অনার্স ২য় বর্ষ বাংলায় মুসলিম শাসনের ইতিহাস ১২০৪ – ১৭৫৭ সাজেশন ( History of Muslim rule in Bengal suggestion )নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের সঙ্গে। এই বইটাও হচ্ছে ইসলামিক ইতিহাস ডিপার্টমেন্টের একটি বই। কিন্তু আমাদের ওয়েবসাইটে আজকে এ বিষয়ে সাজেশন নিয়ে আলোচনা করা হচ্ছে।
আপনি একটু খেয়াল করে দেখবেন যারা পরীক্ষায় ভালো ফলাফল করে থাকে তারা অবশ্যই সে বিভিন্ন ধরনের সাজেশন অনুসরণ করে। কেননা এই সাজেশন গুলো থেকে প্রতিবছর কমন পড়ে থাকে। আমাদের সাজেশন তৈরি করা হয়েছে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য সকল প্রফেসরদের দ্বারা। যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই সাজেশনটি একবার হলেও পড়ে নিবেন।
অনার্স ২য় বর্ষ বাংলায় মুসলিম শাসনের ইতিহাস ১২০৪ – ১৭৫৭ সাজেশন | History of Muslim rule in Bengal suggestion
ক বিভাগ বাংলায় মুসলিম শাসনের ইতিহাস ১২০৪ – ১৭৫৭ সাজেশন
- প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে কি বুঝেন?
- পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক সংখ্যা কত হতে হবে?
- প্রবর্তন কাকে বলে?
- কোম্পানির কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে কি বুঝেন?
- কোম্পানি আইন কত সালে প্রতিষ্ঠিত হয়?
- সুপ্ত অংশীদার বলতে কি বুঝেন?
- প্রতিবন্ধ অংশদার বলতে কি বুঝানো হয়?
- অংশীদার ব্যবসা কত প্রকার?
- অংশীদারি চুক্তিপত্র কি?
- অংশীদারি ব্যবসা কাকে বলা হয়?
- সামাজিক পরিবেশ বলতে কি বুঝেন?
- নাবালক অংশীদার কি?
- আইনগত পরিবেশ কাকে বলা হয়?
- SWOT এর দুটি উপাদান লিখুন।
- SWOT এর পূর্ণরূপ লিখুন।
- আন্তর্জাতিক পরিবেশ কাকে বলে?
- ব্যবসায় প্রাকৃতিক পরিবেশের উপাদান লিখুন।
- কার্য পরিবেশ কাকে বলে?
- ব্যবসায় অভ্যন্তরীণ পরিবেশ কি?
- ব্যবসায় পরিবেশের দুটি উপাদান লিখুন।
- ব্যবসায় একটি মৌলিক উপাদান লিখুন।
- বৃহদায়তন ব্যবসা কি?
- বাণিজ্যের অংশ কি কি?
- ব্যবসার মূল্যবোধ কি?
- ব্যবসার চারটি গুরুত্ব লিখুন।
- ব্যবসার শাখা কয়টি?
- ব্যবসার দুটি উদ্দেশ্য লিখুন।
- ব্যবসার সংজ্ঞা দিন।
অনেকে মনে করেন যারা বাণিজ্য বিভাগে পড়াশোনা করে তাদের প্রশ্নগুলো বেশ সহজ হয়ে থাকে। কিন্তু সেটি মোটেও ঠিক নয়। বাণিজ্য বিভাগের অনেক প্রশ্নগুলো বেশ জটিল হয়ে থাকে। যেকোনো উত্তর দিতে অনেক বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। অনার্স দ্বিতীয় বর্ষে উঠলে অনেক শিক্ষার্থী বিভিন্ন কারণে ব্যস্ত হয়ে যায়।
যার কারণে আগের মতো ভালোভাবে পড়াশোনা শেষ করতে পারে না এবং নির্দিষ্ট সময়ের ভিতরে সিলেবাস শেষ করতে তার পক্ষে অসম্ভব হয়ে যায়। এজন্য দেখা যায় অনেক শিক্ষার্থীরা হতাশায় ভুগে। যার কারণে তাদের মধ্যে অনেক দুর্বলতার সৃষ্টি হয়। যদি শিক্ষার্থীরা পড়ে তাহলে পরীক্ষায় তারা ভালো ফলাফল করতে পারবেন। কেন তারা ভালো ফলাফল করতে পারবে সে সম্পর্কে বিস্তারিত নিচে তুলে ধরা হলো।
কেননা আমাদের আর্টিকেলে তুলে ধরা হচ্ছে প্রত্যেক অধ্যায় থেকে সকল কমন প্রশ্ন এবং বিগত সালের প্রশ্ন থেকে প্রশ্ন ব্যাংক। যা থেকে প্রায় ৯০% নম্বর পরীক্ষায় কমন পড়ে থাকে। যাদের বই এখনও রিভিশন শেষ হয়নি তারা এই সাজেশনটি শর্ট সিলেবাস হিসেবে পড়ে নিতে পারেন। আপনি যদি এই সাজেশন মোটামুটি ফলো করেন তাহলে আপনার পাশ নম্বর সুনিশ্চিত।
খ বিভাগ
- প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কতটি?
