জিপিএর পরিবর্তে ফলাফল হবে তিন স্তরে | GPA Grade New System 2023

সাহেদা জান্নাত
GPA Grade New System

জিপিএর পরিবর্তে ফলাফল হবে তিন স্তরে: প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও অভিভাবকরা নতুন শিক্ষা কার্যক্রম চালু হয়েছে ২০২৩ সালের জানুয়ারি মাসে এবং এই নতুন শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে ষষ্ট ও সপ্তম শ্রেনীর শিক্ষার্থীদের জন্য । নতুন শিক্ষা কার্যক্রম ষষ্ট ও সপ্তম শ্রেনীর শিক্ষার্থীদের সামষ্টিক মূল্যায়নের জন্য জিপিএর পরিবর্তে তিন ধরনের প্রতিকী চিহ্ন দিয়ে ফলাফল দেয়া হবে।

জিপিএর পরিবর্তে তিন স্তরে ফলাফল হবে:

তিন শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে এবং এই নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে অনেক কার্যক্রম ও হাতে নেয়া হয়েছে নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের আর একগুচ্ছ বই বা গাইড পড়তে হয়নি ওদের কে বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে পাঠদান দেওয়া হয়েছে ।

নতুন শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নের অন্যতম একটি মাধ্যম হলো শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক ভাবে শিখনকালীন।

তৃতীয় শ্রেনি পর্যন্ত চলবে পুরোটা বছর বিভিন্ন ধরনের শিখনকালীন মূল্যায়নের মাধ্যমে।

ষষ্ট ও সপ্তম শ্রেনীর শিক্ষার্থীদের কোন জিপিএর কোন সিস্টেম নেই তাদের যে সামষ্টিক মূল্যায়নে নেয়া হয়েছে এসব এর ফলাফল হবে তিনটি স্তরে তা হচ্ছে।

১……. ত্রিভুজ

২……. চতুর্ভুজ।

৩……. বৃত্ত।

চতুর্থ শ্রেনি থেকে দশম শ্রেণী পর্যন্ত মূল্যায়ন হবে শিখনকালীন।

  1. এছাড়া ষষ্ট ও সপ্তম শ্রেনীর সামষ্টিক মূল্যায়ন হবে তিনটি জ্যামিতিক চিন্থ দিয়ে ।
  2. আগামী বছর দ্বিতীয় , তৃতীয় ও চতুর্থ শ্রেণী এবং অষ্টম ও নবম শ্রেণীর জন্য শুরু হবে নতুন শিক্ষাক্রম পদ্ধতি।
  3. আগামী বছর নবম শ্রেণীতে ,বিজ্ঞান , মানবিক,ব্যবসা শাখার মতো বিভাজন থাকবে না ।

পূর্বের ন্যায় পরীক্ষার পদ্ধতি নেই এবং জিপিএ থাকবেনা । ষষ্ট ও সপ্তম শ্রেনীর শিক্ষার্থীদের জন্য এ্যাসাইনম্যান্ট এর ব্যবস্থা করা হয়েছে এছাড়াও ষষ্ট শ্রেনির ছাত্র-ছাত্রীদের জন্য একক ও দলীয় কাজ রয়েছে । বিদ্যালয়ের পাঠদানে ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের প্রদর্শনী যেমন,দেয়ালিকা তৈরি,কাগজ দিয়ে ,রং করে বিভিন্ন রকমের হাতের কাজ করে বিভিন্ন ধরনের সো পিস বানানো ,দেয়ালিকা তৈরি এসব বিষয়ে ওদের শ্রেনি ভিত্তিক মূল্যায়নের ব্যবস্থা করা ।

নতুন শিক্ষা কার্যক্রমে শ্রেনি শিক্ষক এর হাতের কিছু মার্ক যেমন: ক্লাসে নিয়মিত উপস্থিতি, classroom এ মনোযোগী ছাত্র ছাত্রীদের আচার আচরণ ইত্যাদির উপর ৪০ মার্ক । পূর্বের ন্যায় কোন জিপিএ থাকবেনা।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের ব্লগে ষষ্ট শ্রেনির ছাত্র-ছাত্রীদের জন্য paragraph ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের উপর বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ইতিমধ্যে শেয়ার করা হয়েছে আপনারা আপনাদের জন্য আমাদের সাথেই থাকুন সকল বিষয়ের গাইডলাইন পেতে ।

  • ষষ্ট ও সপ্তম শ্রেনীর শিক্ষার্থীদের জন্য নতুন নতুন আপডেট
  • অষ্টম শ্রেণীতে আর জেএসসি ও জেডিসি পরীক্ষা থাকবেনা
  • পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেনীর শিক্ষার্থীদের জন্য paragraph.
  • পঞ্চম শ্রেণী থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গাইড ও সাজেশন।

এই ছিল আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন জিপিএর পরিবর্তে ফলাফল হবে তিন স্তরে । বিষয়টি বেশি করে শেয়ার করবেন এবং কোন ভূল থাকলে কমেন্টে জানাবেন।

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।