বিজ্ঞান বিষয়ে সাধারণ জ্ঞান কাজ,ক্ষমতা,শক্তি : সকল শ্রেনীর শিক্ষার্থীদের জানা দরকার কাজ ,ক্ষমতা, শক্তি কি এছাড়াও সকল চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা জন্য দরকার কাজ , ক্ষমতা শক্তি সম্পর্কে জানা । সকল শিক্ষক নিয়োগ পরীক্ষা কিন্তু বিজ্ঞান বিষয়ে সাধারণ জ্ঞান আসে ।আজ আমি সকল চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য বিজ্ঞান বিষয়ের উপর সাধারণ জ্ঞান শেয়ার করলাম । সামনে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এই পরীক্ষার প্রস্তুতি পর্বে ও রাখতে পারেন এই পোষ্ট টি।
কাজ ,ক্ষমতা শক্তি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ২০২৩:
- ক্ষমতার একক ……….. ওয়াট ।
- কাজের / শক্তির একক……… জুল ।
- বস্তূর কাজ করার সামর্থ্যকে বলে ……… শক্তি ।
- পৃথিবীতে শক্তির প্রধান উৎস ……. সূর্য।
- বিদুৎশক্তির বানিজ্যিক একক ….. কিলোওয়াট ঘন্টা ।
- নবায়নযোগ্য শক্তির উৎস কি ….. সূর্য শক্তি ,পরমানু শক্তি ।
- ১ অশ্ব শক্তি ( হর্স পাওয়ার ) = ৭৪৬ ওয়াট ।
- নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় সঞ্চিত জলরাশিতে কোন শক্তি জমা করা হয় ….. স্থিতিশক্তি ।
- বৈদ্যুতিক। ঘন্টায় বিদুৎশক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয় ……. শব্দশক্তিতে ।
এই প্রশ্ন গুলো খুবই গুরুত্বপূর্ণ বিগত পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শেয়ার করলাম এছাড়াও আমাদের ব্লগে ইতোমধ্যে অনেক বিষয়ের উপর সাজেশন এসএসসি ও এইচএসসি পরীক্ষার সাজেশন ও শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি ও শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি পর্ব ইত্যাদি শেয়ার করা হয়েছে ।
ব্যাকরণ বিষয়ক প্রশ্নোউত্তর
বিজ্ঞান বিষয়ে প্রশ্নোউত্তর বা সাধারণ জ্ঞান
পরিবেশ সংক্রান্ত সাধারণ জ্ঞান।
- কোন যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রুপান্তরিত করলে তাকে বলে ……. ডায়নামো / জেনারেটর ।
- টেলিফোনের লাইনের মধ্যে দিয়ে প্রবাহিত হয় ….. তড়িৎ শক্তি ।
- কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে ……পেট্রোল ইঞ্জিন।
- বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ …… একই হয় ।
- বিদুৎ বিল কিসে হিসাব করা হয় ….. কিলোওয়াট আওয়ারে ।
- সর্বাপেক্ষা দক্ষতা সম্পন্ন ইঞ্জিন কোনটি ….. বৈদ্যুতিক ইঞ্জিন।
- পানি জমলে …….. আয়তন বাড়ে ।
- পানিকে বরফে পরিনত করলে …… আয়তন বাড়ে ।
- তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্টটান …. হ্রাস পায় ।
- প্লাবতা বেশি …… সমুদ্রের পানির ।
- পানি কত ডিগ্ৰী তাপমাত্রায় ফোটে ……১০০ ডিগ্ৰী সেলসিয়াস।
- বরফ পানিতে ভাসে কেননা বরফের তুলনায় পানির ঘনত্ব …… বেশি।
- লবণাক্ত পানি সুস্বাদু পানি অপেক্ষা…….ভারী।
- কোথায় সাঁতার কাটি সহজ …..সাগরে ।
সুপ্রিয় চাকরিপ্রত্যাশি ভাই ও বোনেরা এবং সকল শিক্ষার্থী বন্ধুরা এই ছোট ছোট প্রশ্ন গুলো খুবই গুরুত্বপূর্ণ জীবনের প্রতিটি সময় কাজে লাগবে বিশেষ করে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসবে এই প্রশ্নগুলো। কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারেন কাজ শেষে ও পড়তে পারেন ।
সাধারণ জ্ঞান
বাংলাদেশ জাতীয় সংসদ সম্পর্কে সাধারণ জ্ঞান
মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর