ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম। ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বাংলাদেশের জনপ্রিয় একটি ব্যাংক। বাংলাদেশের ইসলামী ব্যাংক গুলোর মধ্যে থেকে একটি হলো “ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক’। ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সেবা প্রায় সারা দেশে রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায়ও এই ব্যাংকের শাখা চালু করা হয়েছে। তাই নতুন নতুন একাউন্ট খুলছেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। আজ আমরা ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম নিয়ে আলোচনা করব।
ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম।
মোবাইল অ্যাপ দিয়ে খুব সহজে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একাউন্ট খোলা যায়। কিভাবে মোবাইল এপ ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একাউন্ট খোলবেন তা নিছে উল্লেখ করছি।
প্রথমে গুগুল প্লে থেকে FSIBl Cloud app ডাউনলোড করুন। আ্যাপে প্রবেশ করার পর Freedom বাটনে ক্লিক করে প্রবেশ করুন।প্রবেশ করর পর দুইটি অপশন আসবে।
- কারেন্ট একউন্ট ও
- মুদারাবা সেভিংস একাউন্ট।
আরোও পড়ুন: ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২২
ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কারেন্ট একাউন্ট খোলার নিয়ম
ফাস্ট সিকিউরিটি কারেন্ট একাউন্ট খুলতে কারেন্ট একাউন্টে ক্লিক করুন। প্রবেশ করার পর কিছু দিক নির্দেশনা পাবেন। আপনি যেসব সুবিধা পাবেন তা এখানে দেওয়া থাকবে। তাছাড়া ৫০০ টাকা ওপেনিং ব্যালেন্স থাকতে হবে।
ফাস্ট সিকিউরিটি ব্যাংক মুদারাবা সেভিংস একাউন্ট
মুদারাবা সেভিংস একাউন্ট খুলতে হলে, মুদারাবা সেভিংস একাউন্টে ক্লিক করে প্রবেশ করুন। প্রবেশ করার পর কিছু দিকনির্দেশনা থাকবে। আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন তা থাকবে। আপনার ওপেনিং ব্যালেন্স ৫০০ টাকা থাকতে হবে। ভিসা কার্ড নিতে পারবেন। অনলাইন ট্রান্জিকশন নিতে পারবেন। ইন্টারনেট সুবিধা নিতেন পারবেন।
তারপর প্রোসিড অপশনে ক্লিক করুন। আপনার নিকটস্থ ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্রান্স সিলেট করুন। ট্রান্জিকশন লিমিট সিলেক্ট করুন। সাবমিট আপশনে ক্লিক করুন। মোবাইল নম্বর দিতে বলবে। মোবাইল নম্বর দিয়ে অটিপি কোড দেন। মোবাইল নম্বর সাবমিট করার পর NID সাবমিট করুন। উভয় দিকের ফটো তুলে সাআমিট করুন। এরপর আপনি আপনার তথ্য দেখতে পাবেন। এবার কনফার্ম করুন। এখন আপনাকে Take Photo অপশনে ক্লিক করে নির্দেশনা মোতাবেক পিক তুলতে হবে। ফটো সাবমিট করার পর Additional Info ক্লিক করুন। এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করুন।
নমোনির ডিটেইলস
এখন আপনাকে নমোনি এর নাম দিতে হবে। নমোনির জন্ম ও তার সাথে সম্পর্ক কি তা দিন। নমোনির NID Card নম্বর সহ যাবতীয় তথ্য দিন। নমোনির ফটো এড করে সবমিট করুন। সাকসেস দেখাবে।
এখন অন্যান্য সার্ভিসের জন্য সার্ভিস অপশনে ক্লিক করুন। Mobile banking অন করে ইমেইল দেন। এরপর কোড বসান।
সিগনেচার অপশন আসবে। আপনি আঙুল দিয়ে সিগনেচার করে সাবমিট করুন। এরপর আপনার সকল তথ্য আসবে। আপনি সবমিট অপশনে ক্লিক করলেই আপনার ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একাউন্ট হয়ে যাবে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন