আজকের এই আর্টিকেলের আলোচনা বিষয় হচ্ছে অনার্স ১ম বর্ষ লোকপ্রশাসন পরিচিতি সাজেশন ২০২৩ ( Introduce to Public Administration suggestion ) নিয়ে। এই বিষয়ের বিষয় কোড হচ্ছে ২১১৯০৭. যে সকল শিক্ষার্থীর এই বিষয়টি রয়েছে তাদের জন্য আজকের এই আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই আর্টিকেলে আলোচনা করা হচ্ছে উক্ত বিষয়ের সকল সাজেশন নিয়ে।
আগামী কয়েক মাসের ভিতরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনার্স প্রথম বর্ষ পরীক্ষা। এই পরীক্ষাটাই অনুষ্ঠিত হবে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত। আর যে সকল শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে পড়াশোনা করে তারা এখন থেকেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছে। কারণ প্রথম বর্ষের পরীক্ষা যদি তারা ভালো ফলাফল করে তাহলে পরবর্তী তারা ভালো ফলাফল করতে পারবে।
অনার্স ২য় বর্ষ ধ্রুপদী সমাজচিন্তা সাজেশন | Classical Social Thought suggestion
কারণ এ বিষয়গুলো তারপর পরবর্তী বছরে দ্বিতীয় পার্ট অথবা এই রিলেটেড বই পড়তে হয়। একজন শিক্ষার্থী এ বিষয়ে ভালো ফলাফল করবে তখন তার পরবর্তী বর্ষের পরীক্ষা গুলো খুব সহজ হয়ে যাবে। সে সহজে সকল কিছু পড়তে পারবে। এত করে তার বর্তমান সময় লাভ হচ্ছে ভবিষ্যতেও আরো ভালো ফলাফলের সম্ভাবনা রয়েছে।
অনার্স ১ম বর্ষ লোকপ্রশাসন পরিচিতি সাজেশন ২০২৩ | Introduce to Public Administration suggestion
ক বিভাগ
- The principal of scientific management গ্রন্থটি কে লিখেছেন?
- নিয়ন্ত্রণ পদ্ধতি কাকে বলে?
- যোগাযোগ নেটওয়ার্ক বলতে কি বুঝেন?
- কর্তৃত্ব কাকে বলা হয়?
- সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ বলা হয় কোনটিকে?
- ইউনিয়ন পরিষদ বিকেন্দ্রীকরণের একটি উদাহরণ দিন।
- BCS এর পূর্ণরূপ লিখুন।
- বাংলাদেশ নীতি প্রণয়নকারী দুইটি সংবিধান সংস্থার নাম লিখুন।
- রাজনৈতিক বিকেন্দ্রীকরণ বলতে কি বুঝানো হয়?
- বিশেষজ্ঞ কাকে বলে?
- বাংলাদেশ প্রশাসনের কেন্দ্রীয় কোনটিকে বলা হয়?
- কর্তৃত্ব অর্পণ কাকে বলে?
- দুইজন সম্মোহনী নেতার নাম লিখুন?
- আদেশ গত ঐক্য কাকে বলে?
- সংগঠনের যেকোনো দুইটি মূলনীতি উল্লেখ করুন।
- সংগঠনের তথ্য কতটি?
- বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয় কাকে?
- principal of public administration গ্রন্থটি কে লিখেছেন?
- লোকপ্রশাসন ক্লাসিক্যাল মতবাদ প্রবর্তন করেন কে?
- Administration behaviour গ্রন্থটি রচনা করেন কে?
- CPA এর পূর্ণরূপ লিখুন।
- POSDORB এর প্রবক্তা বলা হয় কাকে?
- ASPA এর পূর্ণরূপ লিখুন।
- লোক প্রশাসনের জনক বলা হয় কাকে?
- ল্যাটিন mimistiare শব্দের অর্থ কি?
- অ্যাডমিনিস্ট্রেশন কোন শব্দ হতে এসেছে?
