ইসলামিক ফেসবুক স্ট্যাটাস ২০২৩ | Islamic Facebook Status | Islamic FB Status Bangla 2023

ইসলামিক ফেসবুক স্ট্যাটাস ২০২২

ইসলামিক ফেসবুক স্ট্যাটাস ২০২৩ নিয়ে আপনার যদি জানার ইচ্ছে থাকে তাহলে আমাদের ” ইসলামিক ফেসবুক স্ট্যাটাস ২০২২ (Islamic Facebook Status Bangla 2023)” এই আর্টিকেলটি শুধুই আপনার জন্য। কেননা আপনি আজকে এই লেখাটিতে জানতে পারবেন ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস ও ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস সম্পর্কে। পাশাপাশি আপনি আরও জানতে পারবেন ইসলামিক ছোট ছোট স্ট্যাটাস,ইসলামিক ফেসবুক স্ট্যাটাস এবং ইসলামিক স্ট্যাটাস বাংলা সম্পর্কে। তাই ইসলামিক ফেসবুক পোস্ট নিয়ে আর্টিকেল টি শেষ পর্যন্ত পড়তে থাকুন।

ইসলামিক ফেসবুক স্ট্যাটাস ২০২৩ Islamic FB Status Bangla

• তুমি ভরসা করো একমাত্র মহান আল্লাহর উপর কারণ কর্ম সম্পাদনে মহান আল্লাহ তায়ালা`ই যথেষ্ট। 

• যদি একটি এমন রাত্রী হয় এবং পরবর্তী দিন যদি আর রাত্রি না হয়!

• কোনো এক বৃষ্টি ভেজা দিনে আমিও বৃষ্টিতে ভিজবো কিন্তু সেটা হবে শত শত লাশের মাঝখানে  কোন এক নির্দিষ্ট বা অনির্দিষ্ট কবরস্থানে!

• আমার স্বভাবতই এমনই কারো খোঁজ খবর নেওয়ার কথা ভাবি না, কিন্তু প্রতিদিন আমাদের কাছের মানুষ গুলোর জন্য আমরা কখনোই দোয়া করতে ভুলি না!(ইসলামিক ফেসবুক স্ট্যাটাস)

• এই শহরের সাথে থেমে গেছে প্রিয় মানুষগুলো আর ফুল ফুটছে আমাদের টবে, আমার নিঃশ্বাস যেনো আটকে যেতে চায়, আবার আমাদের দেখা হবে কবে?

• পৃথিবীতে সব নিয়ামত শেষ পর্যন্ত কখনোই আর্শীবাদ হয়না, পাশাপাশি সব দুঃখ-কষ্ট মানেই সবসময় আজাব হয় না। 

• আমাদের সমাজে অসৎ লোক কাউকে সৎ ভাবতে পারেনা, কারণ অসৎ লোকেরা সকলকেই সে নিজের মত ভাবে এটাই বাস্তবতা।

• নিশ্চয়ই কোনো এক রাতে পবিত্র কুরআনের অক্ষরগুলো উঠিয়ে নেয়া হবে এবং সকালে মানুষ যখন কোরআন খুলে দেখবে পৃষ্ঠাগুলোতে কোনো লেখা নেই অর্থাৎ খালি পড়ে আছে, কালির একটি অক্ষরও নেই সেখানে। (ইসলামিক ফেসবুক স্ট্যাটাস)

স্মার্ট ফেসবুক স্ট্যাটাস Smart FB Status Bangla

ইসলামিক ফেসবুক স্ট্যাটাস ২০২২

ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস

• আমাদের সেই কান্নার চাইতে পৃথিবীতে সুন্দর আর কোনোকিছু নেই, যে কান্না আনন্দ এবং তার সাথে অপেক্ষা করা থেকে আসে। 

• হে মানুষ, তোমরা পৃথিবীর মায়ায় আটকে থেকো না,আল্লাহর পথে ফিরে এসো। তোমাকে নিশ্চয়ই একদিন তোমার মহার সৃষ্টি কর্তার কাছে তোমার কৃতকর্মের হিসাব প্রদান করতে হবে।

• আমাদের সমাজে সেই ব্যক্তির জন্য জান্নাতের দ্বারপ্রান্তে একটি বাড়ির থাকতে পারে যারা কিনা, যে নিজে শতভাগ সঠিক হওয়া সত্ত্বেও কোনো প্রকার তর্কে তর্কে লিপ্ত হয় না।  

• একটি সপ্তাহের সাতটা দিনের মধ্যে শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ একটি দিন। এর পাশাপাশি শুক্রবার এর মানে হলো আমাদের গুনাহ মাফের আর অনেক বড় একটা সুযোগ।

