অনার্স ৩য় বর্ষের সেবা বাজারজাতকরণ সাজেশন ২০২৩ | ‌Honours 3rd Year Marketing of Financial Services Suggestion

অনার্স ৩য় বর্ষের সেবা বাজারজাতকরণ সাজেশন ২০২৩ | Honours 3rd year suggestion

আজকের আর্টিকেলে অনার্স ৩য় বর্ষের সেবা বাজারজাতকরণ সাজেশন & Honours 3rd year suggestion নিয়ে এসেছি শিক্ষার্থীদের জন্য। ‌ বিশেষ করে যারা ২০২৩ সালের এ বিষয়ে পরীক্ষা দিবেন তাদের জন্য বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।‌ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বারা এ সাজেশন তৈরি করা হয়েছে।‌ পূর্বে আমাদের এই সাজেশন থেকে বেশ পরিমাণ প্রশ্ন কমন পড়েছে। ‌Honours 3rd Year Marketing of Financial Services Suggestion

খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৩। অনেকেই ভর্তি প্রিপারেশন শুরু করে দিয়েছে কঠোরভাবে।। কারণ অনার্স পরীক্ষার ভর্তি ফলাফল শিক্ষার্থীদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এই সাজেশনটি ২০২৩ সাল পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। ‌এর মধ্যে রয়েছে বিগত সালের প্রশ্ন এবং শিক্ষক দ্বারা নির্বাচিত কমন প্রশ্নগুলো। শিক্ষার্থীর যদি পরীক্ষার পূর্বে এ সাজেশনটি পরে অবশ্যই ভালো পরিমাণ কিছু অতিরিক্ত পেতে পারে এটা আশা করা যায়। ‌

তবে এই সাজেশনটি একদম ফলো করতে হবে তা নয়। পাঠ্যপুস্তক বইয়ের পাশাপাশি এটি পড়লে সহায়ক হিসেবে অনেকটা কার্যকরী দেবে। ‌তাই শিক্ষার্থীদের অনুরোধ করবো একবার হলেও এই সাজেশনটি পড়ে নিতে।

অনার্স ৩য় বর্ষের সেবা বাজারজাতকরণ সাজেশন ২০২৩ | Honours 3rd year suggestion

ক বিভাগ

এ বিভাগের প্রশ্নগুলো হয় অতি সংক্ষিপ্ত। অর্থাৎ যা প্রশ্ন করা হচ্ছে শুধুমাত্র তার উত্তর দিতে হবে। ‌তাই এ প্রশ্নগুলো অত্যন্ত শেষ হয়ে থাকে। ‌উত্তর হলে যা মার্ক তাই পাবে শিক্ষার্থীরা আর না হলে শূন্য পাবেন শিক্ষার্থীরা। প্রশ্নগুলো তাই অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে।

১। আর্থিক পণ্য বলতে কী বোঝানো হয়
২। আর্থিক প্রতিষ্ঠান কাহাকে বলে
৩। মূলধন বাজারের উপকরণ কি কি?
৪। প্রতিযোগী বিশ্লেষণ কি
৫। লাইসেন্স কি?
৬। কৌশলগত পরিকল্পনা কি?
৭। সেবা কি?
৮। আন্তর্জাতিক বাজার করন কি?
৯। আর্থিক পরিষেবা কি
১০।‌ মডেল কাহাকে বলা হয়
১১‌। SWIFT এর পূর্ণরূপ লিখুন
১২। পোস্ট কি
১৩। নতুন পণ্য কাকে বলা হয়
১৪। প্রণালীর দ্বন্দ্ব কি
১৫।‌ টেলি ব্যাঙ্কিং বলতে কি বুঝেন
১৬। মূল্য নির্ধারণ কি
১৭। মূল্য নির্ধারণ বলতে কী বোঝানো হয়
১৮। মার্কআপ মূল্য নির্ধারণ কাকে বলা হয়
১৯।‌ লেভেলিং বলতে কি বুঝায়
২০। ব্র্যান্ড মন্ত্র কি

