এইচএসসি একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্র গাইড পিডিএফ ডাউনলোড ২০২৩ | HSC Bangla 1st Paper PDF Download

এইচএসসি একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্র গাইড ২০২৩ : আসসালামুয়ালাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও আজ আপনাদের সাথে শেয়ার করলাম এইচএসসি একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্র গাইড pdf download 2023 । বাংলা আমাদের মাতৃভাষা রাষ্ট্রভাষা প্রাণের ভাষা এই ভাষায় পড়তে লিখতে কার না ভালো লাগে ।

Table of Contents

একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্র গাইড ২০২৩

একাদশ ও দ্বাদশ শ্রেণির অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু খেয়াল করে সিলেবাস অনুযায়ী পড়লে ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন।

এইচএসসি একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্র গাইড PDF Link Akdom Niche Dewa ache।

একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্র থাকবে ,১২ টি গদ্য ও ১২ টি কবিতা ।

প্রথমে ১২ টি গদ্য শেয়ার করলাম।

বাংলা প্রথম পত্র গাইড ১২ টি গদ্য।

  • ১… বাঙালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন….. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
  • ২…. অপরিচিতা …….. রবীন্দ্রনাথ ঠাকুর।
  • ৩……. বিলাসী …… শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
  • ৪……গৃহ …. রোকেয়া শাখাওয়াত হোসেন।
  • ৫….. আহ্বান …… বিভূতি ভূষণ বন্দোপাধ্যায়।
  • ৬….. আমার পথ ….. কাজী নজরুল ইসলাম।
  • ৭…… মানব কল্যান …. আবুল ফজল।
  • ৮ ….. মাসি পিসি . ….মনিক বন্দোপাধ্যায়।
  • ৯…. বায়ান্নর দিনগুলো….. শেখ মুজিবুর রহমান।
  • ১০ ….. রেইনকোট ….. আখতারুজ্জামান ইলিয়াস।
  • ১১…. মহাজাগতিক কিউরেটর…… মুহাম্মদ জাফর ইকবাল।
  • ১২ ….. নেকলেস ….. গী দ্য মোপাসা।

বাংলা প্রথম পত্রের গদ্য গুলো খুবই গুরুত্বপূর্ণ সহকারে পড়বেন এবং গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবন মূলক প্রশ্ন পড়বেন পাঠ ভালো করে খেয়াল করে বুজে বুজে পড়লে অবশ্যই প্রশ্নের উত্তর দেওয়া অনেক সহজ মনে হবে।

Also Download HSC ICT Guide: একাদশ-দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গাইড পিডিএফ ডাউনলোড HSC ICT Guide PDF Download 2023

বাংলা প্রথম পত্রের গদ্য গুলো পড়ে এবং জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবন মূলক প্রশ্ন পড়বেন । প্রতিটি গদ্যের লেখক পরিচিতি লেখকের জন্ম নিয়ে প্রশ্ন গুলো পড়বেন ।

গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন বাংলা প্রথম পত্র ২০২৩

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর : ১৮৩৮ খ্রি, ২৬ শে জুন।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তর : ১৮৯৪ খ্রি ৮ ই এপ্রিল।

বঙিকচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে বিএ পাস করেন?

উত্তর : ১৮৫৮ সালে।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পেশা কি ছিল?

উত্তর : ম্যাজিষ্টেট‌।

বাংলা সাহিত্য চর্চায় অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন কে?

উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

বঙদর্শন পত্রিকা কত সালে প্রকাশিত হয়?

উত্তর ১৮৭২ সালে ।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা এইরকম প্রতিটি গদ্যের লেখক পরিচিতি সম্পর্কিয় সবগুলো বিষয় পড়বেন দেখবেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। এরপর গুরুত্বপূর্ণ অনুধাবন মূলক প্রশ্ন পড়বেন।

উচ্চমাধ্যমিক বাংলা প্রথম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণির কবিতা ২০২৩

একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্র গাইড বই ডাউনলোড

একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য বাংলা প্রথম পত্রের কবিতা ১২ টি আছে সূচিপত্রে ।

  • ১… বিভীষনের প্রতি মেঘনাদ …… মাইকেল মধুসূদন দত্ত।
  • ২….. সোনার তরী …… রবীন্দ্রনাথ ঠাকুর।
  • ৩…… বিদ্রোহী …… কাজী নজরুল ইসলাম।
  • ৪…… প্রতিদান ……. জসীম উদ্দিন।
  • ৫……সুচেতনা ….. জীবনানন্দ দাশ।
  • ৬.… তাহারেই পড়ে মনে …… সুফিয়া কামাল।
  • ৭….. পদ্মা …… ফররুখ আহমদ।
  • ৮….. আঠারো বছর বয়স..… সুকান্ত ভট্টাচার্য।
  • ৯….. ফেব্রুয়ারি ১৯৬৯ ….. শামসুর রহমান।
  • ১০…. আমি কিংবদন্তির কথা বলছি….. আবু জাফর ওবায়দুল্লাহ।
  • ১১….. নূরলদীনের কথা মনে পড়ে যায়….. সৈয়দ শামসুল হক।
  • ১২…..ছবি …… আবু হেনা মোস্তফা কামাল।

একাদশ ও দ্বাদশ শ্রেণির কবিতা অংশের জ্ঞানমূলক প্রশ্ন ২০২৩

মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন ?

উত্তর: ১৮২৪ সালের ২৫ জানুয়ারি।

মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর : যশোর জেলার সাগরদাঁড়ি গ্ৰামে।

তার পিতা মাতার নাম কি? কার তত্ত্বাবধানে তিনি প্রাথমিক শিক্ষা গ্ৰহন করেন ?

উত্তর : মায়ের ।

তিনি কত সালে খ্রিষ্টধর্ম গ্ৰহন করেন ?

উত্তর : ১৮৪৩ সালে ।

তিনি কোন কোন ভাষায় দক্ষতা অর্জন করেন ?

উত্তর : ইংরেজি ,ও সংস্কৃতসহ , জার্মান এবং ইতালির ভাষা।

বাংলা কবিতার ছন্দের প্রথাকে কে ভেঙে দিলেন ?

উত্তর : মধুসূদন দত্ত।

বাংলায় চতুর্দশপদী কবিতা সনেটের প্রর্বতক কে?

উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।

বিভীষনের নাম কে?

উত্তর : নিকষা।

বিধু অর্থ কে?

উত্তর : চাঁদ।

বিভীষনের প্রতি মেঘনাদ কবিতায় রামানুজ কে?

উত্তর : লক্ষণ।

রাঘব কে?

উত্তর : রঘু বংশের শ্রেষ্ঠ সন্তান ,এখানে রামচন্দ্রকে বুঝানো হয়েছে ‌‌‌‌।

এই হলো প্রথম কবিতা অর্থাৎ বিভীষনের প্রতি মেঘনাদ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর এভাবে প্রতিটি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবন মূলক প্রশ্ন ও জ্ঞানমূলক ও অনুধাবন মূলক বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সেগুলো ভালোভাবে পড়বেন দেখবেন অনেক অনেক সহজ হয়ে যাবে লেখাপড়া । আমাদের সাথে থাকবেন এবং কাজে সহায়তা করবেন বেশি বেশি করে শেয়ার করে।

HSC Bangla 1st Paper PDF Download Link

একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র গাইড পিডিএফ ডাউনলোড ২০২৩

HSC Bangla 2nd Paper Guide PDF Download

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button