•  আপনি কালো হলেও কখনো নিজেকে অসুন্দর মনে করবেন না। এর কারণ হলো মহান আল্লাহ তায়ালার সৃষ্টি  কখনো অসুন্দর হতে পারে না ও হয় না।

ইসলামিক ছোট ছোট স্ট্যাটাস ফেসবুক বাংলা স্ট্যাটাস

• আপনি যদি অনেক সমস্যায় থাকেন তাহলে নামাজ আদায় করুন কেননা এটিই হলো সকল সমস্যার সঠিক সমধান। নামাজ সব রোগের প্রধান ওষুধ। নামাজ নিজে পড়ুন।। অন্যকে পড়ার জন্য তাগিদ দিন। নামাজই আপনার আসল ইনকাম। নামাজ বেহেস্তের চাবি।

• আলহামদুলিল্লাহ সামনে আসছে রোজা,এই রোজায় হালকা করতে হবে আমাদের গোনাহের বোঝা, যদি আপনি জীবনে পাপ করে থাকেন তাহলে চেয়ে নেন মাফ, আজ থেকে আসেন আমরা নিয়ত করি, আজ থেকে সবাই মিলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় পরি।

• আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তায়ালা তওবাকারীদের কে অনেক ভালবাসেন পাশাপাশি যারা পবিত্র থাকে তাদেরও মহান আল্লাহ তায়ালা ভালবাসেন।

• আপনার বুকে যদি হাজারো কষ্ট থাকে তাহলেও বলুন  আলহামদুলিল্লাহ । কেননা আপনার এই অভ্যাস আল্লাহ’র প্রতি প্রবল বিশ্বাস ও ভালোবাসার নমুনা।

• শুক্রবারকে কখনোই অবহেলা করবেন না। কারণ শুক্রবার মানেই হলো গরিবের জন্য হজ্বের দিন। আপনার জুম্মা মোবারাক।

ইসলামিক ফেসবুক স্ট্যাটাস

• আপনি যদি আপনার চোখের ক্ষমতা বৃদ্ধি করতে চান এবং জ্ঞান বৃদ্ধি করতে চান তাহলে কুরআন পড়েন। কেননা কোরআন তিলাওয়াত করতে  চোখের জ্যোতি বাড়ে পাশাপাশি জ্ঞান বাড়ে।

• আমাদের সবারই যৌবনের চেহারাটা মানুষ বেশি পছন্দ করে। অপরপক্ষে মহান আল্লাহ তায়ালা যৌবন কালের ইবাদত পছন্দ করেন।

• আলহামদুলিল্লাহ শ্বাস নিচ্ছি –  আলহামদুলিল্লাহ ভালো আছি -বেঁচে আছি – আলহামদুলিল্লাহ।

• মুসলমান হিসেবে ভাইরাস কে নয় ভয় করলে চলবে না, আমাদের ভাইরাসের সৃষ্টিকর্তাকে ভয়
করতে হবে। কেননা এই বিপদ থেকে একমাত্র আল্লাহই আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ।

• আপনি এই পৃথিবীতে যা কিছুই করে থাকেন না কেনো আপনাকে অবশ্যই সে বিষয়ে অবশ্যই আপনাকে জিজ্ঞাসিত হবে। 

• আপনি কখনোই একাকিত্ব বোধ করবেন না বা মন খারাপ করবেন না। কেননা আপনার রব আপনাকে ছেড়ে যায়নি। আপনার রব নিশ্চয়ই আপনার খুব নিকটে আছে। 

• আমরা জানি এক বছরে হচ্ছে ৩৬৫ দিন।আর এই ৩৬৫ দিনের মধ্যে সবচেয়ে উওম দিন হলো আরাফাতের দিন।এবং সবচেয়ে উত্তম রাত হলো কদরের রাত। আমরা জানি এক বছরে হচ্ছে ১২ মাস। ১২ মাস এর মধ্যে সবচেয়ে উওম মাস হলো রমজান মাস।

• আমাদের বর্তমান সমাজে আমাদের দরকার ছিলো যাকাতের অংক শিখানো। কিন্তু শেখানো হচ্ছে হারাম সুদের অংক! যার ফলে আমরা এখন সহজেই সুদের হিসাব এবং অংক বুঝি কিন্তু যাকাতের হিসাব এবং অংক বুঝি না!

