অনার্স ৩য় বর্ষ সমাজ মনোবিজ্ঞান সাজেশন ২০২৩ | Honours 3rd Year Social Psychology Suggestion 2023

অনার্স ৩য় বর্ষ সমাজ মনোবিজ্ঞান সাজেশন ২০২৩ | Honours 3rd year suggestion 2023

অনার্স ৩য় বর্ষ সমাজ মনোবিজ্ঞান সাজেশন ২০২৩ | Honours 3rd year suggestion 2023 নিয়ে হাজির হয়েছি আজকের আর্টিকেলে। এর মধ্যে রয়েছে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিগত সালের প্রশ্ন।‌ যার মাধ্যমে একজন অনার্স পড়বার শিক্ষার্থী তার আগামী পরীক্ষায় ভালো ফলাফলের একটি সুযোগ পেতে পারেন।

প্রত্যেক পরীক্ষার্থীদের জন্য সাজেশন একটি অত্যন্ত সহায়ক বই হিসেবে কাজে দিয়ে থাকে। কারণ পরীক্ষার বেশ কয়েকদিন আগে থেকে পরিপূর্ণ বই পড়া সবার পক্ষে সম্ভব হয় না। এজন্য অনেকে শর্ট সাজেশন কিংবা শর্ট সিলেবাস খুজে থাকে। ‌তাদের জন্যই আমাদের আজকের এই আর্টিকেল।

যারা অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য এ পরামর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বইটি তৈরি করা হয়েছে দেশের বিখ্যাত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দ্বারা।‌ আমাদের এমন সাজেশন থেকে ভালো পরিমান মার্ক কমন আসে পরীক্ষাগুলো। তাই যারা এবারের শিক্ষার্থী তারা এ সাজেশনটি একবার হলেও পরীক্ষার পূর্বে পড়ে যেতে পারেন।‌

অনার্স ৩য় বর্ষ সমাজ মনোবিজ্ঞান সাজেশন ২০২৩ | Honours 3rd year suggestion 2023

ক বিভাগ

  • সামাজিকীকরণ কি
  • সমাজ মনোবিজ্ঞানের সমস্ত আচরণের বিজ্ঞান উক্তি কি
  • এরিকসন শিশুর মানসিক উন্নয়নে কয়টি পর্যায়ের কথা বলা হয়েছে
  • প্রত্যক্ষণ কি
  • সংবেদন কাহাকে বলা হয়
  • Hand book of social psychology গ্রন্থ কে রচনা করেছেন
  • ব্যক্তি প্রত্যক্ষণ কাহাকে বলা হয়
  • সংযুক্তি সূচক মনোভাব কি
  • প্রেষণা কত প্রকার ও কি কি
  • কে কখন সামাজিকতা মাপনী পদ্ধতি উদ্ভাবন করেন
  • সামাজিক গোষ্ঠী কি
  • মনোভাব পরিবর্তনের ভারসাম্যের মতবাদের প্রবক্তা কে
  • প্রাথমিক গোষ্ঠীর একটি উদাহরণ দিন
  • চিন্তার প্রধান বাহন কোনটি
  • মানুষের পারস্পরিক সংযোগের প্রধান মাধ্যম কোনটি
  • সিএইচ কলির মত অনুযায়ী গোষ্ঠী কত প্রকার ও কি কি
  • আবাচনিক যোগাযোগ কি
  • Us & Ur এর পূর্ণরূপ লিখুন
  • অধি সত্তা কি
  • অসম কি
  • আদি সত্তা কি
  • ঐশ্বরিক নেতৃত্ব কাকে বলা হয়
  • ইলেক্ট্রো কমপ্লেক্স কি
  • গণতান্ত্রিক নেতৃত্ব বলতে কি বুঝায়
  • গুজব কি
  • প্রোপাগান্ডা কি
  • জনমত গঠনের দুটি বাহনের নাম লিখুন
  • ফ্যাশন কি

খ বিভাগ Honours 3rd year suggestion 2023

  • সমাজ মনোবিজ্ঞানের সংজ্ঞা দিন অনার্স ৩য় বর্ষ সমাজ মনোবিজ্ঞান সাজেশন ২০২৩ 99%
  • শিশুর সামাজিকীকরণের পরিবারের ভূমিকা আলোচনা করুন
  • মনোবিজ্ঞানের প্রকৃতি আলোচনা সামাজিকীকরণের সংজ্ঞা দিন
  • জৈবিক প্রেষণা কি
  • প্রত্যক্ষণের এবং সংবেদনের মধ্যে পার্থক্য আলোচনা করুন
  • মনোভাবের সংজ্ঞা দিন
  • গণমাধ্যমের সংজ্ঞা দিন
  • প্রত্যেকনের যৌগিক উপাদান গুলো উল্লেখ করুন।
  • যোগাযোগের পরীক্ষার উপাদান গুলো কি
  • গৌণ গোষ্ঠী এবং মুখ্য গোষ্ঠীর মধ্যে পার্থক্য লিখুন
  • অন্তমুখী ও বহুমুখী ব্যক্তিত্বের মধ্যকার পার্থক্য নিরূপণ করুন
  • একজন ভালো নেতার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করুন
  • জনতা উৎসংখল জনতার মধ্যে পার্থক্য লেখ
  • জন শ্রোতা মন্ডলের মধ্যে পার্থক্য লিখুন
  • জনমত গঠনের পরিবারের ভূমিকা তুলে ধরুন।

গ বিভাগ

  • সমাজবিজ্ঞানের ঐতিহাসিক ক্রমবিকাশ আলোচনা করুন
  • সমাজবিজ্ঞান সমাজস্ত ব্যক্তি আচরণের বিজ্ঞান এর উক্তিটি ব্যাখ্যা করুন
  • সমাজবিজ্ঞানের ব্যবহৃত পদ্ধতি সমূহ আলোচনা করুন অনার্স ৩য় বর্ষ সমাজ মনোবিজ্ঞান সাজেশন ২০২৩ 90%
  • সামাজিককরণে পরিবারের শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরুন
  • আচরণের উপর সংস্কৃতি প্রভাব বর্ণনা করুন
  • প্রেষণার বিভিন্ন পর্যায়ে আলোচনা করুন
  • প্রত্যেকনের উপর প্রভাব বিস্তারকারীর উপাদান সমূহ নির্ণয় করুন
  • মনোভাবের বিকাশ এবং গঠনগুলো বিশ্লেষণ করুন
  • গুষ্টি কি এবং প্রকার ভেদ সম্পর্কে আলোচনা করুন
  • উদাহরণসহ বিভিন্ন সামাজিক গোষ্ঠী এবং দলগুলো সম্পর্কে আলোচনা করুন
  • উন্নয়নশীল দেশ জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরুন
  • দল মত কি এবং জনমত গঠনের মধ্যে মাধ্যমগুলো বর্ণনা করুন
  • গুজব এবং প্রচারণের মধ্যে পার্থক্য লিখুন
  • সামাজিক পরিবর্তনের নেতৃত্বের ভূমিকা আলোচনা করুন।

অনার্স ৩য় বর্ষ সমাজ মনোবিজ্ঞান সাজেশন ২০২৩ & Honours 3rd year suggestion 2023 আজকে। ‌ অন্যান্য অনার্স এবং ডিগ্রির সাজেশন পেতে আমাদের ওয়েবসাইটের সঙ্গে। ‌নিচের লিংক গুলো অনুসরণ করতে পারেন।

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version