয়টি।

আইনের আনুষ্ঠানিক উৎস কী?

উত্তর : সংবিধান।

আইনের তিনটি উৎসের নাম কি?

উত্তর : ন্যায়বোধ , বিজ্ঞানসম্মত আলোচনা ,ধর্ম।

আইনকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

উত্তর : দুভাগে যথা: ১.. জাতীয় আইন ,২…. আন্তর্জাতিক আইন।

কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী আইনের শ্রেনী বিভাগ করেছেন?

উত্তর : হল্যান্ড ও ম্যাকাইভার।

আইন এইচএসসি একাদশ শ্রেণীতে পৌরনীতি subject এ আছে এছাড়াও ডিগ্ৰি রাষ্ট্রবিজ্ঞানে ও আছে তাই আইন নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ১৭ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা তথা বিভিন্ন শ্রেনীতে পড়ানো হয় তাই এ প্রশ্ন গুলো খুবই গুরুত্বপূর্ণ ।

সাংবিধানিক আইন কি?

উত্তর : যে নীতিগুলোর উপর ভিত্তি করে সরকার গঠিত ও পরিচালিত হয় তাই সাংবিধানিক আইন।

নৈতিকতা কী?

উত্তর : এমন কতগুলো নিয়মকানুন ও রীতিনীতি ,যা মানুষের বাহ্যিক ও ও মানসিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে।

আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য কী?

উত্তর : আইনের পিছনে রয়েছে সার্বভৌম রাষ্ট্র কর্তৃত্বের সমর্থন , কিন্তু নৈতিকতা সামাজিক বিবেক ও মূল্যবোধ দ্বারা নিয়ন্ত্রিত।
বাংলা বিষয়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান যেকোন নিয়োগ পরীক্ষার জন্য

এছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আইন বিষয়ক:

  • আইনের সংজ্ঞা দাও?
  • আইনের বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর?
  • আইনের উৎসসমূহ কী কী?
  • আইন কত প্রকার ও কি কি?
  • জাতীয় আইন কি?
  • সাংবিধানিক আইনের সংজ্ঞা দাও?
  • প্রশাসনিক আইন কাকে বলে?
  • আইন ও নৈতিকতার সম্পর্ক আলোচনা কর?
  • আইনের উৎসসমূহ উল্লেখ কর?
  • আইন মেনে চলা হয় কেন?
  • আন্তর্জাতিক আইন কি?
  • আন্তর্জাতিক আইন কে কি সত্যিকারের আইন বলা হয়?

সবশেষে আমি বলতে চাই অনেক ছোটখাটো প্রশ্ন কিন্তু অনেক বিষয়ের সময়মতো সংগ্ৰহ করতে অনেকেই পারিনা কিন্তু এখন আর সেই ভয় নেই আমাদের সাথে থাকবেন এবং ফলো করবেন অবশ্যই এরকম ছোটখাটো প্রশ্ন শেয়ার করব ,রাষ্ট্র ,আইন এমনকি , সার্বভৌমত্ব এবং বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন topics আমাদের ব্লগে শেয়ার করা হবে আপনারাও বেশি বেশি করে শেয়ার করবেন।

পদ্মা সেতু রচনা ও পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

Laws of Bangladesh: http://bdlaws.minlaw.gov.bd/

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version