হিজাব বিতর্ক: শত শত তরুণের বিরুদ্ধে একাই লড়লেন কর্ণাটকের মুসকান মুসকানকে ৫ লাখ রুপি পুরস্কার: বর্তমানে আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মুসলিম তরুণী মুসকান ভারতের মাণ্ড্যের প্রি-ইউনিভার্সিটি কলেজের ছাত্রী।
ভারতের এই মুসলিম তরুণী সে কলেজে বোরকা, হিজাব পড়ে স্কুটার নিয়ে গিয়েছিলেন এসাইনমেন্ট জমা দেওয়ার জন্য, সে এসাইনমেন্ট জমা দেওয়ার পর স্কুটার পার্কিংয়ে রাখছেন। সেই সময় ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে দিয়ে এক দল যুবক তাকে উদ্দেশ্য করে অরা এগিয়ে আসতে থাকে। সেই যুবকরা গেরুয়া স্কার্ফ পরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে আসতে থাকে। এইসব দেখে পিছু হটে যাননি এই ছাত্রী।বরং সে সাহসীকতার সাথে সামনের দিকে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকেন। তার পর ও থামেনি ওই ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া যুবকরা। এরপর সাহসীকতার সাথে ওই পরিস্থিতিতে তরুণী সেই ছাত্রী ওই যুবকদের উদ্দেশ্য প্রতিবাদি কন্ঠে পালটা আল্লাহু আকবারের ধ্বনি দিতে থাকেন।
Muskan Allahu Akbar video
এর পর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়লে সে প্রচুর ভাইরাল হয়ে উঠে।