অনার্স ভর্তি কবে থেকে শুরু হবে

উচ্চ মাধ্যমিক ফলাফল প্রকাশ হয়েছে। আর শিক্ষার্থীরা অনার্স ভর্তি কবে থেকে শুরু হবে সে বিষয়টি জানতে চাচ্ছেন। আর এদিকে পাবলিক ভর্তি পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছে অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলো। তবে আমরা এই অনার্স ভর্তি জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানব।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি শুরু কবে থেকে

উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর বিশাল একটি অংশ ভর্তি হয়ে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়। কারণ এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সারা বাংলাদেশ জুড়ে এবং বিভিন্ন উপজেলায় পর্যায়ে গুলোতেও। যেখানে সাধারণ শিক্ষার্থীরা কম খরচে উন্নত মানের পড়াশুনা পেয়ে থাকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এখান থেকে ভালো ফলাফল করে।

প্রতিবছর উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের এখানে ভর্তি হওয়ার সুযোগ দেয় যাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে পূর্ববর্তী সময় গুলোতে দেখা গিয়েছে তারা পয়েন্টের উপর নির্ভর করে ভর্তি হওয়ার সুযোগ দিত। কিন্তু এখন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ প্রক্রিয়া বিগত সেশন থেকে শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলমান থাকবে তবে কর্তৃপক্ষ নির্দেশ অনুযায়ী তার পরিবর্তন হতে পারে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কবে থেকে শুরু হবে এই বিষয় নিয়ে এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোনো ধরনের নোটিশ দেয়নি। তবে প্রতি বছর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দুই থেকে তিন মাস পর পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। সে হিসাবে ডিসেম্বর মাসে কিংবা জানুয়ারির মাঝামাঝি সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অনার্সে ভর্তি শুরু কবে থেকে

জাতীয় বিশ্ববিদ্যালয় সম্ভাব্য সময় হচ্ছে ডিসেম্বর কিংবা জানুয়ারি। অন্যদিকে পাবলিক বিশ্ববিদ্যালয় বেশ কিছু পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় জানিয়েছেন আগামী ২৮ নভেম্বর থেকে এই পরীক্ষা শুরু হতে পারে।

অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় জানিয়েছেন ডিসেম্বর মাস থেকেই তাদের পরীক্ষা শুরু হবে। মেডিকেল আগামী ৬ ডিসেম্বর থেকেই শুরু হবে বলে জানিয়েছেন তারা। বুয়েট ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে তাদের ভর্তি কার্যক্রমও শেষ করবেন। তবে অন্যান্য সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো অনার্স ভর্তি শুরু হবে কবে থেকে সে বিষয়টি এখন পর্যন্ত তথ্য দেয়নি।

অন্যদিকে কৃষি গুচ্ছ পরীক্ষা নিয়ে চলছে নানা ধরনের সমালোচনা। কেননা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। কেননা তারা প্রধান নেতৃত্বে থাকতে চায় আর তাদের অধীনে পরীক্ষা দিতে চায়। শেষ পর্যন্ত কি হচ্ছে তা এখন পর্যন্ত জানানো সম্ভব হয়নি।

তবে বলা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হলে জানুয়ারির মধ্যে সকল পাবলিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে করে সবাই কোন সেশন জোট কিংবা বিলম্ব হতে না পারে। আমাদের ওয়েবসাইটে আপডেট এ জানিয়ে দেওয়া হবে যে কোন বিশ্ববিদ্যালয়ে কবে থেকে ভর্তি শুরু তার যাবতীয় তথ্য এবং বিজ্ঞপ্তি গুলো।

আরোঃ এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদন

Jahid Hasan

জাহেদ হাসান পেশায় একজন প্রফেশনাল রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে স্কলার্সমী নিউজে পাবলিশ করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button