ফ্রান্স বনাম পোল্যান্ড লাইভ, পরিসংখ্যান, রেকর্ড, France vs Poland Live FIFA World cup 2022: ফ্রান্স বনাম পোল্যান্ড নকআউট পর্বে মুখোমুখো হবে। ফ্রান্স বনাম পোল্যান্ড পরিসংখ্যান কেমন, তা জানার জন্য আপনার ব্যাকুল। কাতার বিশ্বকাপ ২০২২ এ গ্রুপ রাউন্ডের খেলা শেষ। ফিফা বিশ্বকাপ ২০২২ এ ১৪ টি দল রাউন্ড নিশ্চিত করেছে। নাকআউট পর্বের ১৪ টি দলের মধ্যে ফ্রান্স ও পোল্যান্ড অন্যতম।
ফ্রান্স বনাম পোল্যান্ড লাইভ পরিসংখ্যান
রাউন্ড অফ সিক্সটিন ১ম ও দ্বিতীয় ম্যাচ হয়ে গেছে। নকআউট পর্বের সময়সূচীতে তৃতীয় ম্যাচে ফ্রান্সের বিপক্ষে খেলবে পোল্যান্ড। ফ্রান্স বনাম পোল্যান্ড পরিসংখ্যান বিবেচনা করলে ফুটবল প্রেমিকরা অনায়সে বলবে পোল্যান্ডের চেয়ে অধিক শক্তিশালী টিম হল ফ্রান্স। ২০২২ সালের কাতার বিশ্বকাপে এমনটা ভাবা যাচ্ছে না। কারণ কাতার বিশ্বকাপ অঘটনের বেড়াজালে আবদ্ধ। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, বেলজিয়ামের মতন দল ছোট দলের কাছে নাকানিচুাবানী খেয়েছে। তাই পোল্যান্ডকে ছোট করে দেখার কোন চান্স নেই।
ফ্রান্স বনাম পোল্যান্ড এর লাইভ ম্যাচ শুরু হওয়ার আগে পরিসংখ্যান ও সম্প্রতিল ফর্ম জানা প্রয়োজন। তাহলে ফ্রান্স ও পোল্যান্ডের লাইভ ম্যাচ উপভোগ্য হয়ে উঠবে। পরিসংখ্যান বলতে পোল্যান্ড বনাম ফ্রান্স হেড ডু হেডে কে এগিয়ে। কে কতটুকু শক্তিশালী। ফ্রান্স ও পোল্যান্ডের ম্যাচে কার জিতার সম্ভাবনা বেশি। এসব নিয়ে আলোচনা করা হয়। নিচের লেখা পড়লে আপনার বুঝে যাবেন, ফ্রান্স ও পোল্যান্ডের মধ্যে কে এগিয়ে।
ফ্রান্স বনাম পোল্যান্ড পরিসংখ্যান।
- ফিফা কাতার বিশ্বকাপের নকআউট এর পূর্ব পর্যন্ত ফ্রান্স বনাম পোল্যান্ডে সর্বমোট ১৬টি ম্যাচে হেড টু হেড হয়েছে।
- পোল্যান্ড ও ফ্রান্সের ১৬ টি ম্যাচে পোল্যান্ড ৃাত্র তিনটি ম্যাচে জয়লাভ করে। আর ফ্রান্স ০৮ বার। ম্যাচ ড্র হযেছে পাচঁটি।
- ফ্রান্স ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন। আর পোল্যান্ড গতবার তেমন সুবিধা করতে পারে নি।
ফ্রান্স গ্রুপ পর্নের দুটি ম্যাচ জয়লাভ করে রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করেছে। আপর দিকে পোল্যান্ড মাত্র একটি ম্যাচ জিতে নকআউট পর্বে আসে।
ফ্রান্স ও পোল্যান্ড এর পরিসংখ্যান বিচার করলে শক্তিমত্তায় ফ্রান্স তুলনামূলক অধিক শক্তিশালী। পোল্যান্ডে বিপক্ষে বা অন্য দলের বিপক্ষে হউক।
তবে পরিসংখ্যান অনেক সময় কাজে আসে না। ফলদায়ক হয় না টিমের তারকা প্লেয়ারের মেলায়। যারা মাঠে ভালো খেলা, হাফ চান্স ফুল চান্স ইটিলাইজ করতে পারে কেবল তারাই জয় মিজ করতলে ছিনিয়ে নেয়।
পরিসংখ্যান ও শক্তিরবিচারে ফ্রান্সের জিতার সম্ভাবনা বেশি। আর বিশ্বকাপ আসরে তার নিজেদের প্রামাণ করতে পাড়ে। এমবাপ্পে আর গ্রিজম্যান রা দারুণ ছন্দে আছেন।
FIFA World Cup 2022 Live: ফিফা বিশ্বকাপ লাইভ
ফ্রান্স বনাম পোল্যান্ড কে এগিয়ে?
