২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ কোথায় হবে? ২০৩০ ফিফা বিশ্বকাপের অনেক সময় হাতে বাকি। তারপরও ফুটবল প্রেমিকদের চোখ অনেক সামনে। তার জানতে চায় ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ কোন দেশে হাবে। ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করার ইচ্ছা পোষণ করেছে উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও চিলি।
ফুটবল বিশ্বকাপের ১০০ বছর পূর্তি।
ফুটবল বিশ্বকাপের সূচনা হয়েছিল ১৯৩০ সালে। প্রথম আয়োজক দেশ ছিল উরুগুয়ে। সেজন্য উরুগুয়ে চাচ্ছে তারা ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করতে।
প্রথম বিশ্বকাপ কোথায় হয়েছিল?
প্রথম বিশ্বকাপ উরুগুয়ে হয়েছিল। ১৯৩০ সালে ১ম বিশ্বকাপ হয়।
আন্তর্জাতিক ফুটবলের মাপ কত।
আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ দৈর্ঘ্য ১৩০ মিটার। আর সর্বনিম্ন দৈর্ঘ্য হলো ৯০ মিটার।
আর আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ প্রস্হ হলো ৯০ মিটার। আর সর্বনিম্ন হলো ৪৫ মিটার।
বিশ্বকাপ ফুটবলের ওজন কত?
বিশ্বকাপ ফুটবলের ওজন কত? বিশ্বকাপ ফুটবলের একটা নির্দিষ্ট গড়ন ও ওজন রয়েছে। একটি আদর্শ ফুটবলের ওজন হলো 400 থেকে 450 গ্রাম। বিশ্বকাপ ফুটবলের ওজন হলো 450 গ্রাম।
ফুটবল গোলবারের আয়তন কত?
ফুটবল গোলপোস্টে বা গোলবার মাপ কত? দুটি বার থাকে। দুইটি বারের নির্দিষ্ট দূরত্ব রয়েছে। একবার থেকে অপর বারের দূরত্ব ৭.৩২ মিটার গজের হিসাবে আট গজ। আর মাটি থেকে উচ্চতা ২.৪৪ মিটার। ফুটের হিসাবে আট ফুট।