Important Synonym List with Bangla Meaning

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি আপনাদের সাথে Important Synonym শেয়ার করব যা সব student’s এবং নিয়োগ পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি নিয়োগ পরীক্ষায় must be পাবেন এই synonym , জানতে একটু কষ্ট করে শব্দের অর্থ জানবেন তাহলে synonym গুলো শিখা সহজ হয়ে পড়বে।

আমি প্রথমে word meaning লিখছি তারপর word গুলোর synonym ,লিখছি একটু কষ্ট করে শব্দের অর্থ ও synonym গুলো বুঝে শিখবেন ।

Synonym কাকে বলে/ Synonym Meaning

Synonym: A word of phrase that means exactly or nearly the same as another word or phrase in the same language.

Important Synonym List with Bangla Meaning

(Word’ ) Abhor – ঘৃনা করা , Synonym হচ্ছে Hate.

  • Aberration – বিপথগামী- synonym হচ্ছে Deviation.
  • Abeyance – মূলতবি অবস্থা- synonym হচ্ছে – suspended action.
  • Able – সমর্থ- synonym হচ্ছে – Capable.
  • Aboriginal – আদিম synonym হচ্ছে- Primitive.
  • Abortive – ব্যর্থ- synonym হচ্ছে- Unsuccessful.
  • Acumen – সূক্ষ বিচার শক্তি- synonym হচ্ছে Brilliance,lnsight, shrewdness.
  • Adulterated – অপমিশ্রন synonymহচ্ছে – Corrupted.
  • Adverse- অশুভ/ মন্দ/বিপরীত synonym হচ্ছে Hostile.
  • Alight- নেমে আসা- synonym হচ্ছে Descend
  • Alleviate- দূর করা synonym হচ্ছে abate.
  • Alteration – পরিবর্তন – synonym হচ্ছে adaptation/ adjustment.
  • Alteration – বাদানুবাদ -Synonym- Quarrel.
  • Annex – সংযোজন synonym -Add.
  • Altitude – উচ্চতা – synonym হচ্ছে – Height.
  • Anecdote,- ক্ষুদ্র সত্য কাহিনী -synonym হচ্ছে – Fable.
  • Antagonist- বিরোধী শক্তি synonym হচ্ছে Opponent.
  • Anxiously – ব্যগ্ৰভাবে – synonym হচ্ছে nervously.
  • Ardent – অতিশয় আকুল- synonym হচ্ছে Eager.
  • Augment বৃদ্ধি করা পাওয়া – synonym হচ্ছে Amplify.
  • Authentic – খাঁটি বা প্রকৃত -synonym হচ্ছে Genuine.
  • Attribute – গুন,বা আরোপ- synonym হচ্ছে Feature.

বিভিন্ন নিয়োগ পরীক্ষা যেমন , নিবন্ধন , প্রাইমারি, বিসিএস ইত্যাদি নিয়োগ পরীক্ষার জন্য Synonym অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় , please আপনারা পড়বেন এবং এই synonym গুলো ঝড়ঝরা করে মুখস্ত করবেন বার বার লিখবেন দেখবেন মুখস্ত হয়ে যাবে।

B -Synonym:

  • Bankrupt- দেউলিয়া synonym হচ্ছে – Insolvent.
  • Banish -নির্বাসিত করা synonym হচ্ছে Exile.
  • Bargain- চুক্তি , আলোচনা synonym হচ্ছে Negotiating.
  • Barter – বিনিময় -synonym হচ্ছে Exchange .
  • Bear – বহন করা বা সহ্য করা synonym হচ্ছে – carry.
  • Belated – অতিশয় বিলম্ব ,আগত synonym হচ্ছে Tardy.
  • Benevolent – সদাশয় synonym হচ্ছে Kind.
  • Belligerent – যুদ্ধরত synonym. হচ্ছে -Hostile
  • Bereavement- মৃত্যুজনিত শোক synonym হচ্ছে Loss.
  • Bigotry – গোঁড়ামি – synonym হচ্ছে Intolerance.
  • Bisterous-কোলাহলপূর্ণ- synonym হচ্ছে- pompous.
  • Bonafide – খাঁটি – synonym হচ্ছে -Genuine .
  • Bonafide – খাঁটি synonym হচ্ছে Genuine.
  • Bountiful- অতি দানশীল – synonym হচ্ছে Generous.
  • Bounty- প্রাচুর্য – synonym হচ্ছে Generosity .
  • Brag – গর্ব করা- synonym হচ্ছে Boast.
  • Brazen-বেহায়া , নির্লজ্জ synonym হচ্ছে -shameless.
  • Brochure – ক্ষুদ্র পুস্তিকা synonym হচ্ছে – showing surprise.
  • Bungled – বিফল synonym হচ্ছে Unsuccessful.

