ফ্রান্স বনাম মরক্কো সেমিফাইনালে আজ রাত মুখোমুখি হচ্ছে। মরক্কো কাতারা বিশ্বকাপে নতুন ইতিহাসের রচনা করেছে। কোন আফ্রিকা বা আরব দেশ এই প্রথম সেমিফাইনালে উঠেছে। এদিকে রশিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ান ফ্রান্স কাতার বিশ্বকাপে সেমিফাইনালে। মরক্কোর বিপক্ষ অগ্নিপরীক্ষায় নামবে কাতার বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচে। জিতলে ফাইনালে এমন সমীকরণে ফ্রান্স একাদশ ও মরক্কো একাদশ সাজাচ্ছেন কোচিং পেনেলরা।
কাতার বিশ্বকাপ ২০২২ ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ক্রোয়েশিয়াকে ৩:০ গোলে পারজিত করে সেমিফাইনালে। আর্জেন্টিনারা ফাইনালে প্রতিপক্ষ ফ্রান্স বা মরক্কো। ফ্রান্স বনাম মরক্কো আজ রাত ফাইনালের জন্য মাঠে নামবে। ফ্রান্স বনাম মরক্কো পরিসংখ্যান, হেড টু হেড ও লাইভ খেলা দেখার নিয়ম নিয়ে থাকছে আজকের আর্টিকেল।
ফ্রান্স বনাম মরক্কো সেমিফাইনাল কখন।
কাতার বিশ্বকাপের ২য় সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স বনাম মরক্কো। খেলাটি শুরু হবে ১৫ ডিসেম্বর বাংলাদেশ সম রাত ১ টায়।
ফ্রান্স বনাম মরক্কো সেমিফাইনাল কোথায়।
কাতার বিশ্বকাপে ফ্রান্স বনাম মরক্কো সেমিফাইনালে মুখোমুখি হবে। ম্যাচটি আজ রাত লুসেইল স্টেডিয়ামে হবে।
ফ্রান্স বনাম মরক্কো কাতার বিশ্বকাপ ২০২২ আপডেট
কাতার বিশ্বকাপে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে মরক্কো। Fifa world Cup 2022 এ এখন পর্যন্ত কোন ম্যাচে হারে নি মরক্কো। এককথায় বলা যায় এখন পর্যন্ত কতার বিশ্বকাপে সবচেয়ে সফল দল তারা। মরক্কো গ্রুপ পর্বে বেলজিয়ামকে পরাজিত করে। নকআউট পর্বে স্পেনের মতন দলকে পরাজিত করে। কোয়ার্টার ফাইনালে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে কাদিঁয়েছে তারা। পর্তুগালকে কাতার বিশ্বকাপ থেকে বিদায় করে মরক্কো। কাতার বিশ্ব সেমিফাইনালে ফ্রান্সের সাথে কি করে এ সফল তম দলটি ম্যাচ শেষ হলে দেখা যাবে।
এদিকে ফ্রান্স দারুণ খেলছে। শুধুমাত্র তারা তিউনিসিয়ার সাথে হুছুট খায়। ফ্রান্স কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের সাথে অসাধারণ ফুটবল উপহার দিয়েছে।
France vs Morocco semifinal live stream. ফ্রান্স বনাৃ মরক্কো সেমিফাইনাল লাইভ দেখার নিয়ম।
ফিফা কাতার বিশ্বকাপ ২০২২ শেষের দিকে। ইতিমধ্যে আর্জেন্টিনা ফাইনাল নিশ্চিত করেছে। ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে কাতার বিশ্বকাপ নিরস করে তুলেছে। তবে আর্জেন্টিনা বিশ্বকাপ উম্মাদনা কিছুটে জিইয়ে রেখেছে। ফ্রান্স বনাম মরক্কোর মধ্যে যে জিতবে সে আর্জেন্টিনা ফাইনালে ম্যাচে খেলবে। ফ্রান্স বনাম মরক্কো সেমিফাইনাল ম্যাচ লাইভ কিভাবে দেখবেন। নিচে সেমিফাইনাল ম্যাচ দেখার নিয়ম তুলে ধরা হল।
ফ্রান্স বনাম মরক্কো লাইভ কম্পিউটার বা ল্যাপটপে।
কম্পিউটার বা লেপটপে ফ্রান্স বনাম মরক্কো লাইভ খেলা দেখা যাবে। কম্পিউটারে ফিফা বিশ্বকাপের মরক্কো বনাম ফ্রান্স খেলা যায় অনলাইন স্টিমিং লিংক দিয়ে। লাইভ স্টেমিং দেখার অনেকগুলো সাইট আছে, তার খুব ভালো মানের চবি দিয়ে থাকে। তবে অনলাইনে খেলা দেখার অনেক অসুবিধা রয়েছে, লাইভ খেলাটি এক মিনিট পিছিয়ে থাকে। আর অনেক সময় লাইভ স্টেমিং থেমে যায়। বিশ্বকাপ সেমিফাইনাল লাইভ ম্যাচ দেখার জন্য তা খুব বিব্রতকর।
মোবাইলে ফ্রান্স বনাম মরক্কো সেমিফাইনাল দেখার নিয়ম।
মোবাইলে ফ্রান্স বনাম মরক্কো সেমিফাইনাল লাইভ ম্যাচ দেখা যাবে। ফিফা বিশ্বকাপ লাইভ খেলা দেখার অনেকগুলো লাইভ স্টেমিং লিংক আছে। ফিফা ওয়ার্ল্ড কাপ দেখার অনেক চ্যানেল আছে, যেমন জিটিভি, বিটিভি, জিওসিনেমা, টি স্পোর্টস এগুলো ডাউনলোড করে মোবাইলে সেমিফাইনাল দেখতে পারবেন।
তাছড়া খেলা দেখার স্বতন্ত্র অ্যাপ আছে। ফ্রান্স বনাম মরক্কো লাইভ খেলা এ অ্যাপ গুলো ডাউনলোড করে লাইভ দেখতে পারবেন।
ফ্রান্স বনাম মরক্কো সেমিফাইনাল দেখার অ্যাপ।
ফ্রান্স বনাম মরক্কো সেমিফাইনাল লাইভ খেলা দেখার কয়েকটি অ্যাপ নিচে দেওয়া হল।
টফি অ্যাপ।
টি স্পোর্টস অ্যাপ।
জিটিভি অ্যাপ।
ফ্রান্স বনাম মরক্কো সেমিফাইনাল দেখার চ্যানেল।
বিটিভি।
জিওসিনেমা।
সনি লাইভ।
স্টার স্পোর্টস।
জিটিভি লাইভ।