• আপনি আপনার সৃষ্টি কর্তার সামনে দন্ডায়মান হওয়ার ভয় নিজের মধ্যে পোষণ করেন তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে সকল খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবেন ইনশাআল্লাহ।

•  আমাদের উচিত সকল খারাপ কাজ থেকে বিরত থাকা।  পাশাপাশি আমাদের কবরের প্রথম রাতটা এবং আমাদের কবরের জীবন কেমন হবে এটা নিয়ে ভাবা।

• যখন আপনার উপর কোনো কষ্ট আসে তাহলে মন খারাপ করবেন না কেননা মহান আল্লাহ তাআলা আপনার এই কষ্টের কারণে আপনার গুনাহসমূহ ঝরিয়ে দেন,ঠিক যেমন ভাবে একটি গাছ থেকে তার পাতা ঝরে পরে।  

• আমাদের উচিত বেশি বেশি করে জিকির করা। কারণ জিকিরকারী অনেক সওয়াবের মালিক হন এবং আল্লাহর প্রতি তার ভালোবাসা শ্রদ্ধা ভেড়ে যায়।

• আপনি যদি মহান আল্লাহ তায়ালার উপরে বিশ্বাস রাখেন আপনার জন্য সকল কষ্টকর কাজগুলোই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন তারা জানেন বা বিশ্বাস করেন যে মহান আল্লাহ তায়ালা তাদেরকে শুনছেন। 

•  আপনার কখনোই কোনো তর্কে জড়ানো উচিত নয়। এমনকি আপনি যদি সেই জায়গায় সঠিক থাকেন,আপনার কথা যদি সত্যি হয় তারপর কোনো তর্কে জড়ানো উচিত নয়। কেননা তর্কে জড়ানো ব্যক্তিকে কখনোই কোনো ব্যক্তি বা কোনো সমাজ পছন্দ করে না। তাই তর্ককে আমাদের এড়িয়ে চলা উচিত।

• যদি তুমি মুক্তির আশা করে থাকো কিন্তু সে পথে অগ্রসর হও না ! তাহলে তোমাকে অবশ্যই জেনে রাখতে হবে যে, নৌকা কখনোই স্থলপথে দিয়ে চলাচল করে না। 

• আপনি যদি নিজ গুনাহ কে তুচ্ছ মনে করেন তাহলে এটাও মস্তবড় একটি গুনাহ। 

ইসলামিক ফেসবুক স্ট্যাটাস ২০২২

ইসলামিক স্ট্যাটাস বাংলা FB Status Bangla 2023

• যদি কোনো ব্যক্তি জিজ্ঞেস করে তোমরা কোথায় যাবে? তাহলে তোমরা বলবা , অবশ্যই আমাদের যাত্রা হবে অনন্ত কালের।

• আমাদের সবার উচিত উপহার গ্রহণ করা এবং অন্যকেও উপহার বা হাদিয়া প্রদান করা।

• নিজের বাবার বাড়িতে যখন আদরের মেয়েরা অবহেলিত থাকে তবে তার স্বামীর বাড়িতে সে নির্যাতিত হবে না কেনো?

• আখিরাত কে খোঁজ করার জন্য মহান আল্লাহ তায়ালা আমাদেরকে দুনিয়া দিয়েছেন, দুনিয়ার সাথে আমাদের লেগে থাকার জন্য নয়। নিশ্চই ও অবশ্যই দুনিয়া ধ্বংশশীল এবং আখিরাত চিরস্থায়ী স্থান।

• আমি আমার জন্য রিজিক চাই না, এর কারন রিজিক তো  ইতিমধ্যে আমাদের মধ্যে বণ্টিত হয়ে গেছে, তার জন্যবরং আমি সবসময় বরকত চাই। 

ইসলামিক ফেসবুক স্ট্যাটাস ২০২৩ নিয়ে আমাদের সর্বশেষ কথা

প্রিয় পাঠক, ইসলামিক ফেসবুক স্ট্যাটাস বা ইসলামিক ফেসবুক পোস্ট নিয়ে আমাদের এই আর্টিকেলটি এই পর্যন্তই। ইসলামিক পোস্ট নিয়ে আর্টিকেল যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন যাতে তারাও সুন্দর সুন্দর ইসলামিক ফেসবুক পোস্ট গুলো সম্পর্কে জানতে পারে এবং তাদের ফেসবুকে শেয়ার করতে পারে। এই আর্টিকেলে আপনি আশা করি ইসলামিক ফেসবুক স্ট্যাটাস বাংলা ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস,ইসলামিক ছোট ছোট স্ট্যাটাস,ইসলামিক ফেসবুক স্ট্যাটাস,ইসলামিক স্ট্যাটাস বাংলা, এই বিষয়গুলো জানতে পেরেছেন। আপনি যদি ইসলামিক ফেসবুক পোস্ট ছাড়া অন্য কোন বিষয় সম্পর্কিত ফেসবুক পোস্ট জানতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনার কমেন্ট অনুযায়ী পরবর্তী আর্টিকেল প্রকাশ করার চেষ্টা করবো।আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version