অনার্স ২য় বর্ষ বাংলা সাহিত্যের ইতিহাস ২ সাজেশন ২০২৩ | History of Bengali Literature suggestion

অনার্স ২য় বর্ষ বাংলা সাহিত্যের ইতিহাস ২ সাজেশন ২০২৩ | History of Bengali Literature suggestion

আজকের আর্টিকেলে রয়েছে অনার্স ২য় বর্ষ বাংলা সাহিত্যের ইতিহাস ২ সাজেশন ২০২৩ ( History of Bengali Literature suggestion )। এই আর্টিকেল এর মাধ্যমে একজন শিক্ষার্থীর উক্ত বিষয়ের পরিপূর্ণ সাজেশন পেয়ে যাবে। যাদের এই সাজেশনটি প্রয়োজন দ্রুত আমাদের ওয়েবসাইট থেকে তা দেখে নিন।

ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে অনার্স তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষের সকল ডিপার্টমেন্টের সকল বিষয়ের সাজেশন গুলো। এছাড়াও প্রকাশিত হয়েছে ডিগ্রির সকল সাজেশন। তবে যে সকল শিক্ষার্থী অনার্স দ্বিতীয় বর্ষে এবার পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য আজকের এই আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাদের বাংলা বিষয়টি রয়েছে তাদের জন্য আরও বেশি সহায়ক।

অনার্স ৪র্থ বর্ষ ই-ব্যাংকিং ও ই-কমার্স সাজেশন | E-Banking and E-Commerce suggestion

কারণ যারা পরীক্ষায় ভালো পরিমাণ ফলাফল করতে ইচ্ছুক তাদের অবশ্যই সাজেশন পড়তে হয়। কারণ এখান থেকে অনেক প্রশ্ন কমন পড়ে থাকে যার শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসুন দেখে নেই আজকের এই সাজেশন বা আর্টিকেলে কি কি রয়েছে।

অনার্স ২য় বর্ষ বাংলা সাহিত্যের ইতিহাস ২ সাজেশন ২০২৩ | History of Bengali Literature suggestion

ক বিভাগ

  • কোন প্রাসাদে ঘসেটি বেগম বাস করতেন?
  • কার হাত ধরে মীরজাফর বাংলার মসনদে বসেছিল?
  • বৃিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। এ কথাটি কে বলেছিলেন?
  • মীর জাফরের গুপ্তচর কে ছিলেন?
  • কার হাত ধরে মীরজাফর সিংহাসনে বসেছিল?
  • কত বছর বয়সে নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেছিল?
  • দেবী প্রতিমাকে রঘুপতি কোথায় বিসর্জন দিয়েছিল?
  • বিসর্জন নাটকে কোনটির জয় হয়?
  • মন্দিরে গুণবতী কিসের কামনায় প্রার্থনা করে?
  • কত সালে বিসর্জন নাটকটি প্রকাশিত হয়?
  • পন্ডিত মহাশয় নরকের দ্বার পাল বলে টাকে আখ্যায়িত করেন?
  • কে গোপীনাথকে পেশকর হতে দেওয়ান বানিয়েছিলেন?
  • নীলদর্পণ নাটকটিতে কত জনের মৃত্যুর কথা বলা হয়েছে?
  • ক্ষেত্রমনি কে ছিলেন?
  • যাকে বিধাতা বুদ্ধি দেন তাকে সকলেই দেন। এ কথাটি কে বলেছেন?
  • জয়পুরের রাজা কে ছিল?
  • মাইকেল মধুসূদন দত্ত কৃষ্ণকুমারী নাটকটি কাকে উৎসর্গ করেন?
  • মদনিকা পুরুষবেশে কোন নামটি ধারণ করে?