লোকপ্রশাসন পরিচিতি সাজেশন ২০২৩ সাজেশনটি পড়লে শিক্ষার্থীরা অবশ্যই পরীক্ষায় তুলনামূলকভাবে ভালো ফলাফল করবে। কেননা প্রতিবছর আমাদের সাজেশন থেকে অনেক প্রশ্ন কমন পড়ে থাকে। যে সকল শিক্ষার্থী আমাদের সাজেশনটি পড়বে তাদের অন্যদের চেয়ে অবশ্যই ভালো ফলাফল করতে পারবে।
আর হ্যাঁ আমরা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সবসময় বিভিন্ন ধরনের সাজেশন এবং পিডিএফ ফাইল গুলো ফ্রিতে দিয়ে থাকি। অনেকে বেশ কয়েকটি সাজেশন পড়ে থাকে যার কারণে অনেক অর্থ দিয়ে কিনতে হয়। কিন্তু আমরা সব সময় প্রতিটি সাজেশন প্রতিটি বিষয়ের উপর ভিত্তি করে একদম ফ্রিতে দিয়ে থাকি। আর চাইলে আপনারা সেটি প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারবেন একদম বিনামূল্যে।
খ বিভাগ লোকপ্রশাসন পরিচিতি সাজেশন
- উন্নয়ন প্রশাসন কাকে বলা হয়?
- পরিকল্পনা বলতে কি বুঝেন?
- সিদ্ধান্ত গ্রহণের ধাপসমূহ লিখুন।
- সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে?
- সমন্বয় সাধনের উপায় সমূহ লিখুন।
- বিকেন্দ্রিকরণ বলতে কি বোঝানো হয়?
- কর্তৃত্ব অর্পনের নীতি সমূহ বর্ণনা করুন।
- নিয়ন্ত্রণ পরিধির উপাদান গুলো আলোচনা করুন।
- পদ সোপান নীতি বলতে কি বুঝেন?
- বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সংজ্ঞা দিন।
- প্রশাসনিক ব্যবস্থাপনা কাকে বলে?
- প্রশাসনিক জবাবদিহিতা কাকে বলে?
- সনাতন সংগঠনের বৈশিষ্ট্য গুলো লিখুন।
- আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সংগঠনের মূল পার্থক্য দেখান।
- রাজনীতি এবং প্রশাসনের মধ্যকার সম্পর্কে আলোচনা করুন।
- তুলনামূলক প্রশাসন বলতে কি বুঝানো হয়?
- রাজনৈতিক নিরপেক্ষতা কাকে বলে?
- লোক প্রশাসন সাম্প্রতিক প্রবণতা সংক্ষেপে আলোচনা করুন।
- বেসরকারি প্রশাসন এবং লোক প্রশাসনের মধ্যে পার্থক্য নির্দেশনা করুন।
গ বিভাগ লোকপ্রশাসন পরিচিতি সাজেশন
- বাংলাদেশ প্রশাসন উন্নয়ন কি? আপনার মতামতের ওপর সংক্ষিপ্ত যুক্তি দিন।
- একটি রাষ্ট্র আমলাতন্ত্র নিয়ন্ত্রণের উপায় সমূহ আলোচনা করুন।
- যোগাযোগ প্রতিবন্ধকতা আলোচনা করুন।
- প্রশাসনিক যোগাযোগের প্রতিবন্ধকতা দেখান।
- সংগঠনের সাধনের প্রয়োজনীয়তা আলোচনা করুন।
- কর্ম বিভাগ যদি অপরিহার্য হয় তাহলে সমন্বয় অনিবার্য। কথাটি ব্যাখ্যা করুন।
- প্রশাসনিক জবাব দিহিতা অর্জনের পদ্ধতি গুলো আলোচনা করুন।
- স্থানীয় সরকার এবং স্থানীয় স্বায়ত্ত শাসিত সরকারের মধ্যে পার্থক্য আলোচনা করুন।
- জেলা প্রশাসনের উদ্দেশ্য, লক্ষ্য এবং কার্যাবলী আলোচনা করুন।
- বাংলাদেশের সাধারণ ও বিশেষজ্ঞ গনের মধ্যেকার দ্বন্দ আলোচনা করুন।
- একটি দক্ষ এবং গতিশীল প্রশাসনিক ব্যবস্থার অর্জনে বিকেন্দ্রীকরণের গুরুত্ব ব্যাখ্যা করুন।
- কর্তৃত্ব অর্পণের প্রয়োজনীয়তা আলোচনা করুন।
- ক্ষমতা এবং কর্তৃত্বের মধ্যে পার্থক্য লিখুন।
- লোক প্রশাসন এবং বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য দেখান।
- লোক প্রশাসনের পরিধি এবং বিষয়বস্তু আলোচনা করুন।
আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা পেলেন অনার্স ১ম বর্ষ লোকপ্রশাসন পরিচিতি সাজেশন ২০২৩। অনার্স প্রথম বর্ষের আরো অন্যান্য ডিপার্টমেন্টের সাজেশন গুলো পেতে আমাদেরকে ফলো করুন।
অনার্স ২য় বর্ষ ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায় সাজেশন ২০২৩। Indian Philosophy Atheistic suggestion