অনার্স ভর্তি ২০২৩: অনার্স অনলাইন আবেদন পদ্ধতি প্রয়োজনীয় কাগজপত্র | Honours Admission 2023

অনার্স ভর্তি ২০২৩

অনার্স ভর্তি ২০২৩: এইচএসসি এর পরে আপনি অনার্সে ভর্তি হতে চাচ্ছেন, কিন্তু অনার্সে ভর্তি হতে কত পয়েন্ট লাগে, কি কি লাগে এবং অনার্স ভর্তি করার আবেদনের নিয়ম সম্পর্কে জানেন না। এ সব বিষয়ে জানতে চাচ্ছেন তাহলে আপনি সঠিক জায়গায় প্রবেশ করেছেন।‌ এ পোস্টে আমরা অনার্সে ভর্তি হওয়ার যাবতীয় নিয়ম-কানুন সহ কিভাবে ভর্তি হতে হয় সকল কিছু বিস্তারিত আলোচনা করে তুলেছি। ‌ যাতে করে শিক্ষার্থীদের কোন সমস্যার সম্মুখীন না হতে হয় এবং চিন্তিত হয় না যেন তারা। ‌‌

অনার্স ভর্তি ২০২৩ অনার্সে ভর্তি হওয়ার নিয়ম, অনলাইন কিভাবে আবেদন করবেন? অনার্স ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২৩

অনার্সে ভর্তি ২০২৩ আবেদনের নিয়মসমূহ এবং অনার্স ভর্তির আরও অনেক তথ্য জানতে পারবেন সেগুলো হচ্ছে:

  • অনার্স কি?
  • অনার্সে ভর্তি হওয়ার যোগ্যতা
  • অনার্সে ভর্তি হতে কত পয়েন্ট লাগে
  • অনার্সে ভর্তি করার আবেদনের নিয়ম ২০২৩

এসএসসি পাস করার পরই অনেকের মাথায় চিন্তা ঢুকে যায় যে এইচএসসি এবং এসএসসিতে কত পয়েন্ট হলে অনার্সে কোন কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়। চিন্তা করার কারণ ও রয়েছে। কারণ স্নাতকোত্তর ডিগ্রির গুরুত্ব আমাদের দেশে অনেক বেশি। ‌ চাকরির ক্ষেত্রে অনেকটা নির্ভর করে থাকে এ ডিগ্রীটির উপর। এর জন্য আপনাদের আজকের এই পোস্ট।

অনার্স কি?

অনার্স বা স্নাতকোত্তর হচ্ছে চার বছর মেয়াদে একটি কোর্স। এই কোর্সটি এইচএসসির পরে করতে হয়।‌ যেকোনো সরকারি কলেজ কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট কলেজ থেকেও অনার্স কোর্স করা যায়। কোর্স এর প্রচুর চাহিদা রয়েছে বাংলাদেশে। বিষয়ে অনুসারে এটি ভিন্ন চাহিদা। কিন্তু চাইলেই নিজের ইচ্ছা মত ভর্তি হওয়া যাবে না। ‌ শুধুমাত্র প্রাইভেটে নিজের ইচ্ছাকৃত বিষয় অনুসারে ভর্তি হওয়া যায়। ‌‌ যদি পয়েন্ট ভালো থাকে তাহলে পছন্দের বিষয়টি পেয়ে যাবেন। ‌

অনার্সে ভর্তি হওয়ার জন্য কত পয়েন্ট লাগে এবং যোগ্যতা ২০২৩

ভর্তি হওয়ার জন্য কিছু যোগ্যতার প্রয়োজন হয়। ‌ যদি আপনি এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নির্দিষ্ট শিক্ষাবর্ষের মধ্যে শেষ করেন তাহলে অনার্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সরকারি বেসরকারি কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য নির্দিষ্ট পয়েন্টের প্রয়োজন হয়। ‌ এ সকল কলেজে ভর্তি হওয়ার জন্য এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কমপক্ষে ৩.০০ পয়েন্ট এর দরকার। তবে সরকারি কলেজগুলোতে বর্তমানে উভয় পরীক্ষায় ৩.৫০ পয়েন্ট দরকার হয়।

সরকারি কলেজে যোগ্যতা: সর্বমোট ৭ পয়েন্ট থাকলেই সরকারি কলেজে অনার্সে ভর্তি হওয়া যায়। তবে আপনার পছন্দের কলেজে ভর্তি হতে পারবেন কিনা সেটা নির্ভর করবে আপনার নির্বাচনকৃত কলেজের আসন সংখ্যা এবং আপনার পয়েন্টের উপর। ‌ ফলাফল যত ভালো হবে তত ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকবে।

বেসরকারি কলেজ যোগ্যতা: মোট ৬ পয়েন্ট হলেই যে কোনো বেসরকারি কলেজগুলোতে ভর্তি হওয়া যায়। কলেজগুলো পয়েন্টের ভিত্তিতে তাদের আসন সংখ্যা পূরণ করে। একাধিক কলেজ নির্বাচনের সুযোগ থাকায় ছাত্রছাত্রীরা কয়েকটি কলেজে একসাথে আবেদন করতে পারে। ‌

