Gemini AI দিয়ে ফেসবুক ভাইরাল ছবি ডিজাইন করা শিখুন

বর্তমানে ফেসবুকে যে সকল ফটো ভাইরাল হচ্ছে এগুলো Gemini AI দিয়ে ক্রিয়েট করা হয় আপনিও যদি চান এই ছবিগুলার মত ছবি এডিট করতে তাহলে এই পোস্টটি কমপ্লিটলী পড়ুন তাহলে আপনিও জেমিনির মাধ্যমে আপনার ফটো এডিট করতে পারবেন।
জেমিনি এআই দিয়ে ফটো এডিট করার জন্য সর্বপ্রথম আপনি প্লে স্টোর থেকে জেমিনি এআই অ্যাপটি ইন্সটল করে নিন। নিচে Gemini AI App এর ফটো শেয়ার যাতে সঠিক অ্যাপটি ইনস্টল করেন।

তারপর ইন্সটল করার পরে জেমিনি এআই অ্যাপটি ওপেন করুন। তারপর দেখবেন অ্যাপের ভিতরে একটি অপশন আছে Create Image সেই অপশনে ক্লিক করুন তারপর প্লাস একটি অপশন দেখবেন এই অপশনে আপনার ফটোটি দেন তারপরে একটি AI Prompt আছে যেটি আমি নিচে শেয়ার করব। সেই এআই প্রোম্ট লিখে ক্লিক করলেই আপনার কাঙ্ক্ষিত ফটো এডিট হয়ে চলে আসবে।
আরোও পড়ুনঃ Viral AI Photo Edit: ভাইরাল এআই ছবি ডিজাইন করুন মোবাইল দিয়ে?
উদাহরন স্বরুপ আমি নিচে একটি ছবি জেমিনি এআই দিয়ে এডিট করে দেখাচ্ছি।
Gemini AI App open করে ক্রিয়েট ইমেজ অপশনে ক্লিক করুন তারপর আপনার ছবিটি সিলেক্ট করুন যেটি আপনি এডিট করবেন তারপর Prompt টি কপি করে আমাদের এই পোস্ট থেকে পেস্ট করুন। নিচে ছবিতে দেখুন যদি না বুঝে থাকেন।

ফটো সিলেক্ট করে প্রোম্ট লিখার পর ক্লিক করুন দেখবেন নিচের ছবির মত আপনার ছবির আপনার ছবিও প্রসেস হবে।

উপরে দেখতে পারছেন আমি যে ছবি এডিট করার জন্য সিলেক্ট করেছি সেটি এবং নিচে বিস্তারিত লিখেছি যে আমার ছবি কিভাবে এডিট হবে এটিকে AI Prompt বলে।
এই prompt টি হচ্ছে:
create a 1/7 scale commercialized figurine of the characters in the picture, in a realistic style, in a real environment.The figurine is placed on a computer desk.The figurine has a round transparent acrylic base, with no text on the base. The content on the computer screen is the Zbrush modeling process of this figurine. Next to the computer screen is a BANDAI-style toy packaging box printed with the original artwork., The packaging features two-dimensional flat illustrations.style toy packaging box printed with the original artwork., The packaging features two-dimensional flat illustrations. Please turn this photo into afigure. Behind it, there should be a Model packagina box with, the character from this photo printed on it. In front of thebox.on a round plastic baseplace the fiqure version of thephoto I gave you. I’d like the PVC material to be clearlyrepresented. It would be even better if the background is indoors.
এটি লিখে দেওয়ার পর যে রেজাল্ট আপনারা দেখতে পাবেন তা একটি প্রফেশনাল ফটো ডিজাইনার ও করতে পারবেনা দেখুন নিচে ছবিতে..

এইভাবে আপনার ছবি ডিজাইন করাতে পারেন এআই অ্যাপ দিয়ে। এই পোস্টটি আপনার কাছে ভালো লাগলে আপনার ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার অনুরোধ রইল।
আরোও পড়ুনঃ Gemini AI দিয়ে ছবি এডিট করার নিয়ম?