অনার্স ১ম বর্ষ ব্যবসায় পরিচিতি ব্যবস্থাপনা সাজেশন ২০২৩ ( Introduce to Business and Management suggestion ) নিয়ে হাজির হয়েছি আজকের এই আর্টিকেলে। যার বিষয় কোড হচ্ছে ২১২৬০১। যাদের এ বিষয়টি রয়েছে তারা আমাদের সাজেশন শেষ পর্যন্ত পড়ে নিন। কারণ এই আর্টিকেলে আপনার পাচ্ছেন উক্ত বিষয়ের উপর পরিপূর্ণ একটি সাজেশন।
অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি বই হচ্ছে ব্যবসায় পরিচিতি ব্যবস্থাপনা। বিশেষ করে বাণিজ্য ডিপার্টমেন্টে পড়াশোনা করেন তাদের জন্য আজকের এই আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই বইটি বাণিজ্য বিভাগের প্রায় সকল বর্ষের রয়েছে। তবে এই বইটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য।
অনার্স ১ম বর্ষ সাধারণ নীতিবিদ্যা সাজেশন | General Ethics suggestion
প্রথম বর্ষটি দেখতে দেখতে অনেক শিক্ষার্থীদের পার হয়ে যায় সিলেবাস শেষ করার পূর্বেই। কিন্তু তাদের পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। এই স্বল্প সময়ের মধ্যে কিভাবে তারা ভালো ফলাফল করবে এ নিয়ে বেশ চিন্তিত থাকে। যদি আমাদের এই সাজেশনটি তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ে তাহলে পরীক্ষায় তুলনামূলকভাবে ভালো ফলাফল করতে পারবে। তাই সবাইকে অনুরোধ করব একবার হলেও আমাদের এর থেকে শেষ পর্যন্ত পড়ে নিতে।
অনার্স ১ম বর্ষ ব্যবসায় পরিচিতি ব্যবস্থাপনা সাজেশন ২০২৩ | Introduce to Business and Management suggestion
ক বিভাগ
- প্রভব লেখ কি?
- ডাম্পিং বলতে কি বুঝায়?
- প্রত্যয় পত্র কাকে বলা হয়?
- চালানপত্র বলতে কি বুঝেন?
- আগামপত্র কাকে বলে?
- অজাহাজি দলিলপত্র বলা হয় কাকে?
- জাহাজি দলিলপত্র বলতে কি বুঝায়?
- BEPZA পূর্ণরূপ লিখুন।
- BGMEA পূর্ণরূপ লিখুন।
- বণিক সভা কাকে বলা হয়?
- ব্যবসা সংঘ বলতে কি বুঝেন?
- কার্টেল সংঘ কাকে বলা হয়?
- বহুমুখী সমবায় সমিতি কি?
- ভোক্তা সমবায় সমিতি বলতে কি বুঝায়?
- সমবায় সমিতির উপবিধি বলতে কি বুঝায়?
- কোম্পানির বিলোপ সাধন বলতে কি বুঝেন?
- ঋণপত্র কাকে বলা হয়?
- শেয়ার বলতে কি বুঝেন?
- শেয়ারবাজার কাকে বলে?
- বিবরণ পত্র কি?
- পরিমেল নিয়মাবলী লিখুন।
- আচরণ অনুমিত অংশীদার কাকে বলে?
- অর্থনৈতিক পরিবেশ বলতে কি বুঝেন?
- ব্যবসায় পরিবেশ কাকে বলা হয়?
- প্রজননশিল্প কি?
- পণ্য বিনিময় বলতে কি বুঝেন?
- ব্যবসা অবস্থান বলতে কি বুঝেন?
- ব্যবসায় নৈতিকতা কি?
- ব্যবসার কাম্য আয়তন বলতে কি বুঝেন?
- ব্যবসা কি?