৭ কলেজে ভর্তির যোগ্যতা: সাত কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা হচ্ছে সর্বমোট 6 পয়েন্ট থাকতে হবে। ভর্তি ফরম পূরণ করার পর একটি ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে নির্বাচন করা হয়। যারা উত্তীর্ণ হয় তারাই কেবল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে এবং ভর্তি হতে পারবে।

তবে ডিপার্টমেন্ট অনুসারে ৬.০০ পয়েন্ট থেকে শুরু করে উপরের দিকে যায়। ‌ যদি পয়েন্ট কম থাকে তাহলে পছন্দের সাবজেক্টটি নাও পেতে পারেন।

অনার্স ভর্তি অনলাইন আবেদনের নিয়ম ২০২৩

অনার্সে ভর্তির জন্য প্রথমে বেশ কিছু তথ্যের প্রয়োজন হয় যেগুলোর মাধ্যমে অনলাইনে আবেদন করা লাগে। আবেদন করার পর ধাপে কাগজপত্র কলেজে জমা দিতে হয়। এখন আমরা দেখাবো অনলাইনে কিভাবে অনার্স ভর্তি হয়।
প্রয়োজনীয় তথ্য

১. এসএসসি এবং এইচএসসি রোল নম্বর পত্র ( শিক্ষার্থীর সকল তথ্য দেওয়া আছে )
২. পাসপোর্ট সাইজের ছবি
৩. মোবাইল নাম্বার
৪. একটি ইমেইল এড্রেস

অনার্স অনলাইন আবেদন করার নিয়ম ২০২৩

অনলাইনে আবেদন করার জন্য বেশ কয়েকটি ধাপ রয়েছে। এখন সেই ধাপগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে দেখিয়ে দিব।

১. প্রথমে app1.nu.edu/bd ওয়েব সাইটটিতে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে নিচের ছবির মত আসবে। সেখান থেকে Houners বারে ক্লিক করতে হবে এবং নিচের দিকে থাকা Apply Now বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে। ‌‌

২. Apply Now ক্লিক করলে একটি নতুন পেজ আসবে। এসএসসি এবং এইচ এস সি এর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সহ যাবতীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে। তথ্য পূরণ হলে তারপর Next বাটনে পরবর্তী পেজে যেতে হবে। তারপর সেখানে আপনার সকল তথ্য দেখাবে। যেমন নাম, বাবার নাম, শিক্ষাগত ইনফরমেশন দেখাবে। সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন।

৩. Next বাটনে ক্লিক করার পর আবার নতুন পেজ ওপেন হবে এবং তৃতীয় ধাপের ফরম পূরণ করতে হবে। ‌ সেখানে কলেজের নাম, কোন জেলায়, কোন উপজেলায় অবস্থিত আপনার পছন্দের বিষয়গুলো নির্বাচন করতে হবে। এ সময় খেয়াল রাখতে হবে যাতে কোন ধরনের ভুল না হয়। তারপর পরবর্তী ধাপে যেতে হবে।

৪. পরবর্তী ধাপে আপনাকে কোটা নির্বাচন করতে বলবে। কোন কোটা থাকে যেমন মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা ইত্যাদি। থাকলে সে কোঠা নির্বাচন করতে হবে এবং না থাকলে নো কোটা সিলেক্ট করে পরবর্তী ধাপে যেতে হবে।

৫. শেষ ধাপটিতে ছবি আপলোড করতে হবে। ছবির সাইজ Hieght 150 Pixel এবং Width 120 Pixel. ছবির ফরমেট অবশ্যই JPEG হতে হবে। কোনভাবেই ছবির সাইজ যেন ৫০ কেবি এর বেশি না হয়।

৬. ছবি আপলোড করা হলে এরপর সঠিকভাবে আপনার মোবাইল এবং ইমেইল এড্রেস প্রবেশ করাতে হবে। তারপর পরবর্তীতে ধাপে গেলে একটি পিডিএফ ফাইল ডাউনলোড করতে বলবে।

৭. পিডিএফ ফাইলটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে সংরক্ষণ করে রাখুন। পরবর্তী ধাপে পেমেন্ট করতে হবে।

বিকাশ রকেট নগদ এর মাধ্যমে খুব সহজেই পেমেন্ট করা যাবে। তবে সবচেয়ে সহজ হয় অনার্স ভর্তি করার নিয়ম ২০২৩ মাধ্যমে করা।
পেমেন্ট করার নিয়ম

  • বিকাশ অ্যাপটিতে প্রবেশ করুন
  • তারপর এডুকেশন ফি অপশনটিতে ক্লিক করতে হবে
  • সেখান থেকে আপনার বোর্ড সিলেক্ট করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে পেমেন্ট করে দিতে হবে।

আরোও বিস্তারিত জানতে ভিজিট করুন: কিভাবে নিজে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির অনলাইন আবেদন করবেন

অনার্স আবেদনের শেষ তারিখঃ

আগামী ___ মার্চ ২০২৩ অনার্স প্রথম ধাপের ভর্তির শেষ তারিখ। প্রথম ধাপের ফলাফল প্রকাশের পর দ্বিতীয় এবং তৃতীয় ধাপে ভর্তি শুরু হবে। তাই প্রথমবার মিস করলে দ্বিতীয় ধাপে ভর্তি হতে পারবেন।

উপরের স্টেপ গুলো ফলো করলে অনার্স ভর্তি করার নিয়ম ২০২৩ সম্পন্ন করতে পারবেন। ‌

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version