সন্তানের জন্য গুরুত্বপূর্ণ পাঁচটি কাজ

পৃথিবীর বুকে সবচেয়ে বড় সম্পদ সন্তান। আল্লাহ যাকে চান মেয়ে দেন যাকে চান ছেলে দান করেন আবার যাকে চান ছেলে মেয়ে উভয়েই দান করেন এবং যাকে চান সন্তান দান ই করেননা। তবে যাদের সন্তান নেই হতাশ হবার কারন নেই কেননা এটা কেবল একমাত্র আল্লাহর ইচ্ছা। আর যাদের সন্তান আছে তাদের জন্য অবশ্যই কয়েকটি করনীয় কাজ রয়েছে আপনার সন্তানের জন্য।

একটা শিশু জন্মের পর সে কেবলই শিশু তাকে তার পিতা মাতা পরিবার পরিজন মানুষের মতো মানুষ করতে হয় কেবল জন্ম দিলেই বাবা হওয়া যায়না মা হওয়া যায়না সন্তানের জন্য করনীয় কি তা সঠিক ভাবে জানতে হবে। আজকের শিশু আগামী দিনের কর্ণধার। জাতির জন্য পরিবারের জন্য ভালো মানুষ হিসেবে তৈরি করতে হবে । আল্লাহ যেন সকল পিতা মাতাকে এই তৌফিক দান করেন।

সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন মহান বিজ্ঞানী ও প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম তিনি কয়েকটি টিপস বলেছিলেন আজ সেই গুরুত্বপূর্ণ বিষয় গুলো আমার এই পোস্ট টিতে তুলে ধরলাম আপনার আমাদের সন্তানের জন্য।

স্বপ্ন দেখা

আপনার সন্তানকে স্বপ্ন দেখা শেখান একেবারে ছোট থেকে যাতে সে তার বয়স ১৫ বছরের আগে তার নিজের লক্ষ্য বেছে নিতে পারে।

কঠিন পরিশ্রম

একটা ছেলে অথবা মেয়ে অর্থাৎ আপনার সন্তানকে কঠিন পরিশ্রম করা শেখান প্রয়োজনে ছোট ছোট কাজ দেন বেশি করে বিশ্রাম নিতে দেবেন না প্রয়োজনে কাজের মধ্যে রাখেন।

সাহায্য করতে শেখান

আপনার সন্তানকে সাহায্য করতে শেখান ,হিংসে নয় তাকে সাহায্য কিভাবে করতে হয় অন্যকে তা শেখান তার মধ্যে জন্ম নিবে মানবিকতা ও নের্তৃবোধ ।

এছাড়াও সন্তানদের ননীর পুতুল না বানিয়ে অভাববোধ শেখান কিভাবে জীবনকে পরিশ্রম দিয়ে চালিয়ে যেতে হয় তা শেখান দেখবে জীবন উজ্জল হয়ে যাবে আপনার সন্তানের। প্রতিটি মা বাবা চায় তার সন্তানের ভালো তাই এই ভালোর জন্য সন্তানকে ভালো নিয়মাবলী ও ভালো গুনের অধিকারী হতে হবে এই তৌফিক যেন আমাদের যেন হয় এই কামনা করি।

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version