ইহরাম অবস্থায় যেসব কাজ নিষিদ্ধ | Ihram Rules for Hajj Performer | Ihram in Hajj

ইহরাম অবস্থায় যেসব কাজ নিষিদ্ধ। হজের ফরজগুলর মধ্যে অন্যতম হলো ইহরাম বাধা। ইহরাম বাধর পর হজকারীর জন্য কিছু সীমাবদ্ধতা চলে আসে। মন চাইলেই যেকোন কাজ করতে পারবে না। তার জন্য কিছু কাজ নিষিদ্ধ হয়ে যায়। যেসব কাজ হাজির জন্য নিষিদ্ধ তা নিয়ে আমাদের আজকের আলোচনা।

ইহরাম অবস্থায় যেসব কাজ নিষিদ্ধ

ইহরাম বাধা হজের গুরুত্বপূর্ণ একটি অংশ। হজ করতে হলে ইহরাম বাধা ফরজ। ইহরাম বাধার পর হাজির জন্য অনেক কাজ নিষিদ্ধ হয়ে যায়। ইহরাম অবস্থায় যেসব কাজ নিষিদ্ধ তা নিচে উল্লেখমকরা হলো।

  1. সেলাইযুক্ত কাপড় পরা। সেলাই করা কাপড় পরা যাবে না।
  2. মাথা ও মুখমন্ডল ঢেকে রাখা যবে না, খোলা রাখতে হবে।
  3. পায়ের টাখনু ও পায়ের পিঠ ঢেকে রাখা, বা এমন জুতা পরা যা পায়ের পিট ঢেকে রাখে।
  4.  মাথর চুলকাটা বা ছিড়ে ফেলা।
  5. হাত বা পায়ের নখ কাটা।
  6. আতর বা সুগন্ধি ব্যবহার করা।
  7. স্ত্রীর সাথে সহবাস করা।
  8.  আশ্লীল কথা বলদ।
  9. পশু শিকার করা।
  10.  ইহরাম অবস্থায় ঝগড়া।
  11. চুল বা দাড়ি আঁচড়ানো।
  12.  সাবান ব্যবহার করা।
  13.  উকুন, মশা ও মাছি সহ যে কোনো জন্তু হত্যা করা বা মারা
  14. কোনো গুনাহের কাজ করা।
  15.  টুপি পরিধান করা যাবে না।
  16.  শিকারের প্রতি ইশারা করা যাবে না।

হজ্জ করার নিয়ম ও কিভাবে হজ্জ পালন করবেন

আশা করি আপনারা ইহরাম অবস্থায় যেসব কাজ নিষিদ্ধ তা অবগত হয়েছেন।

হজ্জ করার নিয়ম ও কিভাবে হজ্জ পালন করবেন

হজ্জ করার নিয়ম ও কিভাবে হজ্জ পালন করবেন এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে।

এবছরে হজ্জের যাত্রী কতজন ২০২২

এবছরে হজ্জের যাত্রী কতজন ২০২২ Hajj News বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে।

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version