ফিতরা কত টাকা ২০২২: সদকাতুল ফিতরের পরিমাণ ও ফিতরা দেওয়ার নিয়ম: সদাকাতুল ফিতর। ইসলামি অর্থ ব্যাবস্হূয় গুরুত্বপূর্ণ একটি বিধান হলো সদাকাতুল ফিতর। অর্থের সুষম বণ্টনে সদাকাতুল ফিতরের অবদান ব্যাপক। সদাকাতুল ফিতর রোজার সাথে সম্পৃক্ত। রোজার ভাঙ্গার কারণে সদাকাতুল ফিতর দেওয়া হয়। ঈদুল ফিতর যাতে সবাই সমানভাবে, আনন্দ ভাগাভাগি করতে পারে, সেজন্য ইসলাম সদাকাতুল ফিতরের বিধান দিয়েছে।
সদকাতুল ফিতর অর্থ কি??
সদাকা অর্থ হল দান। আর ফিতর অর্থ হলো ভাঙ্গা। সুতরাং সদাকাতুল ফিতর অর্থ, ভাঙ্গার দান। দীর্ঘ একমাস সিয়াম সাধনা করে রোজদ ভাঙ্গতে হয়। এই ভাঙ্গার কারণে এই যাকাত দিতে হয়। মুসলিম গরিবদেরকে ফিতরা দিতে হয়। নির্দিষ্ট নেসাব পরিমাণ মালের মালিক হলে ফিতরা বা সদকাতুল ফিতর ওয়াজিব হয়।
ফিতরা অর্থ কি?
ফিতরা একটি আরবি শব্দ। সদকাতুল ফিতর বা যাকাতুল ফিতরকে সংক্ষেপে ফিতরা বলা হয়। ফিতরা অর্থ ভাঙ্গা
যাকাতুল ফিতর কি।
যাকাতুল ফিতর হলো সদাকাতুল ফিতর। সদাকাতুল ফিতরকেও যাকাতুল ফিতর বলা হয়। সদকাতুল ফিতরকে ফিতরা ও বলা হয়।
সদাকাতুল ফিতরা কার উপর ওয়াজিব
ফিতরা কার উপর ওয়াজিব? ঈদের দিন সকালবেলা যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন, তার উপর সদাকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। নিসাব পরিমাণ সম্পদ হলো “সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বায়ান্ন ভরি রুপা বা সমমূল্যের নগদ অর্থ ও ব্যবসাপণ্য।
ফিতরা কখন আদায় করতে হবে।
সদাকাতুল ফিতর কখন আদায় করতে হয়।
সদকাতুল ফিতর ঈদের জামাতে যাওয়ার আগ পর্যন্ত আদায় করলে আদায় হয়ে যাবে।
সদকাতুল ফিতর ব্যাক্তি তাঁর নিজের ও পরিবারের পক্ষ থেকে ফিতরা আদায় করা তাঁর উপর ওয়াজিব।
ফিতরা আদায়ের নিয়ম।
ফিতরা আদায়ের নিয়ম হাদিস এসেছে। সাহাবায়ে কেরাম রাসুলুল্লাহ সা. যুগে ফিতরা আদায় করতেন।
হাদিস অনুযায়ী দেখা যায় ৫ জিনিস দিয়ে ফিতরা আদায় করা যায়।
- গম,
- যব,
- কিসমিস,
- খেজুর,
- পনির।
গমের পরিমাপ হলো “অর্ধ সা”আর বাকিগুলোর পরিমাপ এক সা। এগুলো দিয়ে ফিতরা আদায় করতে হয়।
এক সা কত কেজি।
সা এর পরিমাণ কত? এক সা সমান কত কেজি? এক সা সমান কত কেজি হয়। কেজি দিয়ে হিসাব করলে ‘এক সা’ হচ্ছে ৩ কেজি ৩০০ গ্রাম।
সদকাতুল ফিতরের পরিমাণ।
ফিতরা বা সদকাতুল ফিতরের পরিমাণ কত? কত টাকা ফিতরা দিতে হবে? চলুন জেনে নেওয়া যাক।
ইসলামি ফাউন্ডেশন এ বছর ফিতরা নির্ধারণ করেছে। এবার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭৫ টাকা।
- আটা বা গম দিয়ে ফিতরা আদায় করলে ‘অর্ধ সা’ দিতে হবে। যা ১ কেজি ৬৫০ গ্রাম। এর বাজার মূল্য ৭৫ টাকা।
- যব দিয়ে ফিতরা আদায় করলে ‘এক সা’ দিতে হবে। কেজির হিসেবে ৩ কেজি ৩০০ গ্রাম। যার বাজার মূল্য ৩০০ টাকা।
- কিসমিসের ক্ষেত্রে ফিতরা আসবে ‘এক সা’। কেজির হিসাবে ৩ কেজি ৩০০ গ্রাম। টাকার হিসাবে ফিতার আসবে ১ হাজার ৪২০ টাকা,
- খেজুর দিয়ে আদায় করলে ১ হাজার ৬৫০ টাকা।
- পনির দিয়ে আদায় করলে ২ হাজার ৩১০ টাকা ফিতরা প্রদান করতে হবে।
টাকা দিয়ে কি ফিতরা আদায় করা যাবে।
টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে। কারণ মানুষ টাকার মুখাপেক্ষী। তাছাড়া তাবেয়ীগণও দিরহাম দিয়ে ফিতরা আদায় করতেন।
ফিতরা কবে প্রচলন হয়?
ফিতরা প্রচলন কবে হয়। ফিতরা ২য় হিজরী সনে প্রবর্তন হন। এ বছর রোজা ফরজ হয়। রোজাতে কোন ধরণের ত্রুটি বিচ্যুতি হলে, তার ক্ষতিপূরণের জন্য এই বিধান দেওয়া হয়েছে।
ফিতরা সংক্রান্ত হাদিস।
ফিতরা সংক্রান্ত প্রচুর হাদিস রয়েছে। ফিতরার ফজিলত ও নিয়ম কানুন সহ বিস্তারিত আলোচনা করা হয়েছে ফিতরা সংক্রান্ত হাদিসে। নিচে আমরা কিছু হাদিস তুলে ধরছি।