রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স ১ম বর্ষ বৈদেশিক সরকার ব্যবস্থা সিলেবাস

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বৈদেশিক সরকার ব্যবস্থা : যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, এবং ফ্রান্স: রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যয়নরত ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমাদের এই আয়োজন আমাদের ব্লগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বর্ষের সাজেশন এর সাথে সাথে সিলেবাস ও উল্লেখ করলাম।

অনার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বৈদেশিক সরকার ব্যবস্থা এর সিলেবাস:

  • ক.. UK…ইংল্যান্ড বা ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য: ব্রিটিশ সংবিধানের প্রকৃতি ও মৌলিক বৈশিষ্ট্যসমূহ প্রথার ভূমিকা : রাজতন্ত্র: ইহার কার্যাবলী এবং টিকে থাকা ,ব্রিটিশ পার্লামেন্ট – কমন্স সভা, এবং লর্ডসভা এবং তাদের গঠন ও কার্যাবলী; মন্ত্রিসভা ও ক্যাবিনেট ; প্রধানমন্ত্রী ও ক্যাবিনেট ; বিচারবিভাগ; ইংল্যান্ডের নির্বাচন পদ্ধতি এবং দলীয় ব্যবস্থা।
  • খ…. USA …. ইউনাইটেড স্টেটস অব আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র :

আমেরিকার সংবিধানের প্রকৃতি এবং বৈশিষ্ট্য;

যুক্তরাষ্ট্রীয় কেন্দ্রিয়কতা,ক্ষমতার স্বতন্ত্রীকীকরণ,নিয়ন্ত্রন এবং ভারসাম্য,রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা ,- রাষ্ট্রপতির ক্ষমতা মর্যাদা ও নেতৃত্বের ভূমিকা। কংগ্ৰেস : গঠন ,সিনেট ও প্রতিনিধি সবার ক্ষমতা ও কার্যাবলী।

কংগ্ৰেসীয় কমিটির ভূমিকা; বিচার বিভাগ ; সুপ্রিম কোর্ট ও বিচার বিভাগীয় পর্যালোচনা ; মার্কিন যুক্তরাষ্ট্রৈর নির্বাচন পদ্ধতি এবং দলীয় ব্যবস্থা ।

গ….. France :ফ্রান্সের সংবিধানে প্রকৃতি ও মৌলিক বৈশিষ্ট্য; পঞ্চম প্রজাতন্ত্র, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা, প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট, পার্লামেন্ট,দলব্যবস্থা,রাষ্ট্রপতি ,ক্যাবিনেট,ও আইনবিভাগীয় সম্পর্ক, ফ্রান্সের নির্বাচন পদ্ধতি ও দলীয় ব্যবস্থা।

প্রিয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বন্ধুরা এছাড়াও বৈদেশিক সরকার ব্যবস্থার পাঠ্য বিষয় সমূহ নিচে উল্লেখ করা হলো : আমাদের ব্লগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বর্ষের সাজেশন এবং ডিগ্ৰি প্রথম বর্ষের ,দ্বিতীয় বর্ষের , তৃতীয় ও চতুর্থ বর্ষের সকল বিষয়ের সাজেশন ও গাইড শেয়ার করা হয়েছে আপনারা শেয়ার করবেন।

Honours 1st Year Suggestions: Honours 1st Year Suggestions 2023

বৈদেশিক সরকার ব্যবস্থা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রথম বর্ষের সিলেবাস:

পাঠ্য বিষয় :

  • লোক প্রশাসন : অর্থ ,প্রকৃতি ,পরিধি এবং গুরুত্ব ,সরকারি ও বেসরকারি প্রশাসন। লোক প্রশাসন অধ্যয়নের পদ্ধতি বা মতবাদ,সাম্প্রতিক লোক প্রশাসন।
  • প্রশাসন ও সংগঠনের নীতিমালা : আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সংগঠন ,পদসোপান, নিয়ন্ত্রনের ধাপ ,কর্তৃত্বাপন,সাধারণজ্ঞ ও বিশেষজ্ঞ,ক্ষমতা ও কর্তৃত্ব, কেন্দ্রিকরণ ও বিকেন্দ্রিকরণ,সমন্বয় ও নিয়ন্ত্রন , সিদ্ধান্ত গ্ৰহন , নেতৃত্ব ও যোগাযোগ।
  • আমলাতন্ত্র :….আমলাতন্ত্রের বিভিন্ন ধারনা ,ম্যাক্স ওয়েবার এর আর্দশ আমলাতন্ত্র, আমলাতন্ত্রের বৈশিষ্ট্য ও অকার্যকারিতা, উন্নয়নশীল দেশে আমলাতন্ত্র।

অনার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের জন্য আমাদের এই প্রচেষ্টা ইনশাআল্লাহ সবার উপকারে আসবে এবং সবার মঙ্গল হবে। আমাদের ব্লগে ইতোমধ্যে সকল ধরনের চাকরির খবর নতুন নতুন আপডেট এবং সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়াদি আন্তর্জাতিক বিষয়াবলী , বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্যের উপর বিভিন্ন ধরনের MCQ শেয়ার করা হয়েছে আপনারা চাইলে শেয়ার করতে পারবেন ।

Also Read: অনার্স ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৩

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version