অনার্স ২য় বর্ষ প্রাচীন সভ্যতার ইতিহাস সাজেশন ২০২৩ | History of Ancient Civilization suggestion

অনার্স ২য় বর্ষ প্রাচীন সভ্যতার ইতিহাস সাজেশন ২০২৩ | History of Ancient Civilization suggestion

আজকের আলোচ্য বিষয় হচ্ছে অনার্স ২য় বর্ষ প্রাচীন সভ্যতার ইতিহাস সাজেশন ২০২৩ ( History of Ancient Civilization suggestion ) । ইতিহাস বিষয়ে পড়াশোনা করে তাদের জন্য আজকের এই আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই আর্টিকেলের মাধ্যমে একজন শিক্ষার্থী উক্ত বিষয়ের পরিপূর্ণ গাইডলাইন এবং সাজেশন পেয়ে যাচ্ছে।

অনার্স ২য় বর্ষ ব্রিটিশ ভারতে রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন সাজেশন | Political and Constitutional Development in British India

অনার্স ২য় বর্ষ প্রাচীন সভ্যতার ইতিহাস সাজেশন ২০২৩ | History of Ancient Civilization suggestion

ক বিভাগ

  • ইলিয়ট ও ওডিসি মহাকাব্যদ্বয়ের লেখক কে ছিলেন?
  • হাম্মুরাবি কোন দেশের শাসক ছিলেন?
  • সভ্যতার কোন ক্ষেত্রে হিব্রুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন?
  • মিশরীয়দের লিখন পদ্ধতির নাম লিখুন।
  • স্পার্টা শব্দের অর্থ কি?
  • ব্যাবিলনের শূন্য উদ্যান কে নির্মাণ করেন?
  • প্রথম শূন্য ব্যবহার করেন কারা?
  • প্রতিবন্ধকতা এবং মোকাবেলা তত্ত্বটি প্রদান করেন কে?
  • গিল গামেশ কি?
  • তাওবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
  • কোন নদীকে চীনের দুঃখ বলা হয়ে থাকে?
  • হিব্রু শব্দের অর্থ কি?
  • সুমেরীয় লিখন পদ্ধতির নাম লিখুন।
  • লিপ ইয়ার প্রথম কারা ব্যবহার করেন?
  • প্রাচীন মিশরীয় রাজাদেরকে কি বলা হত?
  • সাইরাস কে ছিল?
  • কৃষি আবিষ্কার হয় কোন যুগে?
  • ইলিয়ট এবং ওডিসি রচনা করেন কে?
  • হোমার কে ছিলেন?
  • হেলেনিস্টিক সভ্যতা কোথায় গড়ে ওঠে?
  • বর্ণমালা আবিষ্কার করেন কে?
  • সুমেরীয় আইনের প্রতিষ্ঠাতা কে?
  • প্রাচীন মিশরের রাজাদের উপাধি কি ছিল?
  • নগর বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
  • কোন ল্যাটিন শব্দ থেকে civilization শব্দ উৎপত্তি হয়েছে?
  • কাদের নব্য ব্যাবিলনীয় বলা হয়ে থাকেন?
  • কাদের ইতিহাস শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়?
  • কারা চান্দ্র পঞ্জিকা উদ্ভাবন করেছিলেন?
  • আধুনিক নগর সভ্যতার উপর ভিত্তি করে কোন যুগ গড়ে ওঠে?
  • জুলিয়াস সিজার ছিলেন কে?