C – Synonym ,

  • Callow- অপরিপক্ক -synonym হচ্ছে- youthful/ lmmature.
  • Capture – গ্ৰেপ্তার বা বন্দি করা.synonym- হচ্ছে Apprehend.
  • Candid- মনখোলা – synonym হচ্ছে -Outspoken.
  • Chicanery- প্রতারণা / ছলনা. Synonym হচ্ছে Trickery
  • Choerent- সঙ্গতিপূর্ণ – synonym হচ্ছে – , consistent.
  • Competent -যোগ্য- synonym হচ্ছে – Capable.
  • Compliant – সম্মত/ ভদ্র- synonym হচ্ছে- soft.
  • Conced- সম্মত হওয়া – synonym হচ্ছে – acknowledge.
  • Condone – মার্জনা করা – synonym হচ্ছে – forgive / excuse/ overlook.
  • Conduit – পাইপ -synonym হচ্ছে pipe.
  • Confirm – সমর্থন / ও অনুমোদন করা synonym হচ্ছে- Bear out .
  • Congenial- অনুকূল – synonym হচ্ছে- friendly.
  • Congregation – সমাবেশ synonym হচ্ছে association.
  • Conjecture – অনুমান করা – synonym হচ্ছে- Guess.
  • Conjugal – বৈবাহিক দম্পতি synonym – হচ্ছে bridal.
  • Consequences – ফলাফল/ পরিনতি synonym হচ্ছে- Effect , result.
  • Consume- অপচয় / ব্যায় করা synonym হচ্ছে spend.
  • Conspicuous – দৃষ্টি আকর্ষক synonym হচ্ছে- visible / noticable.
  • Corpulent- মোটা synonym হচ্ছে- obese.
  • Counsel- উপদেশ/ পরামর্শ, synonym হচ্ছে- advice.
  • Coursory- দ্রুত synonym হচ্ছে- hasty .
  • Crisis – স্ংকটকাল synonym হচ্ছে-calamity.

D -synonym:

যারা ই এই Synonym গুলো পড়বেন তারা অনেক শব্দের অর্থ জানবেন এবং জীবনে অনেক উপকৃত হবেন, এবং আপনার শব্দ ভান্ডার আরো প্রসারিত হবে please please বেশি বেশি করে synonym গুলো পড়বেন

  • Defect- ত্রুটি – synonym হচ্ছে-fault.
  • Dejection – নিরানন্দ – synonym হচ্ছে- sadness, unhappiness.
  • Degradation – সম্মানহানি synonym হচ্ছে- dishonour.
  • Dejection – হতাশা, দুঃখ synonym হচ্ছে- sadness, depression, misery.
  • Delicious – সুস্বাদু synonym হচ্ছে Mouth watering, tasty.
  • Delude – প্রতারিত করা synonym হচ্ছে- Deceive.
  • Delusion- প্রতারণা , অবিশ্বাস, synonym হচ্ছে- misbelief, misconception.
  • Deplete-ক্ষয় হওয়া ,খালি করা synonym হচ্ছে- diminish.
  • Despotic – সার্বভৌম – absolute.
  • Deter-বাধা দেয়া synonym হচ্ছে- hinder ,impede.
  • Dormant – ঘুমন্ত synonym হচ্ছে- latent
  • Drivel অবান্তর কথা synonym হচ্ছে- silly talk.

E – Synonym :

  • Eecological – প্রতিবেশগত synonym হচ্ছে- Environment.
  • Economize – সর্তকভাবে খরচ করা , synonym হচ্ছে- Save.
  • Efface – মুছে ফেলা , synonym হচ্ছে Rub out.
  • Edeifice- বৃহৎ অট্রালিকা synonym হচ্ছে- large , building.
  • Effigy – প্রতিমূর্তি, প্রতিকৃতি synonym হচ্ছে- Dummy.
  • Elated – গর্বিত synonym হচ্ছে- proud.
  • Elegant – সুরুচিসম্পন্ন synonym হচ্ছে- polished.
  • Eligible – যোগ্য synonym হচ্ছে- suitable.
  • Elucidate – ব্যাখ্যা করা synonym হচ্ছে-expound.
  • Endanger- জন্ম দেওয়া synonym হচ্ছে- produce, beget.
  • Enhance- উন্নত করা, improve.
  • Enlarge – বর্ধিত করা – expand.
  • Enticing -প্রলুব্দকারী -alluring
  • Entrance -প্রবেশ করা access .
  • Eternal- শ্বাশত , চিরস্থায়ী synonym হচ্ছে- everlasting.
  • Excess,- মাত্রাধিক্য- surplus.
  • Expound – ব্যাখ্যা করা – explain.

