General knowledge: যেকোন নিয়োগ পরীক্ষার জন্য আপনারা যারা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন হয়তো অনেকের সময় নেই একটা গাইড বই বের করে পড়বেন তাই কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারেন আমাদের সাথেই থেকে তাই আপনাদের সবার সাথে শেয়ার করলাম সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষার জন্য।
কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য:
আমাদের এই পোস্ট টিতে যেসব সাধারণ জ্ঞান শেয়ার করলাম সেগুলো বিসিএস পরীক্ষা তথা যেকোন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ কারী প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রশ্ন ……………………. উত্তর
- দুর্নীতি প্রতিরোধ সহায়ক হিসাবে কাজ করে …… সুশাসন
- আইনের ইংরেজি প্রতিশব্দ Law যা টিউটনিক মূল শব্দ ……lag থেকে এসেছে।
- মৌলিক অধিকারের রক্ষক ………… সংবিধান।
- ” Vartue is knowledge” কথাটি বলেছেন….. সক্রেটিস।
- ই- গর্ভনেন্স নিশ্চিত করে ” ত্রিমুখী যোগাযোগ।
- জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকারের দলিলে ধারা রয়েছে…..৩০ টি ।
- সারাদেশে কত তারিখে জাতীয় চার দিবস উদযাপিত হয় ….৪ জুন ।
- স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় কবে ….. ৩রা মার্চ ১৯৭১ সালে ।
- দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ সচিব…… ফাতিমা ইয়াসমিন।
- মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত……. একটি পশুর ।
- জ্ঞাতি সম্পর্ক নয় ………. ছাত্র শিক্ষক।
শ্রদ্ধেয় চাকরিপ্রত্যাশি ভাই ও বোনেরা সবাইকে আবারও একটি কথা শেয়ার করলাম আপনাদের হাতে রেখে যেকোন ছোট খাটো পোষ্ট পড়বেন আমাদের শেয়ার করা বিভিন্ন সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়াদি আন্তর্জাতিক বিষয়াবলী। আপনারা আপনাদের কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারেন যেকোন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি পর্ব।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা ………৫।
- বর্তমানে তুরষ্কের নতুন নাম ………. তুর্কিয়ে ।
- CD পুরো লিখলে কি হয় …….Compact Disc.
- হুয়ালিয়েন নগরী কোথায় অবস্থিত ……তাইওয়ান।
- বরফ সাদা দেখার কারন ……আলোর সব রশ্মিই প্রতিফলন করে ।
- দেশে বিসিকের শিল্প নগরীর সংখ্যা …….৭৯ টি ।
- সংকর ধাতু পিতলের উপাদান……. তামা ও দস্তা ।
- পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্ৰোভ বন……… সুন্দরবন ।
- অসমাপ্ত আত্মজীবনী বইটির লেখক …… শেখ মুজিবুর রহমান।
- একতারা শব্দটি যে ভাষা থেকে এসেছে…..ফারসি ।
- সর্বশেষ কোন দেশে বিমান যাত্রী পরিবহন শুরু করে …… কানাডা ।
১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া?
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি?
সহকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি?
শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি ?
বিসিএস পরীক্ষার প্রস্তুতি ?
এই সকল প্রশ্নের উত্তর আমাদের ব্লগে সার্চ করলে পেয়ে যাবেন।
সাধারণ জ্ঞান
বাংলা ভাষা ও সাহিত্য সাধারণ জ্ঞান নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সাধারন জ্ঞান
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
বিশ্বকাপ ফুটবল নিয়ে সাধারণ জ্ঞান
নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বাংলা বিষয়ক সাধারণ জ্ঞান
চাকরির পরীক্ষার জন্য সহায়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান
- মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য কোনটি …..জাগ্ৰত চৌরঙ্গী।
- ১৫ তম এশিয়া কাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে……. সংযুক্ত আরব আমিরাত।
- কোন ক্ষেত্রে অবদানের জন্য শান্তিতে সর্বশেষ নোবেল পুরস্কার প্রদান করা হয়……মতপ্রকাশের স্বাধীনতা।
- রাশিয়া ও ইউক্রেনের নিরাপদ শস্য রপ্তানি চুক্তিতে মধ্যস্থতা করে কোন দেশ ….. তুরস্ক।
- বাংলাদেশে কোন তারিখে গনহত্যা দিবস পালিত হয় ….২৫ শে মার্চ।
- ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কোনটি . পাহাড়পুর বৌদ্ধ বিহার।
- কোন আন্তর্জাতিক সংস্থা ২১ ফেব্রুয়ারিকে ‘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ‘ হিসেবে ঘোষণা করা হয় … UNESCO.
সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট টি এখানে বিরতি টানলাম এছাড়াও আমাদের ব্লগে আরো সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়াদি শেয়ার করেছি করব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ।