অনার্স ৩য় বর্ষ বাংলা উপন্যাস সাজেশন ২০২৩। Honours 3rd year bengali novels suggestion

মাহফুজুর রহমান
অনার্স ৩য় বর্ষ বাংলা উপন্যাস সাজেশন ২০২৩। Honours 3rd year suggestion 2023

অনার্স তৃতীয় বর্ষ শিক্ষার্থীদের জন্য রয়েছে অনার্স ৩য় বর্ষ বাংলা উপন্যাস সাজেশন ২০২৩। Honours 3rd year suggestion 2023. ‌আগামী সপ্তাহে এ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই এ বসে শিক্ষার্থীরা বইটি পড়ে তাদের পরীক্ষার প্রস্তুতি ধাপকে আরো এগিয়ে নিয়ে যেতে পারেন। ‌honours 3rd year bengali novels suggestion. 

অনার্স বাংলা ডিপার্টমেন্টে পড়া শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বাংলা উপন্যাস। ‌অনেকে এই বিষয় সহজভাবে। ‌ মোটেও তা নয় কিন্তু। যখন পরীক্ষা কাছে ঘনিয়ে আসে তখন এর মর্ম বোঝে অনেকে। দেখা যায় ইংরেজি গণিতের তুলনায় বাংলা বিষয় ভালো পরিমান মার্ক তোলা কঠিন হয়ে যায়। ‌তাই শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের এই সাজেশন। ‌

এই সাজেশনটি তৈরি করা হয়েছে বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা। ‌আর তারা বাংলা ডিপার্টমেন্টের স্বনামধন্য প্রফেসর। এছাড়াও সাজেশনটিতে রয়েছে বিগত সালের প্রশ্ন গুলো। প্রতিবছর আমাদের এই পরামর্শক থেকে ভালো পরিমান মার্ক পরীক্ষাতে এসে থাকে। শিক্ষার্থীদের অনুরোধ করবো সহায়ক হিসেবে এই সাজেশনটি পড়তে। চলুন দেখে নেই এই সম্পর্কে সকল প্রশ্নগুলো।

অনার্স ৩য় বর্ষ বাংলা উপন্যাস সাজেশন ২০২৩। Honours 3rd year suggestion 2023

অন্যান্য পরীক্ষার মতোই অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ তে তিনটি প্রশ্ন ক্যাটাগরিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকবে। ‌অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক। আজকে আমরা এই তিনটি ক্যাটাগরির প্রশ্ন নিয়েই আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। ‌

ক বিভাগ

১। গৃহদাহ উপন্যাসের প্রথম বাক্যটি কি
২। দিল ঘন্টা মিনিট নিয়ে কাহাকে মাপা যায় না
৩। পাঁচালী শব্দের অর্থ কি
৪। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করে
৫। আমি হিন্দু নয় ব্রাহ্ম কথাটি কে বলেছেন
৬। মহিমের বাড়ি কোন গ্রামে
৭। কোন কলেজ থেকে মহিম এমএ পাস করেন
৮। রাক্ষসী মেয়েটির প্রকৃত নাম কি
৯। অপুর গ্রামের নাম কি ছিল
১০। পথের পাঁচালী উপন্যাসের তৃতীয় পর্বের নাম কি ছিল
১১। হরিহর রায়ের বাড়ি গ্রামের কোন প্রান্তে দিকে হরিহর রায়ের কোটাবাড়ি
১২। ইন্দির ঠাকুরের মেয়ের নাম কি ছিল
১৩। মিষ্টি যেন গুরুপ উক্তিটি কার ছিল
১৪। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কার ছিল
১৫। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্তের নাম কি ছিল
১৬।‌ গোপালের কয় ছেলে কয় মেয়ে ছিল
১৭। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কত সালের প্রকাশিত হয়
১৮। ১৯৭১ সালে ডিসেম্বর মাসের কোন তারিখে শহিদুল্লাহ কায়সার নিখোঁজ হন
১৯। মানুষের জন্যই তো ধর্ম ধর্মের জন্য মানুষ নয় এ উক্তিটি কার ছিল
২০। সব কাজে ফেলু মিয়ার দক্ষিণ হস্ত কে ছিল ‌?

