গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা: GP সিমের ইন্টারনেট ও ভয়েস কল খুব দুর্বল। প্রত্যেক গ্রাহকদের তা জানা। ফেইসবুকে এরকম অনেক স্ট্যাটাস দেখা যায় যে, গ্রামীণ সিম ব্যবহার করা ছেড়ে দেবার। গত ২৯ তারিখ বিটিআরসি জিপির নতুন সীম বিক্রি বন্ধ করার নোটিশ দেয়।
জিপি কল ও ইন্টারনেটে মানসম্মত সেবা দিতে না পারছে। বিটিআরসি জানায়, জিপির ব্যাপারে তাদের নিকট অভিযোগের নথি অনেক দীর্ঘ। তারা বারবার জিপি কর্তৃপক্ষে মানসম্মত সেবা দিতে বলে আসছে। তারা সেবা উন্নত করার প্রতিশ্রুতি দিয়েও তা পালন করছে।
তাই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বাংলাদেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে। বিটিআরসি আরো জানায় পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত গ্রামীনফোন নতুন সিম বিক্রি করার নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।
বিটিআরসির গতবছরের মে মাসের জরিপ অনুযায়ী গ্রামীণফোনের বর্তমান গ্রাহকসংখ্যা ৮ কোটি ৪৯ লাখ ৫০ হাজার।
কিন্তু গত ৩১ মার্চ অনুষ্ঠিত সর্বশেষ নিলামে ৬০ মেগাহার্টজ বেশি তরঙ্গ কেনে গ্রামীণফোন। কিন্তু এটা পরিত্যাক্ত অবস্হায় আছে। গ্রামীণফোন তা ব্যবহার করছে না। বিষয়টি নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্রী মোস্তফা জব্বার।