জীবনের গন্তব্যে পৌঁছাতে হলে জীবন চলার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে যা তাই জানতে হবে দেখতে হবে , তেমনি এই synonym গুলো অতীব গুরুত্বপূর্ণ ,প্রতি student এর জন্য এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ । সুতরাং একটু কষ্ট করে জানবেন দেখবেন অনেক শেখা হয়ে গেছে।

F- synonym :

  • Feasible- কার্যকর , সম্ভব synonym হচ্ছে – practical, viable.
  • Fantasy – কল্পনা ,খোশ – খেয়াল synonym হচ্ছে- trifling.
  • Fastidious -খুতখুতে synonym হচ্ছে- disgusting.
  • Fickle – পরিবর্তনশীল synonym হচ্ছে- unstable.
  • Flimsy – পাতরা/ দৃড়তাহীন synonym হচ্ছে-breackable , brittle.
  • Foe- শক্র Synonym হচ্ছে Enemy.
  • Foresee- অগ্ৰিমবলা– synonym হচ্ছে-anticipate.
  • Formidable – ভয়ংকর – synonym হচ্ছে- dangerous.
  • Franchise- ভোটাধিকার synonym হচ্ছে- suffrage.
  • Fragule- মিতব্যয়ী – synonym হচ্ছে- Economical.

G- Synonym :

  • Generous- মহৎ,উদার, synonym – willing to give.
  • Gallant – সাহসী – synonym হচ্ছে- brave.
  • Genesis – জন্ম, সৃষ্টি synonym হচ্ছে beginning.
  • Gory- রক্তাক্ত- synonym হচ্ছে-blood – curdling.
  • Gross-মোট- synonym হচ্ছে- major, massive, big.
  • Gullible – সহজে ফাঁদে পড়ে এমন synonym হচ্ছে- willing to believe anything .

H- Synonym:

  • Handle -পরিচালনা করা , synonym হচ্ছে- manipulate.
  • Handy-সুবিধাজনক- synonym হচ্ছে useful
  • Hedge -এড়িয়ে যাওয়া synonym হচ্ছে-evade.
  • Heed- লক্ষ্য করা synonym হচ্ছে- notice.
  • Hide – গোপন করা synonym হচ্ছে- conceal, mask.
  • Hideously -ভীষনভাবে। synonym হচ্ছে-horribly.
  • Hindrance – বাঁধা synonym হচ্ছে-barrier.
  • Homogeneous -একরূপ synonym হচ্ছে- alike.
  • Huge – বিশাল synonym হচ্ছে- large.
  • Human – মনুষ্যত্বপূর্ণ – kind.
  • Humility -ভদ্রতা- modesty.
  • Hypothetical – প্রকল্পিত -assumed.

I – synonym:

  • Illusive- অলীক , মায়াবী-synonym হচ্ছে deceptive.
  • Igniti- আগুন জ্বালানো – synonym হচ্ছে- set fire.
  • Imbibe -পান করা-synonym হচ্ছে To drink.
  • Impeach- দোষারোপ করা charge.
  • Impersonate – প্রতারণা করা copy.
  • Implicit – নিহিত- tacit.
  • Impulse – আকাঙ্ক্ষা -desire.
  • Incite -উদ্দীপ্ত করা – lnstigate.
  • Incredible – অবিশ্বাস – unbelievable.
  • Instruction- পরিশ্রমী ,কর্মট – active.
  • Inept – অযোগ্য – clumsy.
  • Insolvent -দেউলিয়া – bankrupt.
  • Instigate- প্ররোচিত করা – incite.

J -synonym :

  • Jovial – আমুদে synonym হচ্ছে- happy / Gay.
  • Jovial – প্রফুল / আমুদে synonym হচ্ছে- happy.

K – Synonym:

  • keen- তীক্ষ্ণ/ আগ্ৰহী synonym হচ্ছে- eager.
  • Kinship -নিকট আত্মীয় – blood relation.
  • Kudos- প্রশংসা করা – praise.

L -synonym:

  • Lasting – দীর্ঘস্থায়ী – synonym হচ্ছে- long term.
  • Likely- সম্ভবত synonym হচ্ছে- possibly.
  • Lingua franca – সাধারণ ভাষা- Common Language.

M – synonym:

  • Magnificent- জমকালো synonym হচ্ছে- splendid, superb.
  • Mandatory- আবশ্যিক Obligatory
  • Matrimony – বিবাহ /পরিনয়‌- marriage.
  • Mentor- বিজ্ঞ পরামর্শদাতা। synonym হচ্ছে- Guide.
  • Militant- যুদ্ববাজ – combative.
  • Mirage – মরীচিকা – illusion.
  • Mishap – দূর্ঘটনা – accident.
  • Monstrous – অস্বাভাবিক – colossal.
  • Morose -বিষন্ন- depressed.
  • Morbid – রোগগ্স্ত – synonym হচ্ছে- gruesome.

