অনার্স ৪র্থ বর্ষ আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস সাজেশন ২০২৩ | History of West Asia in Modern Times suggestion 2023

History of West Asia in Modern Times suggestion 2023

অনার্স ৪র্থ বর্ষ আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস সাজেশন ২০২৩ ( History of West Asia in Modern Times suggestion )রয়েছে ফাইনাল ইয়ার শিক্ষার্থীদের জন্য। যাদের এ বিষয়টি রয়েছে তাদের জন্য আজকের আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‌কেননা এই আর্টিকেল এর মাধ্যমে তারা পাচ্ছেন উক্ত বিষয়ের পরিপূর্ণ একটি সাজেশন।

আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস এ বিষয়ের সাজেশন অনলাইন থেকে অনেকেই খুঁজে থাকেন। ‌ কিন্তু পরিপূর্ণ এবং সর্বশেষ সাজেশনটি অনেকেই পায় না। আর যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে প্রিমিয়াম ভার্সন। অর্থাৎ নির্দিষ্ট অর্থের বিনিময়ে সাজেশন গুলো কিনতে হয়। কিন্তু শিক্ষার্থীদের অর্থের কথা বিবেচনা করে আমরা সবসময় সব ধরনের সাজেশন দিচ্ছি বিনামূল্যে। এতে করে শিক্ষার্থীদের অর্থ অনেকটা সাশ্রয় হচ্ছে। ‌আর এই সাজেশনটি তৈরি করা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ সম্পন্ন সকল শিক্ষকদের দ্বারা।

প্রত্যেক অধ্যায়ের কমন প্রশ্ন ব্যতীত রয়েছে এখানে বিগত সালের প্রশ্ন ব্যাংকগুলো। ‌যার মাধ্যমে শিক্ষার্থী তার মেধাকে যাচাই-বাছাই করার সুযোগ পাচ্ছে।

অনার্স ৪র্থ বর্ষ আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস সাজেশন ২০২৩ | History of West Asia in Modern Times suggestion

ক বিভাগ

  • কত সালে আরব লীগ প্রতিষ্ঠা করা হয়?
  • PLO এর পূর্ণরূপ লিখুন।
  • PLO শব্দের অর্থ কি?
  • আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?
  • দি ডেজার্ট কিং গ্রন্থ কে রচনা করেন?
  • কত সনে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়?
  • লেবানন কত সালে স্বাধীনতা লাভ করে?
  • কত সালে ইসরাইল প্রতিষ্ঠিত হয়?
  • লেবানন কত সালে জয়লাভ করে?
  • স্বাধীন সিরিয়াতে প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
  • UAR এর পূর্ণরূপ লিখুন।
  • পাশা শব্দের অর্থ কি?
  • নেপোলিয়ন কত সালে মিশর জয় করেছিলেন?
  • নেপোলিয়ন কে ছিল?
  • সুয়েজ খাল কোথায় অবস্থিত?
  • পশ্চিম এশিয়ার মোট কয়টি দেশ আছে?
  • OPEC এর পূর্ণরূপ লিখুন।
  • পশ্চিম এশিয়াতে প্রধান তেল উৎপাদনকারী দেশ কোনটি?
  • সিরিয়া কত সালে ফরাসি ম্যান্ডেটরি শুরু হয়?
  • আল ফাও কি?
  • ইরানের প্রাচীন নাম কি ছিল?
  • মিশরের প্রথম প্রেসিডেন্ট কে হন?
  • কোন সনে তুরষ্কে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়?
  • আতা তুর্ক শব্দের অর্থ কি?
  • কত সনে তুরস্কের নারীরা ভোটাধিকার লাভ করে?
  • লুজান চুক্তি কখন করা হয়?
  • সাইকোস পিকো চুক্তি কত সালে স্বাক্ষর করা হয়?

খ বিভাগ আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস সাজেশন ২০২৩

  • রেজা সাহেব পতনের কারণসমূহ সংক্ষেপে লিখুন।
  • ১৯৩০ সালে ইঙ্গ ইরাকি চুক্তির গুরুত্ব বর্ণনা করুন।
  • বিটমোর প্রোগ্রাম কি?
  • ইসরাইল রাষ্ট্র কত সালে প্রতিষ্ঠা করা হয় এবং এর পটভূমি আলোচনা করুন। ‌
  • ফিলিস্তিনি সমস্যা সংক্ষেপে বর্ণনা করুন।
  • আরব লীগ সম্পর্কে একটি টীকা লিখুন।
  • ইখওয়ান বলতে কি বুঝায়?
  • ফিলিস্তিন সংকট সম্পর্কে লিখুন। ‌
  • সিরিয়ার সংক্ষিপ্ত বিবরণী দিন।
  • প্যান ইসলাম বাদ বলতে কি বুঝেন?
  • নাফিস ইয়াজির পরিচয় দিন।
  • আরব জাতীয়তাবাদ বলতে কি বুঝেন?
  • পশ্চিম বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়েছে এখানে?
  • ওয়াফাদ পার্টি সম্পর্কে বিবরণী দিন।
  • সাদ জগলুল পাশা কে ছিলেন?
  • লুজান চুক্তি বলতে কি বুঝায়?
  • সেভার্স চুক্তি কি?
  • ম্যান্ডেড শাসন বলতে কি বুঝায়?
  • শরীফ ম্যাকমোহন পত্রালোপ কি?

আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস সাজেশন ২০২৩ (গ বিভাগ)

  • আরব লীগ কি?
  • আন্তরাষ্ট্রীয় দ্বন্দ্ব নিরসনে আরব লীগের ভূমিকা মূল্যায়ন করুন।
  • সৌদি রাজবংশ প্রতিষ্ঠার পটভূমি বর্ণনা করুন।
  • সৌদি রাজবংশের প্রতিষ্ঠা কে করেছেন এবং তার পরিচয় তুলে ধরুন।
  • আধুনিক সৌদি আরবের জনক হিসাবে আব্দুল আজিজ ইবনে সাউদের অবদান মূল্যায়ন করুন।
  • আব্দুল আজিজ ইবনে সাউদের কৃতিত্ব মূল্যায়ন করুন।
  • ফিলিস্তিনের সমস্যা সংক্ষেপে বর্ণনা করুন এবং ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সর্বশেষ পরিস্থিতির উপর মন্তব্য লিখুন।
  • মোস্তফা কামাল পাশা কোন কোন সংস্করণ করেছিলেন তা পর্যালোচনা করুন।
  • সুজান চুক্তির পটভূমি ব্যাখ্যা করুন।
  • ১৯৯৬ সালের সাইকস পিকো ধারণা সমালোচনা করুন।
  • পশ্চিম এশিয়ার রাজনৈতিক তত্ত্ব গুরুত্ব আলোচনা করুন।
  • প্যালেস্টাইন সমস্যা সম্পর্কে বিশ্বের সবচেয়ে বড় শক্তি সমূহ এর মনোভাব কি ব্যাখ্যা করুন।
  • ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে পটভূমি আলোচনা করুন। ‌
  • সিরিয়া স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লিখুন।
  • ১৯৩০ সালে ইঙ্গ তুর্কি চুক্তির প্রধান যে শর্তগুলো ছিল তা বর্ণনা করুন।
  • ইরান আধুনিকরণের রেজা সাহেব পদক্ষেপ গুলো বর্ণনা করুন। ( অনার্স ৪র্থ বর্ষ আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস সাজেশন ২০২৩ 90 % )
  • মিশরের জাতীয়বাদ আন্দোলন এর বিভিন্ন পর্যালোচনা করুন।
Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version