খ বিভাগ

খ বিভাগের প্রশ্নগুলো সাধারনত হয়ে থাকে অতি সংক্ষিপ্ত না আবার বিবরণও না। অর্থাৎ যা উত্তর চেয়েছে সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়া। ‌অনার্স ৩য় বর্ষের সেবা বাজারজাতকরণ সাজেশন এর এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়।

১। আর্থিক প্রতিষ্ঠান কাকে বলে?
২। প্রতিযোগী বিশ্লেষণ করুন
৩। খুচরা ব্যাংকিং এবং পাইকারি ব্যাংকিং এর পার্থক্য আলোচনা করুন
৪। যে সকল উপাদান আন্তর্জাতিক প্রতিযোগিতাকে প্রবাহিত করে সেগুলো বর্ণনা করুন
৫। কর্পোরেট এবং রিটেইল মার্কেটিং এর পার্থক্য লিখুন
৬। SWOFT বিশ্লেষণ করুন
৭। আর্থিক পরিবেশ বলতে কি বুঝানো হয়
৮। সেবা এবং পণ্যের মধ্যে পার্থক্য লিখুন
৯। প্রতিনিধি এবং দালালের মধ্যে পার্থক্য লিখুন
১০। আর্থিক সেবা এবং বিকল্প আর্থিক সেবার মধ্যে পার্থক্যগুলো তুলে ধরুন
১১। বণ্টন প্রণালীর সংজ্ঞা দিন
১২। নতুন আর্থিক পণ্য ব্যর্থতার কারণ সমূহ কি কি তা তুলে ধরুন
১৩। ক্রেডিট কার্ডের সংজ্ঞা দিন
১৪‌। ব্রেক ইভেন্ট বিশ্লেষণ করুন
১৫। সেবা কর্মী কারা?
১৬। প্রণালী দ্বন্দ্ব বলতে কি বুঝায়
১৭। পণ্য মিশ্রণ কি
১৮। চাহিদা ও মূল্যের সম্পর্ক ব্যাখ্যা করুন

গ বিভাগ

অনার্স ৩য় বর্ষের সেবা বাজারজাতকরণ সাজেশন এই বিভাগে বিস্তারিত অর্থাৎ বিবরণী প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। একটি প্রশ্নের যাবতীয় তথ্য এবং বর্ণনাগুলো ধাপে ধাপে তুলে ধরাই হচ্ছে গ বিভাগের প্রশ্ন উত্তরের ধারা।

  • ক্ষুদ্র ঋণ কি? ক্ষুদ্র ঋণের সমস্যাগুলো আলোচনা করুন
  • অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা বর্ণনা করুন
  • বর্তমান প্রেক্ষাপটের অনুসারে ই ব্যাংকিং এবং তাদের সেবা কার্যাবলী সম্পর্কে আলোচনা করুন।
  • আর্থিক ও ব্যাংকিং প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য দেখান
  • তথ্যনীতি কাকে বলে এবং তথ্যনীতি ও বৈদেশিক যোগাযোগের মধ্যে পার্থক্য লিখুন
  • আর্থিক সেবা বাজারকরন বলতে কী বোঝায়
  • কৌশল ব্যবসায় একক মূল্যায়নের জন্য ব্যবহার করা bcg approach ব্যাখ্যা করুন
  • মূল্য নির্ধারণের উদ্দেশ্য সমূহ আলোচনা করুন
  • সেবার বৈশিষ্ট্য গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য লিখুন
  • সেবার বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করুন

উপরে আপনারা পেলেন অনার্স ৩য় বর্ষের সেবা বাজারজাতকরণ সাজেশন। আরো অন্যান্য বর্ষের এবং ভর্তি পরীক্ষার সাজেশন গুলো পেতে আমাদের সঙ্গে থাকুন।‌ এখানে শিক্ষামূলক সকল তথ্যগুলো আপডেট দেওয়া হয়ে থাকে ‌

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version