একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ কবে

মাহফুজুর রহমান

বর্তমানে উচ্চ মাধ্যমিকের ভর্তি কার্যক্রম প্রায় শেষের দিকে। আর এর মধ্যে শিক্ষার্থীরা অনেকে জানতে চাচ্ছেন একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে কবে থেকে সে বিষয়টি সম্পর্কে। আসুন তাহলে জেনে নেই কবে থেকে শুরু হতে পারে ক্লাস সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো।

গত মে মাসে প্রকাশিত হয়েছে এসএসসি ২০২৪ পরীক্ষার ফলাফল। ঠিক এর কিছুদিন পর থেকেই শুরু হয় এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক ভর্তি। প্রতিবারের মতো এবারও অনলাইনে ভর্তি কার্যক্রমের চলমান রয়েছে। আর এই ভর্তির ক্ষেত্রে যে পার্থক্যটি দেখা দিয়েছে তা পূর্বের তুলনায় সার্ভার আলাদা করা দেওয়া হয়েছে এমনকি নতুন পদ্ধতিতে আবেদন করা হচ্ছে। পূর্বে শিক্ষার্থীদের কোন ধরনের অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন হয়নি। কিন্তু বর্তমানে একাউন্ট তৈরি করতে হচ্ছে এমনকি এ প্রোফাইল দিয়ে তারা পরবর্তী সময়ে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম ব্যবহার করতে পারবেন। মোট তিনটি ধাপে এই ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সকল অনলাইন ভর্তি এবং কনফারমেশন করার পর এখন ম্যানুয়াল ভাবে শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে কলেজের ফি এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়ে। শিক্ষার্থীরা এখন শিক্ষার্থীরা এখন এই সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন।

একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ কবে

জুলাই মাসের ২৫ তারিখের মধ্যে সকল ধরনের ম্যানুয়াল ভাবে ভর্তির কার্যক্রমণ তারিখ নির্ধারণ করে দেয়া হয়েছিল। কিন্তু এর মধ্যে শুরু হয়ে যায় কোটা বিরোধী আন্দোলন যার কারণে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছিল না। এমনকি সরকারের পক্ষ থেকে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় তাহলে নির্দিষ্টকালের জন্য। যার কারণে অধিকাংশ শিক্ষার প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম ও পিছিয়ে যায় অনেক সময় পর্যন্ত। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই ভর্তি কার্যক্রম ও চলমান থাকতে পারে বলে জানানো হয়েছে।

পূর্ববর্তী নোটিশ অনুসারে ৩০ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদেরকে ক্লাস করার জন্য অনুরোধ করা হয় এবং অন্যান্য নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু এই আন্দোলনের কারণে তারিখ পিছিয়ে যাওয়ার কারণে পরবর্তী সময়ে এই একাদশ শ্রেণির ক্লাস শুরু তারিখ ঘোষণা করা হবে। এ পর্যন্ত পরিষ্কার কোন তথ্য পাওয়া যায়নি যে নির্দিষ্টভাবে কোন তারিখে ক্লাস শুরু করা হবে।

আরো দেখুনঃ একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা |

কবে থেকে ক্লাস শুরু হবে এ বিষয়টি জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং দেখে নিন পরবর্তী প্রতিবেদনে। কেননা এই সংক্রান্ত আপডেট তথ্য পাওয়া মাত্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সরাসরি ভাবে।

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।