প্রশ্ন থাকে অনেকের অনার্স ১ম বর্ষ ব্যবসায় পরিচিতি ব্যবস্থাপনা সাজেশন ২০২৩ কেন পড়বে? পড়বে কারণ শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে হলে তাদের পরীক্ষায় বিভিন্ন প্রশ্নগুলো কমন পড়তে হয়। শিক্ষার্থীরা যদি আমাদের সাজেশন পড়ে তাহলে তাদের পরীক্ষায় আরো প্রশ্নগুলো কমন পড়বে। শিক্ষার্থীদের তাই উচিত একবার হলে আমাদের এই সাজেশনটি পড়ে নেওয়া। তাহলে তাদের প্রিপারেশন আরো এগিয়ে থাকবে।
আমাদের এই সাজেশনটা তৈরি করা হয়েছে দেশের সুনামধন্য কলেজের উক্ত বিষয়ের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের দ্বারা। যাদের এই বিষয়ের পাঠদানের অভিজ্ঞতা রয়েছে তাই কয়েক বছর। এছাড়াও রয়েছে বিগত সালের সকল প্রশ্নগুলো যেখান থেকে কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। এই সহায়ক বই থেকে প্রতিবছর বেশ ভালো নম্বর কমন পড়ে থাকে।
খ বিভাগ ব্যবসায় পরিচিতি ব্যবস্থাপনা সাজেশন ২০২৩
- বৈদেশিক বিনিময় বিল এর ব্যবহার ব্যাখ্যা করুন।
- রপ্তানির বাণিজ্য গুরুত্ব আলোচনা করুন।
- বাণিজ্য নীতি কাকে বলা হয়?
- শেয়ার বাজারের শেয়ার মূল্য রাজনীতির কারণ গুলো লিখুন।
- শেয়ার বাজারে লেনদেন পদ্ধতি সমূহ বর্ণনা করুন।
- সমবায় সমিতির অসুবিধা সমূহ আলোচনা করুন।
- শেয়ার এবং ঋণপত্রের মধ্যে পার্থক্য দেখান।
- স্মারকলিপি ও পরিমাণ নিয়মাবলী মধ্যে পার্থক্য লিখুন।
- পরিমেল বন্ধের ধারণা সমবর্ণনা করুন।
- শেয়ার কি?
- কার্যারম্বের অনুমতি পত্র লিখন।
- কোম্পানির অবসায়ন বলতে কি বুঝানো হয়?
- অংশীদারি ব্যবসা কেমন করে গঠিত হয়ে থাকে?
- অংশীদারি ব্যবসার প্রকারভেদ লিখুন।
- ব্যবসা সংগঠনের দক্ষতা বলতে কি বুঝেন?
- ব্যবসা সামাজিক দায়িত্ব বলতে কী বোঝানো হয়?
- ব্যবসা অভ্যন্তরীণ পরিবেশ কি?
- ব্যবসায় কি একটি পেশা? ব্যাখ্যা করুন।
- ব্যবসায় বলতে কি বোঝায়?
গ বিভাগ ব্যবসায় পরিচিতি ব্যবস্থাপনা সাজেশন ২০২৩
- বিদেশ সাথে বাংলাদেশের পণ্য আমদানি করার পদ্ধতি বর্ণনা করুন।
- বৈদেশিক বাণিজ্য ব্যবহৃত দলিলসমূহ বর্ণনা করুন।
- রপ্তানি উন্নয়নের বুরোর কার্যাবলী বর্ণনা করুন।
- কি কি নীতির উপর বাংলাদেশ সমবায় সমিতি গঠিত হয়?
- সমবায় সমিতির নীতিসমূহ বর্ণনা করুন।
- যৌথ মূলধনী কোম্পানি অন্যান্য ব্যবসা তুলনায় উন্নত। কথাটি ব্যাখ্যা করুন।
- কোম্পানির বাধ্যতামূলক অবসায়নের পদ্ধতি আলোচনা করুন।
- পাবলিক লিমিটেড কোম্পানি এর অসুবিধা গুলো আলোচনা করুন।
- পাবলিক লিমিটেড কোম্পানি বৈশিষ্ট্য গুলো লিখুন।
- যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য গুলো তুলে ধরুন।
- রাষ্ট্রীয় ব্যবসার গঠনের পক্ষে যুক্তি দিন।
- অংশীদারী ব্যবসার বিলোপ সাধন পদ্ধতির সম্পর্কে বর্ণনা করুন।
- অংশীদারীর চুক্তিপত্রের বিষয়বস্তু বর্ণনা করুন।
- এক মালিকানা ব্যবসা উপযুক্ত ক্ষেত্র সমূহ আলোচনা করুন।
- এক মালিকানা ব্যবসা সীমাবদ্ধতা বর্ণনা করুন।
- বাণিজ্যের প্রতিবন্ধকতা আলোচনা করুন।
- একটি দেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে ব্যবসার ভূমিকা বর্ণনা করুন।
- ব্যবসার উদ্দেশ্যসমূহ বিস্তারিত তুলে ধরুন।
অনার্স ১ম বর্ষ ব্যবসায় পরিচিতি ব্যবস্থাপনা সাজেশন ২০২৩ অন্যান্য ডিপার্টমেন্ট এবং বর্ষের সাজেশন এবং বই পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করুন। এছাড়া সকল ফলাফল সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন।