প্রতিবারের মতো আমরা আজকে হাজির হয়েছে অনার্স ২য় বর্ষ নৃ-বিজ্ঞান পরিচিতি সাজেশন ( Introduce to Anthropology suggestion ) নিয়ে। যাদের এই বিষয়টি রয়েছে তারা অবশ্যই আমাদের আর্টিকেলটি পড়বেন। কারণ উক্ত বিষয়ের উপর একটি পরিপূর্ণ সাজেশন দেওয়া হয়েছে শিক্ষার্থীদের জন্য।
পরীক্ষায় ভালো ফলাফল কে বা না করতে চায়? এর জন্য অনেকে দিনরাত কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে থাকেন। কিন্তু শুধুমাত্র পড়াশোনা করলে হবে না পাশাপাশি কিছু নির্দিষ্ট গাইডলাইন অনুসরণ করতে হবে। আর এই গাইডলাইনের মধ্যে রয়েছে সাজেশন। যা শিক্ষার্থীদের জীবনের সহায়ক ও হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাই আমরা উক্ত বিষয়ের উপর আজকে একটি সাজেশন নিয়েছি যা একজন শিক্ষার্থী প্রশ্ন ব্যাংক এবং শর্ট সিলেবাস হিসেবে পড়ে নিতে পারেন। যদি আপনার প্রিপারেশন কি আরো একধাপেকে নিতে চান তাহলে অবশ্যই আমাদের এই সাজেশন পড়বেন।
অনার্স ২য় বর্ষ নৃ-বিজ্ঞান পরিচিতি সাজেশন ( Introduce to Anthropology suggestion )
ক বিভাগ
- The origin of species কে রচনা করেন?
- AIDS এর পূর্ণরূপ লিখুন।
- Horticulture কি বুঝায়?
- A hand book of sociology বলতে কি বুঝেন?
- Ancient society কে রচনা করেন?
- শিশু পাচার বলতে কি বুঝায়?
- অভিবাসন বলতে কি বুঝেন?
- রূপকথা বলতে কি বুঝেন?
- টোটেম বলতে কী বোঝায়?
- চিফডম বলতে কি বুঝায়?
- জুম চাষ কাকে বলে?
- ব্যান্ড বলতে কি বুঝেন?
- বংশধারা কি?
- অন্তবিবাহ কাকে বলে?
- বাংলাদেশের একটি মাতৃ প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম লিখুন।
- চাকমাদের উৎসবগুলো কি কি?
- এদেশের কয়েকটি ক্ষুদ্র উপজাতির নাম লিখুন।
- গ্লোবালাইজেশন শব্দটি কখন ব্যবহার করা হয়েছিল?
- সাংস্কৃতিক আপেক্ষিকতা বাদের প্রবক্তা কে ছিলেন?
- Culture is what we are উক্তিটি কার ছিল?
- সাংস্কৃতিক বলতে কি বুঝেন?
- নৃবিজ্ঞানের পদ্ধতি সমূহ কি?
- মঙ্গোলিয়াদের গায়ের রং কেমন ছিল?
- নৃ গোষ্ঠী কাকে বলে?
- প্রত্নতত্ত্ব কি?
- কোন গ্রিক শব্দ হতে Anthropologie এসেছে?
- Anthropologie সর্বপ্রথম কখন ব্যবহার করা হয়েছিল?
অনার্স ২য় বর্ষ বাংলার ইতিহাস ১২০৪ – ১৭৬৫ সাজেশন | History of Bengal suggestion
নৃ বিজ্ঞান বিষয়টি যাদের রয়েছে তাদের অবশ্যই এই সাজেশনটি করার প্রয়োজন রয়েছে। কারণ উক্ত বিষয়ের উপর পরিপূর্ণ সাজেশন এবং সকল প্রকার গাইডলাইন দেওয়া হচ্ছে আমাদের এই আজকের আর্টিকেলে। যে সকল শিক্ষার্থীরা এ বিষয়ে আগামী পরীক্ষা অংশগ্রহণ করবে তারা ভালো করে পড়ে নিবেন। এখান থেকে প্রায় ৮০ শতাংশ নাম্বার কমন পড়ার সম্ভাবনা রয়েছে।
যাদের এই বইটি নেই তারা একবার হলেও যদি বইটি পড়েন তাহলে বাংলাদেশের উপজাতি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। শুধুমাত্র বইছে তার পরীক্ষার জ্ঞানকে বৃদ্ধি করার জন্য পড়া হয় তা নয়। যেকোনো ধরনের জ্ঞান বৃদ্ধির জন্য যেকোনো বই পড়া যেতে পারে। সাজেশনটি কেন পড়বেন? কারণ হচ্ছে এই সাজেশন করলে আপনি বিভিন্ন প্রশ্ন সম্পর্কে জানতে পারবেন। কারণ যারা সরকারি চাকরি পরীক্ষার পরীক্ষায় অংশগ্রহণ করে অথবা বিভিন্ন ধরনের এনজিও তে চাকরির ইন্টারভিউ দেয়। তাদের এ বিষয়ের উপর প্রচুর প্রশ্ন করা হয়ে থাকে।
অর্থাৎ আপনি যদি চাকরির ইন্টারভিউতে ভালো করতে চান তাহলে অবশ্যই এ বিষয়টি আপনি আলাদাভাবে পড়ে নিতে পারেন। আরে হ্যাঁ, আমরা আমাদের এই সাজেশন গুলো দিচ্ছি আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে। সাজেশনের জন্য কোন ধরনের আর্থিক লেনদেন করা হয় না আমাদের ওয়েবসাইটে।
খ বিভাগ নৃ-বিজ্ঞান পরিচিতি সাজেশন
- পরিবেশ দূষণের প্রভাব উল্লেখ করুন।
- মনা কি এবং বর্ণনা দিন।
- ট্যাবুর শ্রেণীবিভাগ দেখান।
- সর্বপ্রাণ বাদ এবং মহাপ্রাণবাদের পার্থক্য দেখান।
- সরকার এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য লিখুন।
- জাতি সম্পর্কের প্রকারভেদ লিখুন।
- উপজাতি এবং জাতির মধ্যে পার্থক্য দেখান।
- উপজাতিগোষ্ঠীর বৈশিষ্ট্য লিখুন।
- উপজাতি গোষ্ঠীর সংজ্ঞা দিন।
- সংস্কৃতিয়ান কি?
- বস্তুগত এবং অবস্তগত সংস্কৃতির মধ্যে পার্থক্য লিখুন।
- সংস্কৃতির উপাদান উল্লেখ করুন।
- অভিক্ষেপণ পদ্ধতি বলতে কি বুঝায়?
- অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের সংজ্ঞা দিন।
- সাংস্কৃতিক নৃবিজ্ঞানের পরিধি লিখুন।
- নৃবিজ্ঞানের প্রকৃতি লিখুন।
- নৃবিজ্ঞানের সংজ্ঞা দিন।
গ বিভাগ নৃ-বিজ্ঞান পরিচিতি সাজেশন
- পরিবেশ দূষণ কাকে বলে এবং পরিবেশ দূষণের প্রভাব আলোচনা করুন।
- ডাকিনী বিদ্যা এবং মায়া বিদ্যার মধ্যে তুলনা করুন।
- টিফডম কাকে বলে এবং টিফডমের বৈশিষ্ট্য বর্ণনা।
- ব্যান্ড কি এবং ব্যান্ড সমাজ সম্পর্কে আলোচনা করুন।
- এথনোগ্রাফিক উদাহরণসহ মানব সমাজের বিভিন্ন বিনিময় সম্পর্কে আলোচনা করুন।
- জুম চাষের কৌশল গুলো বর্ণনা করুন।
- বাংলাদেশের বিবাহের সমসাময়িক ধারা আলোচনা করুন।
- বাংলাদেশের সমাজ জীবনে জ্ঞাতি সম্পর্কে গুরুত্ব আলোচনা করুন।
- সামাজিক পরিবর্তনের ফলে পরিবার কাঠামো এবং কার্যাবলীর পরিবর্তন লিখুন।
- পরিবারের ভূমিকা এবং কার্যাবলী আলোচনা করুন।
- রাখাইনদের জীবনধারা বর্ণনা করুন।
- উপজাতি বলতে কি বোঝায়? উপজাতি সমাজের উপর প্রভাব বিস্তারকারী উপাদান আলোচনা করুন।
- তৃতীয় বিশ্বের উপর বিশ্বায়নের প্রভাব বর্ণনা করুন।
- সাংস্কৃতিক পরিবর্তনে সমাজকর্মের ভূমিকা লিখুন।
- বস্তু কথা এবং অবস্তগত সংস্কৃতি বলতে কি বুঝেন?
- নৃ তাত্ত্বিক পদ্ধতি গুলো উল্লেখ করুন। যেকোনো একটি নৃ তাত্ত্বিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন।
- অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ কি? অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা এবং অসুবিধা আলোচনা করুন।
- বাংলাদেশের নৃ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করুন।
- নৃ বিজ্ঞানের সংখ্যা দিন। নৃবিজ্ঞানের পরিধি এবং বিষয়বস্তু আলোচনা করুন।
অনার্স ২য় বর্ষ নৃ-বিজ্ঞান পরিচিতি সাজেশন ব্যতীত সকল ডিপার্টমেন্টের এবং সকল বর্ষের সাজেশন পেতে আমাদের সঙ্গে থাকুন।