তারিখ | দল | ফলাফল | গোল | প্রতিযোগিতা |
২২Jan ১৯৩৯ | ফ্রান্স vs পোল্যান্ড | পোল্যান্ড হারে। | 4-0 | আন্তর্জাতিক প্রাীতি ম্যাচ |
২৮ Sep ১৯৬০ | ফ্রান্স vs পোল্যান্ড | ড্র | 2-2 | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
১১ Apr ১৯৬২ | ফ্রান্স vs পোল্যান্ড | পোল্যান্ড জয়। | 1-3 | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
২২ Oct ১৯৬৭ | ফ্রান্স vs পোল্যান্ড | পোল্যান্ড হারে। | 2-1 | ইউরোপীয় চ্যাম্পিয়নশীপ |
১৭ Sep ১৯৬৭ | ফ্রান্স vs পোল্যান্ড | পোল্যান্ড হারে। | 1-4 | ইউরোপীয় চ্যাম্পিয়নশীপ |
৭ Sep ১৯৭৪ | ফ্রান্স vs পোল্যান্ড | পোল্যান্ড হারে। | 0-2 | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
২৪ঃApr ১৯৭৬ | ফ্রান্স vs পোল্যান্ড | পোল্যান্ড হারে। | 2-0 | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
১০ Jul ১৯৮২ | ফ্রান্স vs পোল্যান্ড | পোল্যান্ড জয়। | 3-2 | ফিফা বিশ্বকাপ। |
৩১Aug ১৯৮২ | ফ্রান্স vs পোল্যান্ড | পোল্যান্ড জয়। | 0-4 | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
১৫Aug ১৯৯০ | ফ্রান্স vs পোল্যান্ড | ড্র | 0-0 | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
১৪Aug ১৯৯১ | ফ্রান্স vs পোল্যান্ড | পোল্যান্ড হারে। | 1-5 | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
১৬ Nov ১৯৯৪ | ফ্রান্স vs পোল্যান্ড | ড্র | 0-0 | ইউরোপীয় চ্যাম্পিয়নশীপ |
১৬Aug ১৯৯৫ | ফ্রান্স vs পোল্যান্ড | ড্র | 1-1 | ইউরোপীয় চ্যাম্পিয়নশীপ |
২৩ Feb ২০০০ | ফ্রান্স vs পোল্যান্ড | পোল্যান্ড হারে। | 1-0 | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
17 No | ফ্রান্স vs পোল্যান্ড | ড্র | 0-0 | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ |
৯ Jun ২০১১ | ফ্রান্স vs পোল্যান্ড | পোল্যান্ড হারে। |
ফ্রান্স বনাম পোল্যান্ড খেলা কবে?
Fifa World Cup 2022 নকআউট পর্বের খেলা জমে উঠেছে। ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ নকআউট পর্বের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও পোল্যান্ড। ম্যাচটি ৪ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯ টায় শুরু হবে। ফিফা বিশ্বকাপের অন্যতম ম্যাচ হবে এটি। পোল্যান্ড কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে পরাজিত হয়।
ফ্রান্সও দুরুন্ত সুচনা করে কাতার বিশ্বকাপ। কিন্তু গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে তারাও হুছট খায়।
মোবাইলে খেলা দেখার অ্যাপস।
France vs Poland live match দেখার জন্যা আপনার আগ্রহ দেখিয়েছেন। আপনারা চাচ্ছে মোবাইল এপে ম্যাচটি দেখবেন। আমরা নিচে কয়েকটি অ্যাপ দিচ্ছে এটার মাধ্যে ফ্রান্স বনাম পোল্যান্ড লাইব ম্যাচ দেখতে পারবেন।
- Toffee live
- T sports live
- Boiscope
- Sportzf
টিভি চ্যানেলে ফ্রান্স বনাম পোল্যান্ড লাইভ ম্যাচ।
অনেকে মেবাইলে ছোট পর্দায় খেলা দেখতে পছন্দ করেন না। মেবাইলে খেলা দেখার নিয়ম জানেন কিম্তু টিভি চ্যানেলে ফিফা বিশ্বকাপ লাইভ খেলা দেখার নিয়ম জানেন না। যারা টিভি চ্যানেলে ফ্রান্স বনাম পোল্যান্ড লাইভ খেলা দেখতে চান তারা। জিটিবি, বিটিভি, টি স্পোর্টস ইয়াল্লাটিভি তে চোখ রাখুন।
France vs Poland Live Score
ফ্রান্স বনাম পোল্যান্ড লাইভ স্কোর দেখতে গুগোল সার্চ করুন ফ্রান্স ও পোল্যান্ড লাইভ ম্যাচ লিখে। অথবা গোল.কম অ্যাপ ব্যবহার করে লাইভ স্কোর জানতে পারবেন।
আপনারা ফিফা বিশ্বকাপ লাইভ কিভাবে দেখবেন বিস্তারিত জানতে ভিজিট করুন