এইচএসসি পদার্থ বিজ্ঞানের ফাইনাল সাজেশন : প্রিয় এইচএসসি পরীক্ষার্থী নিশ্চয় সবাই প্রস্তুত যে কখন প্রশ্ন পাব আর answer করব নো Tenson এবারে সুবর্ণ সুযোগ A+ পাওয়ার ।তোমাদের জন্য all time শুভ কামনা।
এইচএসসি পদার্থ বিজ্ঞানের ফাইনাল সাজেশন | HSC Physics Final Suggestions 2023
- এইচএসসি এর পদার্থ বিজ্ঞানের ফাইনাল সাজেশন , সংক্ষিপ্ত সিলেবাসে অর্থাৎ দুই ঘণ্টার পরীক্ষা হবে এবং মার্ক থাকবে ……৪৫।
- পদার্থ বিজ্ঞানের CQ অংশে আটটি প্রশ্ন থাকবে আপনারা তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে।
- পদার্থ বিজ্ঞানের MCQ অংশে ২৫ টির মধ্যে ১৫ টি উঃ করতে হবে।
- সরকার কর্তৃক প্রদত্ত সিলেবাসে সাতটি করে স্পাটার দেওয়া আছে তোমরা যারা অনেক ভালো তাদের হয়তো কোন সমস্যা হবে না এই সাতটি স্পাটার পড়া কিন্তু যারা একটু দূর্বল তাদের জন্য বেছে কয়েকটি বিষয় পড়তে হবে আমি তা শেয়ার করলাম কয়েকটি গুরুত্বপূর্ণ স্পাটির।
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পদার্থ বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রের শর্ট সাজেশন শেয়ার করলাম ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন।
এইচএসসি পদার্থ বিজ্ঞান প্রথম পত্র।
- পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের মার্ক থাকবে …..৪৫ ।
- পদার্থ বিজ্ঞানের CQ থাকবে আটটি তিনটি উঃ করতে হবে।
- পদার্থ বিজ্ঞানের MCQ থাকবে ২৫ টি থাকবে ১৫ টি উঃ করতে হবে।
এইচএসসি পদার্থ বিজ্ঞান ১ম পত্র সাজেশন
পদার্থ বিজ্ঞানের কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেগুলো থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন পাওয়া যাবে ইনশাল্লাহ।
- নিউটনীয় বলবিদ্যা।
- সংঘর্ষ।/ ভ্রমক/ ব্যাংকিং কোন।
- মহাকর্ষ থেকে …….বিভব/তীব্রতা/h v T.
- পর্যায় বৃত্ত গতি…….s h m সমীকরন/ দোলক/আর্দশ গ্যাস।
- এই অধ্যায় গুলো ভালো ভাবে রিভিশন দিবে দেখবেন ৪৫ মার্ক পাওয়া অনেক সহজ হয়ে যাবে ।তোমরা সিলেবাসে যে সাতটি সাপটার দেওয়া হয়েছে তাও রিভিশন দিবে কিন্তু সহজ গুলো বেশী করে দেখবে সেগুলো থেকে উঃ ও করবে ।
- বিদ্র: গোলক/ব্যাংকিং কোন/উপগ্ৰহের উচ্চতা থেকে ৯৯% পরীক্ষায় থাকবে তোমরা অবশ্যই এগুলো মনযোগ দিয়ে পরবে।
পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র :
তাপ গতি বিদ্যা ……..রুদ্ধ / সমোক্ষ / ইঞ্জিন। এগুলো মনযোগ সহকারে পড়বে।
ভৌত আলোক বিজ্ঞান….ভৌত আলোক বিজ্ঞানের formula গুলো ভালোকরে বুঝবে এবং ইনশাআল্লাহ ৯৯% কমন পড়বে এগুলো থেকে।
পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় পত্র আধুনিক পদার্থ বিজ্ঞান এই সাপটার ও মনোযোগ সহকারে রিভিশন দিয়ে যাবে।
পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় পত্র এর স্থির তড়িৎ / সেমিকন্ডাকটর এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো ও রিভিশন দিবে।
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো এবার ই সুবর্ণ সুযোগ A+ পাওয়ার তাই তোমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগাবে তোমাদের ভালো ইউনিভার্সিটি এমনকি বুয়েটে ভর্তি হতে হলে GPA ভালো হতে হবে এবং এইচএসসি পরীক্ষায় full Marks পেতে হবে।
এইচএসসি পদার্থ বিজ্ঞান ২য় পত্র সাজেশন
এইচএসসি সকল গাইড বই পিডিএফ ডাউনলোড 2023
এইচএসসি সকল গাইড পিডিএফ ডাউনলোড করতে ভিজিট করুন আমাদের ব্লগের এইচএসসি গাইড পিডিএফ ডাউনলোড পোস্ট গুলোতে HSC All subjects guide PDF Download