কোন কোন দেশে ফুটবল বিশ্বকাপ হয়েছিল? বা কোন কোন দেশে বিশ্বকাপ ফুটবল হয়েছে? এই বিষয় নিয়ে আজকের পোস্টটি।
এ পর্যন্ত কোন কোন দেশে বিশ্বকাপ হয়েছে। ফিফা বিশ্বকাপ সবচেয়ে জনপ্রিয় কাপ। ফিফা বিশ্বকাপ কে ঘীরে মানুষের প্রবল আগ্রহ থাকে। ১৯৩০ থেকে নিয়ে ২০২৬ সাল পর্যন্ত যে সকল দেশে বিশ্বকাপ হয়েছে। ১ম দিকে বিশ্বকাপের নাম ফিফা ছিল না। এ পর্যন্ত ফিফা বিশ্বকাপ যতগুলো হয়েছে আমরা তা নিচে তুলে ধরেছি।
- উরুগুয়ে ১৯৩০ সাল,
- ইতালি ১৯৩৪ সাল,
- ফ্রান্স ১৯৩৮ সাল,
- ব্রাজিল ১৯৫০ সাল,
- সুইজারল্যান্ড ১৯৫৪ সাল,
- সুইডেন ১৯৫৮ সাল,
- চিলি ১৯৬২ সাল,
- ইংল্যান্ড ১৯৬৬ সাল,
- মেক্সিকো ১৯৭০ সাল,
- পশ্চিম জার্মানি ১৯৭৪ সাল,
- আর্জেন্টিনা ১৯৭৮ সাল,
- স্পেন ১৯৮২ সাল,
- মেক্সিকো ১৯৮৬ সাল,
- ইতালি ১৯৯০ সাল,
- মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪ সাল,
- ফ্রান্স ১৯৯৮ সাল,
- দক্ষিণ কোরিয়া–জাপান ২০০২ সাল,
- জার্মানি ২০০৬ সাল,
- দক্ষিণ আফ্রিকা ২০১০ সাল,
- ব্রাজিল ২০১৪ সাল,
- রাশিয়া ২০১৮ সাল,
- কাতার ২০২২ সাল,
- কানাডা–মেক্সিকো–মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৬ সালে।
আশা করি আপনারা ফিফা বিশ্বকাপ সম্পর্কে জানতে পেরেছেন।
কাতার বিশ্বকাপ ২০২২ সব আপটেড পেতে ভিজিট করুন