অনার্স ৪র্থ বর্ষ বিনিয়োগ ব্যবস্থাপনা সাজেশন ২০২৩ | Investment management suggestion

খ বিভাগ বাংলা সাহিত্যের ইতিহাস ২ সাজেশন ২০২৩

  • সিরাজ আমার কেউ নয়। ঘসেটি বেগমের এহেন ক্ষোভের কারণটি উল্লেখ করুন?
  • মানবের বুদ্ধি দীপসম,যত আলো করে ততো রেখে দেয় সংশয়ের ছায়া। এ কথাটি কে বলেছেন?
  • বিসর্জন নাটকে কে, কি বিসর্জন দেয়, তা আলোচনা করুন?
  • গোবিন্দমানিক্যের সংক্ষেপে পরিচয় লিখুন?
  • ধর্ম কি বেচার জিনিস? এই কথাটি কে, কাকে এবং কোন প্রসঙ্গে বলেছে?
  • দেড়খানা লাঙ্গলে নয় বিঘা জমিতে নীল দিতে হয়, হাঁড়ি শিকেই উঠবে। এ কথাটি কে বলেছেন?
  • এ জন্মে কাকেও মেয়ে মানুষ বলে অবহেলা করো না। একথাটি কে, কাকে এবং কেন বলেছে?
  • কৃষ্ণকুমারী নাটকের বিয়োগান্ত পরিণীতির জন্য মন্দিকা দায়ী কেন? উল্লেখ করুন?
  • জয়সিংহের অন্তদ্বন্দ্বের কারণ উল্লেখ করুন?
  • আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে। এ কথাটি কে বলেছেন এবং এখানে কোন ইতিহাসের কথা বলা হয়েছে?
  • বাংলা গদ্য বিকাশে উইলিয়াম কেরিয়ার অবদান মূল্যায়ন করুন।
  • উইলিয়াম কেরির পরিচয় দিন।
  • ইয়ং বেঙ্গল কাদের বলা হয়।
  • বাংলা সাহিত্যের আধুনিকতার বৈশিষ্ট্য লিখুন।

গ বিভাগ বাংলা সাহিত্যের ইতিহাস ২ সাজেশন ২০২৩।

  • বাংলা গদ্য সাহিত্যের প্রমথ চৌধুরীর অবদান মূল্যায়ন করুন।
  • প্রবন্ধ রচনায় বক্ষিম চট্টোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করুন।
  • ছোটগল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করুন।
  • আধুনিক বাংলা কবিতার ধারা জসীমউদ্দীনের অবদান মূল্যায়ন করুন।
  • আধুনিক বাংলা কবিতায় জীবনানন্দ দাশের অবদান আলোচনা করুন।
  • পঞ্চপান্ডব কাদের বলা হয়। পঞ্চপান্ডবের দুইজন ব্যক্তির পরিচয় দিন।
  • আধুনিক বাংলা গীতি কবিতা বিহারীলালের অবদান আলোচনা করুন।
  • বাংলার মহাকাব্যের ক্রমবিকাশ এবং উদ্ভব আলোচনা করুন।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সাংকেতিক নাটকের পরিচয় দিন।
  • বাংলা নাট্য সাহিত্যের ধারা দীন বন্ধু মিত্রের স্থান নির্ণয় করুন।
  • উনিশ শতকের বাংলা নাটকের বিকাশ এবং উদ্ভব আলোচনা করুন।
  • শিল্পী হিসাবে মীর মোশাররফ হোসেনের অবদান আলোচনা করুন।
  • পূর্ব বাংলার মুসলমানদের নবজাগরণের বুদ্ধির মুক্তি আন্দোলনের ভূমিকা আলোচনা করুন।
  • বুদ্ধির মুক্তির আন্দোলনে কাজী আব্দুল ওয়াদুদ এর ভূমিকা লিখুন।
  • বাংলা গদ্যের বিকাশে উইলিয়াম কেরির অবদান মূল্যায়ন করুন।
  • বাংলা সাহিত্যের আধুনিক যুগের বৈশিষ্ট্য আলোচনা করুন।

আজকের আর্টিকেলে মাধ্যমে আপনারা জানলেন অনার্স ৪র্থ বর্ষ বাংলা সাহিত্যের ইতিহাস ২ সাজেশন ২০২৩। আরো অন্যান্য সাজেশন এবং বইগুলো পেতে আমাদের সাজেশন ক্যাটাগরি দেখে নিন।

অনার্স ৪র্থ বর্ষ ভোক্তা আচরণ সাজেশন ২০২৩ | Consumer Behavior suggestion 2023

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version