- ভোক্তা সমবায় সমিতির সুবিধা এবং অসুবিধা লিখুন।
- সমবায় সমিতির প্রয়োজনীয়তা আলোচনা করুন।
- সমবায় সমিতির নীতিগুলো আলোচনা করুন।
- বিধিবদ্ধ সংস্থা বৈশিষ্ট্য লিখুন।
- বিধিবদ্ধ সংস্থা কি?
- অংশীদার ব্যবসার গঠন পদ্ধতি আলোচনা করুন।
- কিভাবে একটি অংশীদারী ব্যবসার বিলোপ ঘটানো যায়?
- অংশীদারি চুক্তিপত্রে কি বিষয়ে উল্লেখ থাকে আবশ্যক?
- অংশীদারি ব্যবসা বলতে কি বুঝায়?
- ব্যবসা সংগঠনের দক্ষতার উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা করুন।
- ব্যবসায় সংগঠনের দক্ষতা বলতে কি বুঝেন?
- চুক্তি অংশীদারী ব্যবসার মূল ভিত্তি। কথাটি ব্যাখ্যা করুন।
- এক মালিকানা ব্যবসার জনপ্রিয়তার কারণ সমূহ লিখুন।
- এক মালিকানা ব্যবসা কাকে বলে?
- এক মালিকানা ব্যবসার সংজ্ঞা দিন।
- বিক্রয়কারী সংঘের বৈশিষ্ট্য উল্লেখ করুন।
- ব্যবসা ও ব্যবস্থাপনার মধ্যে সম্পর্ক লিখুন।
- ব্যবসা সংগঠনের প্রকার ভেদ আলোচনা করুন।
- ব্যবসা সংগঠন কত প্রকার এবং কি কি?
- SWOT বিশ্লেষণের কাঠামো আলোচনা করুন।
- আন্তর্জাতিক ব্যবসা পরিবেশের উপাদানসমূহ লিখুন।
- ব্যবসার সামাজিক উদ্দেশ্যসমূহ লিখুন।
- কারবারের সামাজিক উদ্দেশ্যাবলী বর্ণনা করুন।
- ব্যবসায়ের কাম্য আয়তনের ধারণা দিন।
- ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান বলতে কি বুঝেন?
- ব্যবসায়ের মৌলিক উপাদান বর্ণনা করুন।
- ব্যবসার বৈশিষ্ট্য আলোচনা করুন।
গ বিভাগ বাংলায় মুসলিম শাসনের ইতিহাস ১২০৪ – ১৭৫৭ সাজেশন
- বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব বর্ণনা করুন।
- বিশ্বায়নের ফলে যুক্তি সমূহ উল্লেখ করুন।
- বিশ্বায়ন এবং বাংলাদেশের চ্যালেঞ্জ কি!
- বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলী আলোচনা করুন।
- শেয়ারবাজার কি?
- ন্যূনতম মূলধন কি?
- সীমাবদ্ধ দায় বলতে কি বুঝায়!
- যৌথ মূলধনী কোম্পানির সুবিধা আলোচনা করুন।
- ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ এর উপাদানসমূহ লিখুন।
- ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর উদ্দেশ্যসমূহ আলোচনা করুন।
- পাবলিক কর্পোরেশন এবং সেক্টর কর্পোরেশনের মধ্যে পার্থক্য দেখান।
- টি সি বি কি?
- উৎপাদক সংঘ এবং বিক্রেতা সংঘের মধ্যে পার্থক্য লিখুন।
- প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কিভাবে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যায়?
- প্রাইভেট কোম্পানি লিমিটেড এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য লিখুন।
- ব্যবস্থাপনা প্রতিনিধির কার্যাবলী বর্ণনা করুন।
- শিল্প কারখানা শহরে অবস্থানের সুবিধা বর্ণনা করুন
- ব্যবসা পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী উপাদান আলোচনা করুন।
- আপনি কিভাবে একটি ব্যবসা প্রতিষ্ঠানের দক্ষতা পরিমাপ করবেন?
- ব্যবসার সংগঠনের ধরন নির্বাচনে বিবেচ্য বিষয় আলোচনা করুন।
অনার্স ২য় বর্ষ বাংলায় মুসলিম শাসনের ইতিহাস ১২০৪ – ১৭৫৭ সাজেশন ব্যতীত আরো অন্যান্য সকল ডিপার্টমেন্টের সাজেশন এবং বই পেতে আমাদের সঙ্গে থাকুন
অনার্স ২য় বর্ষ বাংলার ইতিহাস ১২০৪ – ১৭৬৫ সাজেশন | History of Bengal suggestion