IFIC Bank Account: আইএফআইসি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৩

আইএফআইসি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম নিয়ে আজ আমারা কথা বলব। আপনি কিভাবে ঘরে বসেই মোবাইলে বাংলাদেশের জনপ্রিয় ব্যাংক আইএফআইসি এর খোলতে পারবেন। আমরা সে বিষয় দেখাবে।

আইএফআইসি ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম।

  • প্রথমে এই লিংকে৷ ৷ প্রবেশ করুন।
  • লিংকে প্রবেশ করার পর Apply Now এ ক্লিক করুন।
  • তারপর আপনার মোবাইল নম্বর ও ইমেইল আইডি বসান
  • ভেরিফাই করলে আপনার মোবাইল নম্বরে একটি OTP কোড আসবে, সেটা বসান।
  • সাবমিট করলে, আপনার ইমেইল আইডিতে OTP আসবে সেটা বসান।
  • এবর সাবমিট করুন।

এখন Aplly your New Account এ ক্লিক করুন।

তারপর নতুন আরেকটি পেইজ আসবে। আপনার মোবাইল নম্বর ও ইমেইল আইডি সঠিকভাবে ভেরিফাইড হয়েছে দেখাবে।

ইবিএল ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

একাউন্ট খোলতে যেসব কাগজপত্র লাগবে।

আইএফআইসি ব্যাংকে একাউন্ট খোলতে যেসব কাগজপত্র লাগবে। তা আপানকে দেখাবে।

  • জাতীয় পরিচয়পত্র।
  • নমোনির তথ্য।
  • টিন সার্টিফিকেট।

এসব শর্তের সাথে আপনার একমত হতে হবে। আপনি একমত হলে Proceed অপশনে ক্লিক করুন।

তারপর নতুন আরেকটি পেজ আসবে সেখানে আপানকে মাসিক কত টাকা আয় করেন সেটা সিলেক্ট করুন। তারপর Next এ ক্লিক করুন।

আবার নতুন পেইজ আসবে।

একাউন্টের প্রকারভেদ।

আপনি আইএফআইসি ব্যাংকে কোন ধরনের একাউন্ট খোলতে চান। আইএফআইসি ব্যংকে কয়েক ধরণের একাউন্ট আছে।

  • সেভিংস একাউন্ট।
  • আমার একাউন্ট।
  • সহজ একাউন্ট।

আপনি আইএফআইসি ব্যাংকে যে ধরনের একাউন্ট খোলতে চান তা সিলেক্ট করুন।

  • তারপর আপনাকে একাউন্ট খোলার উদ্দেশ্য কি তা দেখাতে হবে।
  • তারপর আপনার নিকটস্থ আইএফআইসি ব্যালকের শাখা সিলেক্ট করুন।

কি ধরণের সেবা নিতে পারবেন।

আইএফআইসি ব্যাংকে আপনি যসব সেবা নিতে পারবেন।

  • ক্রেডিট কার্ড সেবা।
  • ডেবিট কার্ড সেবা।
  • মোবাইল ব্যাংকিং।
  • চেক বই।

আপনি সবগুলো সিলেক্ট করুন। আপনি ১০ টাকা ডিপোজিট করে একাউন্ট টি ওপেন করতে পারবেন।
এসব কাজা শেষ হলে আপনি Next বটমে ক্লিক করুন।

তারপর নতুন আরেকটি পেইজ আসবে। এখানে যেসব কাজ করতে হবে;

  • এবার আপনি ফটো তুলতে হবে।
  • প্রথমে Nid এর সামনের দিকের ছবি।
  • তারপর Nid এর পিছনের ছবি।
  • আপনার নমোনির ফটো উপলোড করবেন।
  • আপনারবফটো উপলোড করবেন।

তারপর আপনাকে একটি ট্রাকিং নম্বর দিবে সেটা নিয়ে যে নিকটস্থ আইএফআইসি ব্যাংকের শাখা নির্বাচন করেছেন, সেখানে নিয়ে যাবেন। তারদ আপনার একাউন্টি ওপেন করে দিবে।

আশা করি আইএফআইসি ব্যাংকে কিভাবে একাউন্ট খোলতে হয় তা বুঝতে পেরেছেন।

আইএফআইসি ব্যাংকের হেল্পলাইন।

আইএফআইসি ব্যাংকের কাস্টমার সার্ভিস হলো

16255
(+88) 09666716255

বাংলাদেশ এর অন্যান্য ব্যাংকে গুলোর একাউন্ট খোলার নিয়ম

বাংলাদেশের অন্যান্য ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে নিচের পোস্ট গুলোতে ভিজিট করতে পারেন।

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version