এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদন ২০২৫ করার নিয়ম | HSC Board Challenge system

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ইতিমধ্যে প্রকাশ হয়েছে। অনেকেই অকৃতকার্য হয়েছেন কিংবা আশানরূপ ফল পাননি। তারা এইচএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম সম্পর্কে জেনে নিন। কারণ বোর্ড চ্যালেঞ্জার মাধ্যমে আপনার ফলাফল পরিবর্তন হতে পারে।

HSC Board Challenge system

যদি কোন শিক্ষার্থী মনে করেন সেই পরীক্ষায় অকৃতকার্য হয়েছে কিনা ভালো ফলাফল করেননি। তারা এখন থেকেই বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ পাচ্ছেন। কারণ এবারে তুলনামূলকভাবে পাশের হার কম এবং ফেলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন জায়গা থেকে আসছে নানা ধরনের আলোচনা সমালোচনা।

অনেকেই বলেছেন ভালো পরীক্ষা দিয়ে আশানারূপ ফলাফল পাননি তারা। আর এই জন্য তারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন সেই সুযোগ দিয়েছে শিক্ষা বোর্ড। তবে এ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে নির্দিষ্ট মাধ্যমে। যদি নির্দিষ্ট মাধ্যমে এগুলো না করেন তাহলে তারা কোন ফলাফল পাবেন না কিংবা তাদের আবেদন গ্রহণ করা হবে না।

অনেকেই প্রশ্ন করে থাকেন যে বোর্ড চ্যালেঞ্জ কখন করতে হয়। মূলত ফলাফল প্রকাশের স্বাধীন পর্যন্ত এই আবেদন করার সময় সীমা থেকে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা লাগবে।

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদন ২০২৫ করার নিয়ম

যারা এবারের ফলাফল পেয়েছেন কিন্তু আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। তারা নিজের প্রক্রিয়া অনুসরণ করুন। তার আগে অবশ্যই আপনাকে টেলিটক সিম থেকে এই মেসেজ পাঠাতে হবে। কেননা একে অনলাইনে করতে হয় না মেসেজের মাধ্যমে এটি করার প্রয়োজন হয়

RSC BOARD NAME ROLL SUBJECT CODE

এইভাবে মেসেজ লিখতে হবে। যদি একাধিক বিষয় থাকে তাহলে সে ক্ষেত্রে একটি সাবজেক্ট কোড লেখার পর ক্ষমা দিয়ে আরেকটা সাবজেক্ট কোড লিখতে হবে। এভাবে পর্যায়ক্রমে আপনি একাধিক সাবজেক্ট কোড দিয়ে আবেদন করতে পারবেন।

তারপর ১৬২২২ নাম্বারে প্রেরণ করতে হবে মেসেজটি। মেসেজ পাঠানোর পর আপনাকে একটি পিন কোড দেওয়া হবে। সেটিং কোড দিয়ে আবার পুনরায় তাদেরকে মেসেজ পাঠাতে হবে। এজন্য টাইপ করতে হবে।

RSC YES Pin number

এভাবে লিখে তারপরে 16222 নম্বরে পাঠাতে হবে।

মেসেজ পাঠানোর পর আপনার আবেদন সম্পন্ন হয়ে যাবে। ফলাফল কতদিন পর প্রকাশ করা হয়ে থাকে। সাধারণত এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করে থাকে। ভাই আপনারা এই নির্দিষ্ট সময় আবেদন করে ফেলুন এবং দেখালেন আপনার ফলাফল।

এখানে লক্ষনীয় বিষয় যে প্রত্যেকটি বিষয়ের জন্য ১৫০ টাকা করে আবেদন ফি কেটে থাকে। যেখানে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে সেখানে সর্বমোট ৩০০ টাকা করে কাটবে।

আরোঃ এইচএসসি পরীক্ষার রেজাল্ট

Jahid Hasan

জাহেদ হাসান পেশায় একজন প্রফেশনাল রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে স্কলার্সমী নিউজে পাবলিশ করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button