এইচএসসি যুক্তিবিদ্যা ফাইনাল সাজেশন ২০২৩ | HSC Logic 1st 2nd Suggestion 2023

এইচএসসি যুক্তিবিদ্যা সাজেশন: এইচএসসি পরীক্ষা ফাইনাল সাজেশন প্রিয় পরীক্ষার্থী আপনারা সবাই নিশ্চয় পরীক্ষা দিচ্ছেন অবশ্যই আপনারা জানেন যে‌ এবার ই সুবর্ণ সুযোগ A+ পাওয়ার তাই একটু মন দিয়ে পড়াশোনা করলে রিভিশন দিলে ইনশাআল্লাহ A+ পাবেন।

এইচএসসি যুক্তিবিদ্যা ফাইনাল সাজেশন: HSC Logic 1st 2nd Suggestion 2023

এইচএসসি এর যুক্তিবিদ্যা প্রথম ও দ্বিতীয় পত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেয়ার করলাম ৯৯% এই পাঠ গুলো থেকে প্রশ্ন আসবে ।

  • সৃজনশীল প্রশ্ন ১১ টা থাকবে উঃ করতে করতে ৪ টি।
  • বহুনির্বাচনী ৩০ টা থাকবে উঃ করতে হবে ১৫ টি ।
  • মোট মার্ক থাকবে ……৫৫.

যুক্তিবিদ্যা প্রথম পত্রের সাজেশন:

  • প্রথম অধ্যায় : যুক্তিবিদ্যার পরিচিতি।
  • তৃতীয় অধ্যায়: যুক্তির উপাদান।
  • চতুর্থ অধ্যায়: বিধেয়ক।
  • পঞ্চম অধ্যায়: অনুমান।
  • ষষ্ঠ অধ্যায়: অবরোহ অনুমান।
  • সপ্তম অধ্যায়: অবরোহ অনুমান ও আরোহ অনুমান এর ভিত্তি।

যুক্তিবিদ্যার প্রথম পত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন:

  • যুক্তিবিদ্যার প্রথম পত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন:
  • যুক্তিবিদ্যার উৎপত্তি ও বিকাশের ইতিহাস পড়তে পারো।
  • যুক্তিবিদ্যার ধারনা, বিভিন্ন যুক্তিবীদদের ধারনার বিশ্লেষন ও তুলনা করতে পারো।
  • বিভিন্ন যুক্তিবীদ যেমন,এরিষ্টটল,যোসেফ,জে,এসব মিল এর ধারন।
  • যুক্তিবিদ্যার স্বরূপ ও যুক্তিবিদ্যার পরিসর।
  • এছাড়াও পদ ,বাক্য,পদ শব্দ ,শব্দের শ্রেনীবিভাগ,ব্যক্তার্থ,জ্ঞার্থত্য,পদের প্রকারভেদ,বাক্য ও যুক্তিবাক্য ,অবধারন ও যুক্তিবাক্য,যুক্তিবাক্যের গঠন,বাক্যের শ্রেনীবিভাগ,পদের ব্যাপ্তি,পদের ব্যাপ্তির নিয়ম,বিধেয়ক,প্রকৃতি,বিধেয় বিধেয়ক এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সহিত খেয়াল করে রিভিশন দিবেন ইনশাআল্লাহ A+ পাবেন।

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন:

  • প্রথম অধ্যায় : যৌক্তিক সংজ্ঞা।
  • দ্বিতীয় অধ্যায়: যৌক্তিক বিভাগ।
  • তৃতীয় অধ্যায়: অবরোহের প্রকারভেদ।
  • চতুর্থ অধ্যায়: প্রকল্প।
  • ষষ্ট অধ্যায়: ব্যাখা।

এইচএসসি সকল গাইড বই পিডিএফ ডাউনলোড ২০২৩

HSC all guide PDF Download করতে ভিজিট করুন

যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন;

  • যৌক্তিক সংজ্ঞার ব্যাখা ,যৌক্তির সংজ্ঞার প্রাসঙ্গিকতা, সংজ্ঞা ও বর্ণনা, সংজ্ঞার নিয়মাবলী, সংজ্ঞার নিয়মলঙ্গনজনীত অনুপস্থিতি, সংজ্ঞার সীমাবদ্ধতা।
  • যৌক্তিক বিভাগের ধারনা ব্যাখা করতে পারবে।
  • যৌক্তিক বিভাগের ধারনা ও প্রাসঙ্গিকতা মূল্যায়ন সেটি ও শিখতে পারবে।
  • যৌক্তিক বিভাগের নিয়মাবলী।
  • যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘনজনীত অনুপপত্তি গুলো রিভিশন দিবেন।
  • দ্বিকেটিক বিভাগ ,যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা ,যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘনজনীত অনুপপত্তি গুলো রিভিশন দিবেন।
  • যৌক্তিক বিভাগের নিয়মাবলী ব্যবহার করে অনুপপত্তি জনিত সমস্যা ব্যাখা এইসব গুরুত্বপূর্ণ বিষয় গুলো খেয়াল করে রিভিশন দিবেন ইনশাআল্লাহ ভালো result করতে পারবেন।

এইছিল যুক্তিবিদ্যার প্রথম ও দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো করে খেয়াল করে রিভিশন দিবেন এবং আমাদের প্রত্যাশা ,কামনা আপনারা অনেক ভালো result করবে।

২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ও নম্বর পরিবর্তন

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button