পূবালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম | How to Open Pubali Bank Account

পূবালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম: How to Open Pubali Bank Account: বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে পূবালী ব্যাংক অন্যতম। দিন দিন পূবালী ব্যাংকের গ্রাহক বাড়ছে। প্রতিষ্টা লগ্ন থেকে পূবালী ব্যাংক তাদের অনন্য সার্ভিস দিয়ে আসছে। পূবালী ব্যাংকে বিচিত্র সেবা রয়েছে। পূবালী ব্যাংকের এসেবা গুলো পেতে হলে আপনার একটিনপূবালী একাউন্ট দরকার। আজ আমরা দেখাব পূবালী ব্যাংকের একাউন্ট কিভাবে খোলতে হয়।

Pubali bank পূবালী ব্যাংকের একাউন্টের প্রকারভেদ।

Pubali bank পূবালী ব্যাংকে বিভিন্ন পদ্ধতিতে একাউন্ট খোলা যায়। পূবালী ব্যাংকের চার ধরনের একাউন্ট রয়েছে। আমরা নিছে ধারাবাহিক ভাবে চারটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। অন্যান্য ব্যাংকের ন্যায় পূবালী ব্যাংকের কারেন্ট একাউন্ট আছে, আছে পূবালী ব্যাংক সেভিংস একাউন্ট। আরো আছে পূবালী ব্যালক ডিপেজিট একাউন্ট। শুধু ডাই নয় পূবালী ব্যাংক স্টুডেন্ট একাউন্টও আছে।

পূবালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম।

নিচে pubali bank পূবালী ব্যাংক লিমিটেড এর একাউন্ট খোলার নিয়ম তুলে ধরা হলো।

পূবালী ব্যাংক কারেন্ট একাউন্ট খোলার নিয়ম।

পূবালী ব্যাংকের কারেন্ট pubali bank একাউন্ট খোলার জন্য গ্রাহককে যা করতে হবে।

  • দুইকপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি।
  • এনআইডি কার্ডের ফটোকপি।
  • নমিনির হবে তার এক কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি লাগবে।
  • নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রদান করতে হবে।

ডকুমেন্টগুলো নিয়ে pubali bank পূবালী ব্যাংকের শাখায় সরাসরি যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে একটি ফর্ম পূরন করার মাধ্যমে খুব সহজেই পূবালী ব্যাংক একাউন্ট খোলা যাবে।

পূবালী সেভিংস একাউন্ট খোলার নিয়ম Pubali bank savings account.

পূবালী সেভিংস একাউন্ট খোলার জন্য আপনার কিছু ডকুমেন্ট দেখাতে হবে। এ পূবালী ব্যাংকের শাখায় নিয়ে আসবেন।

  • দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  • নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
  • নমিনির NID এর ফটোকপি প্রয়োজন হবে।

পূবালী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট pubali bank student account

পূবালী ব্যাংকের বিশেষ দিক হলো স্টুডেন্ট একাউন্ট। সকক ব্যাংকের মতন পূবালী ব্যাংক স্টুডেন্টেরকে আলাদা সেবা দেয়। স্টুডেন্টের জন্য রয়েছে পূবালী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট। পূবালী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলতে কি দরকার? হ্যা, আমরা দেখাবে পূবালী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলতে কি কি প্রসেস রয়েছে।

পূবালী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম।

  • প্রথমে গুগুল প্লে থেকে pubali bank app ডাউনলোড করুন।
  • ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
  • একজন ছাত্রের জন্য পূবালী ব্যাংকের এ বিষয়গুলো কোন জটিল বিষয় নয়। স্টুডেন্ট খুব সহজে এ প্রসেসগুলো খুব সহজে বুঝবে।

Pubali bank পূবালী ব্যাংক Helpline

পূবালী ব্যাংক হেল্পলাইনে আপনি আপনার যেকোন ধরনের সমস্যার জন্য যোগাযোগ করতে পারবেন। আপনি নিচে পূবালী ব্যাংকের হেল্পলাইন ডিটেইলস তুলে ধরছি।

PUBALI bank LIMITED
HeadOffice 26 , Dilkusha Commercial Area,
Dhaka 1000, Bangladesh.
G .P . O. Box. Number : 853.
PABX Number : +88 02223381614
FAX : +88 029564009
IPPBX Number : +88 09612 82 00 00, +88 09612 82 08 20

Pubali Bank official Website

Bangladesh এর অন্যান্য ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম

বাংলাদেশের অন্যান্য ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে নিচের পোস্ট গুলোতে ভিজিট করুন।

HM Mahfuj

Mahfujur Rahman is the founder of this Blog. He is a Professional Blogger and SEO Expert, who is interested in SEO, Web Programming. If you need any information related to this website, then you can feel free to ask here. It is our aim that you get the best information on this blog.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button