খ বিভাগ

অনার্স ৩য় বর্ষ বাংলা উপন্যাস সাজেশন ২০২৩ & Honours 3rd your suggestion 2023 এ গুরুত্বপূর্ণ প্রশ্ন ধাপ হচ্ছে এই সংক্ষিপ্ত প্রশ্ন।‌ এটি একদম ছোটও নয় আবার একদম বড় প্রশ্ন নয়।‌ আর পরীক্ষার নম্বর থাকে মধ্য পর্যায়। ‌ উত্তরগুলো দিতে অনেকেই জটিল সমস্যায় পড়ে যায়। ‌তাই এ সাজেশন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১। আজ থেকে চিরদিন তোমার কুটিরে আমার রাজ প্রাসাদ এ কথাটি কে বলেছেন?
২। যাকে ভালোবাসি তার ঘর করবার জন্য আমাকে তোমরা রেখে দিও না এটি ব্যাখ্যা করুন
৩। ইনদির ঠাকরুন এর পরিচয় দিন
৪। আশ্রমই বল আর আশ্রয়ই এ কথাটির মর্ম তুলে ধরুন
৫। বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস তা আলোচনা করুন।
৬। লেবুর পাতা কর্মচা হে বৃষ্টির ঝরে যায় উৎস প্রসঙ্গে উল্লেখ করে ব্যাখ্যা করুন। ‌
৭। সর্বজয়া উপন্যাসের বাস্তব ধর্মের চরিত্র পাঁচালী উপন্যাস অবলম্বনে সংক্ষিপ্ত পরিচয় দিন
৮। তারপর কয়েকদিন শশী খুব চিন্তিত ও বিষন্ন হইয়া রইল তা ব্যাখ্যা করুন
৯। অপু কিভাবে প্রকৃতির রাজ্যে প্রবেশ করেছিল
১০। গোপাল দাসের সংক্ষিপ্ত পরিচয় দিন
১১। জাহেদের পরিচয় দিন
১২। দ্বিতীয়বার পথে ভাসালো মাল ব্যাখ্যা করুন

গ বিভাগ

প্রশ্নের উত্তরগুলো রচনা মূলক হয়ে থাকে। ‌অর্থাৎ আলোচনা করুন, ব্যাখ্যা করুন, তুলনা ইত্যাদি। দেখা যায় পড়ার সময় কয়েকটি প্রশ্ন পড়লেই অনেক সময় চলে যায়। তাই অনার্স ৩য় বর্ষ বাংলা উপন্যাস সাজেশন পড়ে নিন।‌ এখানে সংক্ষিপ্ত সিলেবাস আকারে দেওয়া হয়েছে। ‌

  • গৃহদাহ উপন্যাসের নামকরণের সার্থকতা যাচাই করুন
  • পথের পাঁচালী উপন্যাসের অবলম্বনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রকৃতি প্রেমের পরিচয় দিন
  • গৃহদাহ উপন্যাস অবলম্বনে চরিত্র বিশ্লেষণ করুন
  • পথের পাঁচালী উপন্যাসের অবলম্বনে সর্ব জয়া চরিত্রটি বিশ্লেষণ করুন
  • পুতুল নাচের ইতিকথা উপন্যাসটির শিল্প মূল্য বিচার করুন
  • সংশপ্তক উপন্যাস অবলম্বনে রমজান চরিত্রটি বিশ্লেষণ করুন
  • পথের পাঁচালী উপন্যাসটি কি আত্মিক জৈবনিক উপন্যাস তা ব্যাখ্যা করুন যুক্তিসহ। অনার্স ৩য় বর্ষ বাংলা উপন্যাস সাজেশন 95%
Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।