সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী

সাধারণ জ্ঞান বা গুরুত্বপূর্ণ MCQ যেকোন নিয়োগ পরীক্ষার জন্য খুবই important কেননা প্রতিটি চাকরি পরীক্ষায় সাধারণ জ্ঞান থাকে । আমাদের ব্লগে অনেক অনেক সাধারণ জ্ঞান শেয়ার করা হয়েছে আজকে আরো গুরুত্বপূর্ণ কয়েকটি সাধারণ জ্ঞান বা MCQ আলোচনা করা হলো ।

সাধারণ জ্ঞান বা গুরুত্বপূর্ণ MCQ

বিসিএস পরীক্ষা , শিক্ষক নিবন্ধন পরীক্ষা , প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা , মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এছাড়াও ব্যাংক ইত্যাদি নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি বা MCQ ।

প্রশ্ন ..………..………….?? উত্তর ।

বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রর্বতন করা হয় কোন সনে ?

  • উত্তর : ১৯৭৩ সনে ।

মুজিবনগর কোন জেলায় অবস্থিত ?

  • উত্তর : মেহেরপুর ।

বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্যের ও প্রস্থের অনুপাত ?

  • উত্তর : ১০:৬ ।

সাগর কন্যা কোন জেলার ভৌগলিক নাম?

  • উত্তর : পটুয়াখালী ।

জাতীয় সংসদ ভবনের স্থপতি কে ?

  • উত্তর : লুই আইক্যান।

বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোথায় গড়ে উঠেছিল ?

  • উত্তর : মেসোপটেমিয়া।

বাস্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে ?

  • উত্তর : জেমস ওয়াট ।

Also Read: সাধারণ জ্ঞান ২০২৩: চাকরির পরীক্ষার জন্য সহায়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

NATO এর সদস্য সংখ্যা কত ?

  • উত্তর : ২৮

চাকরি হচ্ছে সোনার হরিণ আর সোনার হরিণকে সহজেই ধরা যায়না প্রচুর পরিশ্রম ও অনেক সাধনার মাধ্যমে ধরতে হয় তাই প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা সবাই অনেক অনেক জানতে হবে শিখতে হবে পড়তে হবে ।

ইনসুলিন এর অভাবে কি রোগ হয় ?

  • উত্তর :ডায়বেটিস ।

বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য পদ লাভ করে ?

  • উত্তর :১৯৭৪ সালে ।

নিশীত সূর্যের দেশ কোনটি ?

  • উত্তর : নরওয়ে।

পেনসিলিন আবিষ্কার করেন কে ?

  • উত্তর : আলেকজান্ডার ফ্লেমিং ।

কোন গ্যাস ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী ?

  • উত্তর : CFC .

সহজে সর্দিকাশি হয় কোন ভিটামিন এর অভাবে ?

  • উত্তর : ভিটামিন সি ।

বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন ?

  • উত্তর : পলাশী যুদ্ধে।

Bkash কোন ব্যাংকের জয়েন্ট হিসেবে কাজ করে ?

  • উত্তর : ব্রাক ব্যাংক ।

সবচেয়ে হালকা গ্যাস কোনটি ?

  • উত্তর : হাইড্রোজেন ।

দেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা ?

  • উত্তর : ৪৯১ টি ।

আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বাংলাদেশের জনসংখ্যা নিয়ে .

বাংলাদেশের এক নম্বর জাতীয় সামাজিক সমস্যা …….. জনসংখ্যা সমস্যা ।

সাধারণ জ্ঞান ও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ২০২৩

  • জনসংখ্যার ঘনত্ব সর্বাপেক্ষা বেশি …. ‌‌বাংলাদেশ।
  • জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান …. ‌‌‌চতুর্থ ।
  • জনসংখ্যায় বাংলাদেশের বড় জেলা …… ঢাকা।
  • জনসংখ্যায় বাংলাদেশের ছোট জেলা .….… বান্দরবান ।
  • বাংলাদেশে আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে …….. পাঁচটি ….. ১৯৭৪,১৯৮১,১৯৯১,২০০১,২০১১.
  • বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ……. ১৯৭৪ ।
  • NIPORT …….. জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ।
  • NIPORT প্রতিষ্টিত হয় ……. ১৯৭৭ সালে ।
  • উপজাতিদের মধ্যে বাংলাদেশে বেশি বাস করে …. চাকমা ।
  • বাংলাদেশের মার্তৃতান্ত্রিক উপজাতি …….. গারো ,খাসিয়া, সাঁওতাল ।
  • বাংলাদেশের পির্তৃপ্রধান উপজাতি …… মারমা ও হাজং।
  • খাসিয়া ও মনিপুরী উপজাতি বাস করে ….. সিলেটে ।
  • বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম ……. মাওরি ।
  • বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের …… সিলেটে ।
  • বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি …… সাঁওতাল।

General knowledge is very important in your job life . কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারেন এই সব সাধারণ জ্ঞান গুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিগত নিয়োগ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শেয়ার করলাম এছাড়াও আমাদের ব্লগে বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নোউত্তর ও সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়াদি আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে বিভিন্ন আপডেট রয়েছে আপনারা সেগুলো পড়বেন দেখবেন ইনশাআল্লাহ চাকরির প্রতীটি পরীক্ষায় উত্তীর্ণ হবেন ।

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version