কোটা বিরোধী আন্দোলনের কর্মসূচি এবং বর্তমান পরিস্থিতি

সারা দেশ জুড়ে এখন যে বিষয়টি আলোচনার শেষে রয়েছে সেটি হচ্ছে কোটা বিরোধী আন্দোলনের বর্তমান পরিস্থিতি এবং কর্মসূচি। কেননা ইতিমধ্যে বেশ কয়েকজন মারা গেছেন এমনকি ধাওয়া-পাল্টা খাওয়া হচ্ছে একে অপরের বিপক্ষে।

বাংলাদেশের শিক্ষা থেকে শুরু করে চাকরি ক্ষেত্রে পর্যন্ত রয়েছে কোটা ব্যবস্থাপনা। অর্থাৎ এটা একটি এমন মাধ্যম যার মাধ্যমে কোটা সুবিধাভোগী প্রার্থীরা অন্যদের তুলনায় সুযোগ-সুবিধা বেশি পেয়ে থাকে। আর এই ক্ষেত্রে বিশেষ করে চাকরির জন্য সাধারণ শিক্ষার্থীর বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। অধিকাংশ শিক্ষার্থীদের দাবি মেধা তালিকায় যদি চাকরি দেওয়া হয় তাহলে অনেক দেখার সমস্যা সমাধান হয়ে যাবে। আপনাকে দাবী করছে যে প্রথা চালু রয়েছে তাহলে রাজার ছেলে রাজা এবং কৃষকের ছেলে কৃষকই থেকে যাবে। ‌ এভাবে চলতে থাকলে দোষ কখনো আগাতে পারবে না বরং পিছিয়ে যাবে। বিশেষ করে কোটার কারণে যারা চাকরি নেয় তাদের অধিকাংশই পরবর্তী সময়ে তাদের নিজের পদের কর্মক্ষমতা ধরে রাখতে পারেনা। এদের প্রেক্ষাপটে প্রথমে কোটার পরিমাণ কমিয়ে আনার জন্য অনুরোধ করা হয়। এরপর কোটা প্রক্রিয়া বাদলের জন্য বিভিন্ন ধরনের দাবি এবং উপস্থাপনা গুলো তুলে ধরা হয়ে থাকে।

কোটা বিরোধী আন্দোলনের কর্মসূচি

এর আগেও বেশ কয়েকবার আন্দোলন এবং অন্যান্য প্রক্রিয়া চলমান ছিল। ২০২৪ সালের প্রথম দিকে এই আন্দোলন প্রক্রিয়া শান্তশিষ্ট ভাবে করা হয়েছে। গত কয়েকদিন ধরে এই আন্দোলনের তীব্রতা অনেক বেশি পেয়েছে। আর যতদিন যাচ্ছে এই আন্দোলন তত জোরালো হচ্ছে। যদিও বারবার হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই কোটা প্রক্রিয়া বহাল থাকবে এবং শিক্ষার্থীদেরকে ঘরে ফেরার অনুরোধ। তবুও আমজনতা এবং শিক্ষার্থীদের দাবি দ্রুত এই প্রক্রিয়া বাতিল ঘোষণা করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা দেওয়া হয়। এমনকি ঢাকা সহ বিভিন্ন অঞ্চলগুলোতে আক্রমাত্মক পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে। এই আন্দোলন কে কেন্দ্র করে সারা বাংলাদেশ জুড়ে প্রায় পাঁচজন শিক্ষার্থী মারা গিয়েছেন এ পর্যন্ত। তবে এর পরিমান আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর কথা হতে সংখ্যা আরো বেশি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। প্রায় কয়েক হাজার শিক্ষার্থী আহত অবস্থায় রয়েছে এবং হাসপাতালে ভর্তি রয়েছে।

সারা বাংলাদেশ জুড়ে এখন উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে এই নিয়ে। এমনকি বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিচ্ছেন। অন্য দিকে চলমান রয়েছে এইচএসসি পরীক্ষা। কোটা বিরোধী আন্দোলনের পরিস্থিতি অনুসারে পরীক্ষার সময়সূচি পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আশি কাঁথিদের অবশ্যই সতর্ক হবে চলাফেরার জন্য জানানো হয়েছে। তবে এই দাবি খুব দ্রুত মেনে নেওয়া হবে সে বিষয়টি তুলে ধরা হচ্ছে বলে আশা করছে শিক্ষার্থীরা।

আরোঃ বিসিএস ক্যাডার সুশান্ত পাল

কোটা সংক্রান্ত সর্বশেষ খবর এবং আপডেট গুলো দেখতে হলে অবশ্যই আমাদের আমাদের ওয়েবসাইট নিয়মিত পড়ুন। এখানে উক্ত বিষয়গুলো আপডেট দেওয়া হয় এবং সর্বশেষ খবর গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়ে থাকে।

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version