N- Synonym:

  • Nascent -প্রারম্ভ -synonym হচ্ছে-beginning.
  • Narcissism- আত্মপ্রেম synonym হচ্ছে- self – love.
  • Nostalgic – দেশে ফেরার আকুলতা synonym হচ্ছে- homesick.

O – synonym:

  • Obdurate- অদম্য, কঠিন, synonym হচ্ছে- stubborn.
  • Obese- মোটা – very fat.
  • Obnoxious – আপত্তিকর -very unpleasant.
  • Obscene – অশ্লীল – indecent.
  • Obvious – সুস্পষ্ট – manifest.
  • Odd- অদ্ভুদ – strange.
  • Optimist – আশাবাদী – hopeful.

P – Synonym:

  • Panacea- সর্বরোগের ওষুধ – synonym হচ্ছে- cure all.
  • Parsimony -কৃপনতা – miserliness.
  • Partisan – অনুগামী ,দলীয় – school master.
  • Perfunctory – দ্রুত – desultory.
  • Perturb- উত্তেজিত করা – agitate.
  • Pinion – ধরা synonym হচ্ছে- restrian.
  • Prohibit- নিষেধ করা synonym হচ্ছে- ban.

R – synonym:

  • Reasonable – যথাযথভাবে – synonym হচ্ছে- logical.
  • Ramification – ফল – synonym হচ্ছে- consequences.
  • Receptive – গ্ৰহন করতে আগ্ৰহী – amenable.
  • Recollect- মনে করা – recall.
  • Revoke -প্রত্যাহার করা – cancel.
  • Resources – সম্পদ / সম্ভাবনা – assets.
  • Remiss- অমনোযোগী – lax.
  • Relent- কোমল বা নরম হওয়া- give in.

S -synonym:

  • scuttle- ত্যাগ করা – abandon.
  • Search – গভীর ভাবে – examine.
  • Sanction – অনুমতি – authorization.
  • Shun – পরিহার করা – avoid.
  • Slim পাতলা – slender.
  • sequence – অনুবর্তিতা – Follow.
  • Speed up – গতি বাড়ানো – accelerate.
  • Squander – অপচয় – waste.
  • sticky – আঠাল- adhesive
  • Subjudice- বিচারাধীন – under trail.
  • Sustainable – চলমান- continuous.
  • Sustaining -সাহায্য- supporting.
  • Synthetic -কৃত্রিম – artificial.

হয়তো আমরা ভাবছি এতগুলো synonym পড়বো কীভাবে কিন্তু চিন্তার কোন বিষয় নেই প্রতিদিন একটু একটু করে পড়বেন ।পড়ার সাথে সাথে যেগুলো পড়ছেন তা লিখে নিবেন দেখবেন পড়াটা অনেক সহজ হয়ে গেছে।

T -synony

Tacit– নীরব,নির্বাক synonym হচ্ছে- implicit, implied.

  • Tamper- অবৈধ হস্তক্ষেপ – interfere.
  • Tasteless – স্বাদহীন – insipid.
  • Tedious – ক্লান্তিকর – dull
  • Temerity – হঠকারিতা – insolence.
  • Turn up- উপস্থিত হওয়া arrive.
  • Terrible – ভয়ঙ্কর – exciting.
  • Thrust – ঠেলিয়ে দেয়া – push.

U – Synonym:

  • Ubiquitious – সর্বব্যাপি – omnipresent.
  • Uncertain – অনিশ্চিত – ambiguous.
  • Unorganized – এলোমেলো – Haphazard.
  • Unruly – শাসনাতীত – disobedient.
  • Unemployment – বেকারত্ব – joblessness.

V – Synonym:

  • Variable – পরিবর্তনশীল – changeable.
  • Velocity -গতি- speed.
  • Viable – টিকিয়া থাকতে সক্ষম – achievable.
  • Vindictive – প্রতিহিংসা পরায়ণ – Revengeful.

W- Synonym

  • Wild- বন্য- Untamed.
  • Wisdom – পান্ডিত্য- intelligence.

Y -Synonym:

Yield – মেনে নেয়া synonym হচ্ছে-produce, submit.

উপরোক্ত Synonym গুলো খুবই গুরুত্বপূর্ণ , please মন দিয়ে পড়লে ইনশাআল্লাহ কাজে লাগবে । কেননা প্রতিটি নিয়োগ + বিভিন্ন চাকরি ও ভাইভা ইত্যাদি পরীক্ষায় Synonym থাকে বেশি বেশি করে পড়বেন এবং শেয়ার করবেন।

Top 10 Free English Speaking Courses Online

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button