কাতার বিশ্বকাপ ২০২২ স্টেডিয়াম: FIFA World Cup 2022 Stadiums। কাতার বিশ্বকাপ ২০২২ সাল নিয়ে আলোচনা করব। মেট ৮ টি ভেনু বা স্টেডিয়ামে কাতার বিশ্বকাপ হবে।
কাতার বিশ্বকাপ ২০২২ স্টেডিয়াম।
আল সুমামাহ স্টেডিয়াম।
আল সুমামাহ স্টেডিয়াম | FIFA World Cup 2022 Stadiums
মরুভূমির বুকে দাড়িয়ে আছে আল সুমামাহ স্টেডিয়ামটি। সুমামাকে আল থুমামাও বলা হয়। স্টেডিয়ামটিকে কেন্দ্র করে মরুভূমিতে শহর গড়ে উঠেছে। আল সুমামাহ স্টেডিয়ামটি দেখতে টুপির মতন। স্টেডিয়ামটি নকশা করেছেন ইব্রাহিম মোহাম্মদ জাইদাহ। আল সুমামাহ স্টেডিয়াম সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন
রাস আবু আবুদ স্টেডিয়াম।
রাস আবু আবুদ স্টেডিয়াম | FIFA World Cup 2022 Stadiums
কাতার বিশ্বকাপের অন্যতম স্টেডিয়াম হলো রাস আবু আবুদ স্টেডিয়াম। এ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলা হবে। এর ধারণক্ষমতা ৪০০০০ হাজার দর্শক। এই স্টেডিয়ামটিকে দৃষ্টিনন্দন করে তুলেছে দুই পাশের কৃত্রিম লেক। রাস আবু আবুদ স্টেডিয়াম সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন
আরোও পড়ুন: কাতার বিশ্বকাপ ২০২২ সময়সূচি
এডুকেশন সিটি স্টেডিয়াম।
এডুকেশন সিটি স্টেডিয়াম FIFA World Cup 2022 Stadiums:
কাতারের আল-রাইয়ান রায়হান শহরে অবস্থিত “এডুকেশন সিটি স্টেডিয়াম”। কাতারের এডুকেশন সিটিতে স্টেডিয়ামটি নির্মান করা হয়েছে। এডুকেশন সিটি স্টেডিয়াম সম্পর্কে বিস্তারিত এখানে
খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম।
খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম FIFA World Cup 2022 Stadiums
খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম 1976 সালে উদ্বোধন করা হয়। 1976 সাল থেকে কাতারের প্রধান ফুটবল স্টেডিয়াম হিসাবে বিবেচিত হয়ে আসছে। স্টেডিয়ামটির ধারণক্ষমতা ৪০ হাজার। কাতার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন
আল বাইত স্টেডিয়াম।
আল বাইত স্টেডিয়াম আল খোর স্টেডিয়ামে FIFA World Cup 2022 Stadiums:
আল বাইত স্টেডিয়াম হলো কাতার বিশ্বকাপের অন্যতম স্টেডিয়াম। আল বাইত স্টেডিয়াম “আল খোর স্টেডিয়াম” নামেও পরিচিত। আল বাইত স্টেডিয়াম” বা “আল খোর স্টেডিয়ামে” ধারণক্ষমতা: 60,000 আসন। ২০২১ সালে স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়। আল বাইত স্টেডিয়াম সম্পর্কে আরোও বিস্তারিত জানতে ভিজিট করুন আল বাইত স্টেডিয়াম
লুসাইল আইকনিক স্টেডিয়াম।
লুসাইল আইকনিক স্টেডিয়াম FIFA World Cup 2022 Stadiums:
কাতার বিশ্বকাপের অন্যতম প্রধান ভেনু হলো লুসাইল আইকনিক স্টেডিয়াম। কাতার বিশ্বকাপের বৃহত্তম ভেন্যু লুসাইল স্টেডিয়াম। কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ (Final match) লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ধারণক্ষমতা 80,000 আসন। স্টেডিয়ামটি উদ্বোধন হয় 2021 সালে। লুসাইল আইকনিক স্টেডিয়াম কাতার বিশ্বকাপ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই স্টেডিয়াম সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন
আহমেদ বিন আলী স্টেডিয়াম।
আহমেদ বিন আলী স্টেডিয়াম FIFA World Cup 2022 Stadiums
আহমদ বিন আলী স্টেডিয়ামটি দোহার দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। স্টেডিয়ামটি দোহা মেট্রোপলিটন এলাকার পূর্বে অবস্হিত। আল রায়হান শহরের মধ্যে স্টেডিয়ামটি ঠায় দাঁড়িয়ে আছে। আহমদ বিন আলী স্টেডিয়ামটি নবনির্মিত গ্রীন লাইনের শেষ স্টেশনে রয়েছে।সেখান থেকে ২৫ মিনিটে দোহায় পৌছা যায়।স্টেডিয়ামটির আসন সংখ্যা ৪০ হাজার। স্টেডিয়ামটি উদ্বোধন হয় 2020 সালে। এই স্টেডিয়ামটি আল রায়হান স্টেডিয়াম নামে পরিচিত। আহমেদ বিন আলী স্টেডিয়াম সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট
আল জানুব স্টেডিয়াম।
আল জানুব স্টেডিয়াম FIFA World Cup 2022 Stadiums:
আল জানুব স্টেডিয়ামটি কাতার বিশ্বকাপের অন্যতম স্টেডিয়াম। স্টেডিয়ামটি দেখতে নৌকার মতন। স্টেডিয়ামটির আসন সংখ্যা ৪০০০০ হাজার। আল জানুব স্টেডিয়াম নিয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন