প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বন্ধ রাখার ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এখন থেকেই এ নির্দেশনা কার্যকর করা হচ্ছে। এই বিষয় নিয়ে কি কি তথ্য দিয়েছেন তারা এবং কেনই বা এ তথ্য দিয়েছেন সে বিষয় নিয়ে আপনাদেরকে পূর্ণাঙ্গ তথ্য দিচ্ছি এই প্রতিবেদনের সাহায্যে।
বাংলাদেশে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ বাংলাদেশের যতগুলো মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বেসরকারি, সে সকল প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেয়া থাকেন। তারা নিয়োগ বিজ্ঞপ্তি থেকে শুরু করে নিয়োগ দেয়া পর্যন্ত যাবতীয় কাজ সম্পন্ন করেন। এর যাবৎ কালে ১৮ তম নিবন্ধনের যাবতীয় প্রক্রিয়া শেষ হয়েছে এখন ১৯তম নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের জন্য অপেক্ষা করছেন তারা। এ বিজ্ঞপ্তির মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আবার প্রায় কয়েক হাজার চাকরিপ্রার্থীদেরকে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে।
তবে যাই হোক আজকে এখন এই আলোচনার বিষয় হচ্ছে যে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কি কি তথ্য দিতে চলেছে এবং কি নির্দেশনা দিয়েছে সে বিষয় সম্পর্কে। যাতে করে চাকরি প্রার্থীরা সে বিষয় সম্পর্কে জানতে পারেন এবং সে অনুযায়ী নিজেদেরকে প্রিপারেশন নিতে পারেন।
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বন্ধ রাখার ঘোষণা
৬ অক্টোবর সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জরুরী এক ঘোষণা দিয়েছে। ঘোষণাটিতে উল্লেখ রাখা হয়েছে বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য। কারণ এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান নিয়োগ দেওয়া হয়ে থাকে এছাড়াও সহকারী অধ্যাপক এবং অধ্যাপক পদে যে নিয়োগ দেওয়া হয়ে থাকে সে সকল নিয়োগ প্রক্রিয়া পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। কারণ এ সকল প্রতিষ্ঠানে উক্ত পথগুলোতে যে নিয়োগ দেওয়া হয়ে থাকে তা এনটিআরসি মানে বেসরকারি শিক্ষক নিবন্ধন দ্বারা নিয়োগ প্রাপ্ত করা হবে।
তবে এক্ষেত্রে নির্দিষ্ট কোন তথ্য দেয়নি যে কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। কোন কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিজ্ঞপ্তি কিভাবে প্রকাশিত হবে সে বিষয়টি। এ বিষয় নিয়ে খুব শীঘ্রই নোটি দেওয়া হবে এবং কার্যক্রম বিষয় নিয়ে আলোচনা করা হবে। যাতে করে খুব দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া চলমান হয়।