খ বিভাগ প্রাচীন সভ্যতার ইতিহাস সাজেশন

  • ফিনিশীয়দের বাণিজ্যিক ব্যবস্থার বর্ণনা দিন।
  • স্পার্টা নগরের বৈশিষ্ট্য লিখুন।
  • ‘মিশর নীলনদের দান” উক্তিটি ব্যাখ্যা করুন।
  • নগর বিপ্লবের তিনটি বৈশিষ্ট্য লিখুন।
  • রোমান সাম্রাজ্যের পতনের চারটি কারণ লিখুন।
  • “কোড অফ ডুঙ্গি” কি ব্যাখ্যা করুন।
  • হিব্রু ধর্মের সংক্ষিপ্ত বিবরণ দিন।
  • সংক্ষিপ্তে এসেরীয়দের সামরিকবাদের বর্ণনা দিন।
  • সভ্যতার সংজ্ঞা দিন।
  • কনফুসিয়াস ছিলেন কে?
  • রোমান সাম্রাজ্যের পতনের চারটি কারণ লিখুন।
  • পিকিং মানুষের বর্ণনা দিন।
  • হেলেনীয় সভ্যতা বলতে কি বুঝেন?
  • মানব সভ্যতার সুমেরীয় অবদান সংক্ষেপে লিখুন।
  • পিরামিড কি?
  • প্যাপিরাস বলতে কি বুঝেন?
  • নগর বিপ্লব কাকে বলে?
  • সভ্যতা এবং সংস্কৃতির বৈশিষ্ট্য লিখুন।
  • রোমান সাম্রাজ্যের পতনের কারণ গুলো লিখুন।
  • কনফুসিয়াদের দর্শন তত্ত্বটি আলোচনা করুন।
  • হাম বুরাবির আইন সংহিতার দুটি বৈশিষ্ট্য আলোচনা করুন।
  • হেলেনীয় সভ্যতা বলতে কি বোঝানো হয়।
  • নগর বিপ্লব কাকে বলে?
  • সভ্যতা এবং সংস্কৃতির মধ্যে পার্থক্য লিখুন।
  • প্রস্তর যুগ কাকে বলে এবং কয় ভাগে এটি বিভক্ত করা হয়েছে।

গ বিভাগ প্রাচীন সভ্যতার ইতিহাস সাজেশন

  • পুরোপলিয় যুগ বলতে কি বোঝানো হয় এবং এদের বৈশিষ্ট্য লিখুন।
  • সভ্যতার উৎপত্তি এবং পতনের সম্পর্কে টয়েনবির মতবাদ আলোচনা করুন।
  • স্থাপত্য এবং ভাস্কর্য শিল্পে মিশরীয়দের অবদান আলোচনা করুন।
  • কনফুসিয়াস মতবাদ কি? চৈনিক সভ্যতার প্রভাব কি ছিল?
  • মানব সভ্যতায় মিশরীয়দের অবদান আলোচনা করুন।
  • নগর বিপ্লবের বৈশিষ্ট্য আলোচনা করুন।
  • নবপোলীয় বিপ্লব কি? মানব সভ্যতা বিকাশে পুরোপলিয় যুগের অবদান আলোচনা করুন।
  • ইতিহাস, দর্শন এবং বিজ্ঞানে গ্রীকদের অবদান বর্ণনা করুন।
  • এথেনীয় গণতন্ত্রের বিকাশ আলোচনা করুন।
  • হাম্মু রাবির আইন সংহিতার বর্ণনাতে।
  • নবপোলীয় বিপ্লব বলতে কি বুঝেন এবং মানব সভ্যতা বিকাশে নবপোলীয় যুগের অবদান আলোচনা করুন।
  • আইনের ক্ষেত্রে তোমানদের অবদান আলোচনা করুন।
  • উত্তম প্রজাতন্ত্রে প্যাট্রিসিয়ান ও প্রেবিয়ানদের মধ্যে বিশ্লেষণ করুন।
  • শাহ আমলে চীনের শিল্পকর্মের বিবরণ দিন।
  • সুমেরীয়দের পদ্ধতি বর্ণনা করুন।
  • মিশরীয়কে নীলনদের দান বলা হয় কেন?
  • নবপোলীয় বিপ্লব বলতে কি বোঝেন? নবপোলীয় যুগে মানুষের কৃতিত্বসমূহ পর্যালোচনা করুন।

অনার্স ২য় বর্ষ প্রাচীন সভ্যতার ইতিহাস সাজেশন ২০২৩ ব্যতীত আরো অন্যান্য ডিপার্টমেন্ট এবং বর্ষের সকল সাজেশন পেতে আমাদের সঙ্গে থাকুন। আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।

অনার্স ‌২য় বর্ষ প্রাচ্যের রাষ্ট্রচিন্তা সাজেশন ২০২৩ | Oriental Political Though suggestion

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version