আজকে সাজেশন নিয়ে হাজির হয়েছে আমরা অনার্স ৩য় বর্ষ কৃষি ও গ্রামীণ অর্থনীতি সাজেশন ২০২৩ & Honours 3rd year suggestion 2023 নিয়ে। যারা আগামী পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের জন্য এই বইটি সহায়ক। সুতরাং ভালো ফলাফলের প্রাপ্তির ইচ্ছে থাকলে অবশ্যই এ বইটি একবার পড়ে নিবেন।
আগামী ৫ তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ৩য় বর্ষ ভর্তি পরীক্ষা। সারা বাংলাদেশ জুড়ে একসাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যাদের কৃষি ও গ্রামীণ অর্থনীতি বিষয়টি রয়েছে তারা আমাদের এ সাজেশনটি পড়ে নিতে পারেন। কারণ এই সাজেশন থেকে প্রতি পরীক্ষাতে বেশ কয়েকটি প্রশ্ন কমন পড়ে। পরীক্ষার পূর্বে এ সাজেশনটি সহায়ক হিসেবে পড়ে নিতে পারেন।
সাজেশন তৈরি করা হয়েছে মূলত বিগত সালের প্রশ্ন এবং দেশের সুনামধন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের দ্বারা। পরীক্ষার পূর্বে একবার হলেও এ সাজেশন পরে নেবেন আশা করা যায়।
অনার্স ৩য় বর্ষ কৃষি ও গ্রামীণ অর্থনীতি সাজেশন ২০২৩ | Honours 3rd year suggestion 2023
ক বিভাগ
শিক্ষার্থীদের উচিত সবসময় ক বিভাগ যত সংক্ষিপ্তভাবে দিতে পারেন। এখানে যা প্রশ্ন করা হচ্ছে শুধুমাত্র তার উত্তর দিতে হবে। উত্তর সঠিক হলেই শিক্ষার্থীরা নম্বর পাবে অন্যথায় পাবে না।
১। কৃষি অর্থনীতি কি
২। বহুমুখী খামার ব্যবস্থা কাহাকে বলে
৩। নিবিড় চাষ পদ্ধতি কি
৪। বাণিজ্য খামার কাকে বলা হয়
৫। BRDB এর পূর্ণরূপ লিখুন
৬। ছদ্মবেশী বেকারত্ব কাকে বলা হয়?
৭। মৌসুমী বেকারত্ব কি
৮। কৃষির উপাদান অবদান কি কি
৯। কৃষির আধুনিককরণ বলতে কী বোঝায়
১০। বাণিজ্যিক খামার বলতে কি বুঝেন
১১। কৃষির আধুনিকরণ বলতে কি বুঝানো হয়
১২। লুইস মডেলের দুটি বৈশিষ্ট্য লিখুন
১৩। বর্গ প্রথা কাকে বলে
১৪। আদর্শ অর্থনৈতিক জোত কি
১৫। কৃষি ঋণ কাকে বলা হয়
১৬। ভূমি সংস্কার কি
১৮। NATP এর পূর্ণরূপ লিখুন
১৯। বাংলাদেশ ন্যাশনাল হারবিয়ান কি
২০। বাংলাদেশ সরকার খাদ্যশস্য নীতির উদ্দেশ্য গুলো কি কি
খ বিভাগ
অনার্স ৩য় বর্ষ কৃষি ও গ্রামীণ অর্থনীতি সাজেশন এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ধাপ হচ্ছে খ বিভাগ। একদম সংক্ষিপ্ত উত্তরও লেখা যাবে না আবার একদম বিস্তারিত লেখা যাবে না। মিডিয়াম প্রশ্নোত্তর লিখতে হবে তাহলেই শিক্ষার্থীরা পূর্ণ নম্বর পেয়ে যাবে।
১। আধুনিক কৃষির বৈশিষ্ট্য গুলো লিখুন
২। কৃষিতে অনিশ্চয়তার সম্ভাবনা ব্যাখ্যা করুন
৩। সনাতনী কৃষি বৈশিষ্ট্যের সমূহ আলোচনা করুন
৪। দৈত্য অর্থনৈতিক মডেল কি তা লিখুন
৫। কৃষি ঋণ কত প্রকার ও কি কি
৬। বাংলাদেশ ভূমি সংস্কার কর্মসূচি প্রণয়নের সমস্যা গুলো কি কি
৭। বোরকা চাষ ব্যবস্থায় অদক্ষতার কারণ গুলো ব্যাখ্যা করুন
৮। কৃষি পণ্যের মূল্যের ওঠানামা করার কারণ আলোচনা করুন
৯। কৃষি খাত কি এবং কৃষি খাতের বিক্রয় যোগ্য উদ্ভিদ বলতে কী বোঝায়
১০। কৃষি উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপগুলো লিখুন
১১। ভূমি সংস্কার ও কৃষি সংস্থার মধ্যে পার্থক্য লিখুন
১২। পুঁজিবাদী খামার এবং জীবন নির্বাহ খামার এর মধ্যে পার্থক্য লিখুন
গ বিভাগ অনার্স ৩য় বর্ষ কৃষি ও গ্রামীণ অর্থনীতি সাজেশন
১। কৃষি অর্থনীতি কি এবং কৃষি অর্থনীতি আলোচনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন
২। কৃষি অর্থনীতি এবং গ্রামীন অর্থনীতির পারস্পরিক নির্ভরতা সম্পর্কে আলোচনা করুন
৩। অনিশ্চয়তা এবং ঝুঁকির মধ্যে সম্পর্ক দেখান
৪। কৃষি উন্নয়নে সরকারের পদক্ষেপ গুলো আলোচনা করুন
৫। কৃষি উন্নয়নে কৃষি লিডার ভূমিকা লিখুন
৬। বাংলাদেশ কৃষি ও শিল্পের মধ্যে আপেক্ষিক কতটি যৌক্তিক তা ব্যাখ্যা করুন
৭। কেন কৃষি পণ্যের যোগান অস্থিতিস্থাপক হয়?
৮। কৃষি পণ্য বাজারজাতকরণের গুরুত্ব আলোচনা করুন
৯। যৌত খামার এবং ব্যক্তি সমবায় খামার এর মধ্যে কোনটি বাংলাদেশের জন্য উপযোগী।
১০। স্বাধীনতার পর ভুমি সংস্কার ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করুন।
এটি হচ্ছে অনার্স ৩য় বর্ষ কৃষি ও গ্রামীণ অর্থনীতি সাজেশন। অনার্স তৃতীয় বর্ষ এবং অন্যান্য বর্ষের বই এবং সাজেশন পেতে আমাদের সঙ্গে থাকুন। এখানে শিক্ষা বিষয়ক সকল তথ্যগুলো আপডেট দেওয়া হয়ে থাকে।
- অনার্স ৪র্থ বর্ষ কৃষক সমাজ সাজেশন ২০২৩ | Honours 4th Year Peasant Society Of Bangladesh
- অনার্স ৩য় বর্ষের বাংলাদেশের করবিধি সাজেশন ২০২৩ | Honours 3rd year suggestion
- জাবি এ ইউনিট প্রশ্ন ব্যাংক পিডিএফ ২০২৩ | JU A unit question bank pdf
- গুচ্ছ বিজ্ঞান ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক পিডিএফ | Guccho science question bank pdf