২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ কোথায় হবে? ফিফা বিশ্বকাপ ২০২৬ | FIFA World Cup 2026

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ কোথায় হবে? ফিফা বিশ্বকাপ ২০২৬, FIFA World Cup 2026, ফিফা বিশ্বকাপ নিয়ে আজকের পোস্টটি কারন অনেকেই ২০২২ কাতার বিশ্বকাপ এর পরবর্তী বিশ্বকাপ কখন হবে কোথায় হবে এ ধরনের প্রশ্ন যদি আপনার মনের মধ্যে থাকে তাহলে এই পোস্টটি সম্পূর্ণ আপনার জন্য।

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ কোথায় হবে?

ফুটবল বিশ্বকাপ ২০২৬ কেথায় হবে? ২০১৮ সালের বিশ্বকাপ হয়েছিল রাশিয়ায় এ বছর ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ হবে আরব দেশ কাতারে।
২০২৬ সালের বিশ্বকাপ কেথায় হবে? বিশ্বকাপকে নিয়ে ফুটতবল প্রেমিকদের আগ্রহের একটা জায়গা দখল করে থাকে। ২০২৬ বিশ্কাপ হবে কানাড, আমেরিকা ও মেক্সিকোয়। কানডা, আমেরিকা ও মেক্সিকো আয়োজন করবে ২০২৬ সালের বিশ্বকাপ।

২০২৬ ফিফা বিশ্বকাপে, ৪৮ দল অংশগ্রহণ করবে!!

৩২ দলের পরিবর্তে ৪৮ দল।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী প্রতি ৪ বছর পর পর বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। সে নিয়মানুসারে ২০২৬ সালের বিশ্বকাপ হবে আমেরিকা, কানাড ও মেক্সিকোয়। এই বিশ্বকাপে নতুন নিয়ম চালু হচ্ছে। ইতিহাস পাল্টিয়ে ৩২ দলের বদলে ৪৮ দল অংশগ্রহণ করবে ২০২৬ এর বিশ্বকাপে।

২০২৬ সালের বিশ্বকাপ কততম আসর?

২০২৬ সালের বিশ্বকাপ কততম আসর?২০২৬ সালের বিশ্বকাপ আসরটি ফিফা বিশ্বকাপ ফুটবলের ২৩মত আসর। ফিফার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সালের ২৩তম আসরটি হবে যৌথভাবে। বিশ্বকাপ ফুটবল ২০২৬ আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো।

কাতার বিশ্বকাপের স্টেডিয়াম সমূহ ২০২২

বিশ্বকাপ ফুটবলের ওজন কত?

বিশ্বকাপ ফুটবলের ওজন হলো ৪৫০ গ্রাম। আর আদর্শ ফুটবলের ওজন হলো ৪০০ গ্রাম থেকে ৪৫০ গ্রাম।

ফুটবলের পরিধি কত?

একটি আদর্শ ফুটবলের পরিধি হলো ৬৮.৫-৭১ সেন্টিমিটার।

ফুটবল গোলপোস্টের মাপ কত?

গোলবারের দুরুত্ব আট গজ অর্থাৎ7.32 মিটার। আর উচ্চতা হলো আট ফুট অর্থাৎ 2.44

আন্তর্জাতিক ফুটবল মাঠের মাপ কত?

আন্তার্জাতি ফুটবল মাঠের একটি নির্দিষ্ট মাপ আছে। আন্তর্জাতিক ফুটবল মাঠের দৈর্ঘ্য সর্বোচ্চ ১৩০ গজ বা ১২০ মিটার। আর সর্বনিম্ন দৈর্ঘ্য হলো ১০০ গজ বা ৯০ মিটার।

আর প্রস্থ সর্বোচ্চ ১০০ গজ বা ৯০ মিটার, সর্বনিম্ন প্রস্হ হলো ৫০ গজ বা ৪৫ মিটার।

যুক্তরাষ্ট্র কবে বিশ্বকাপ আয়োজন করে?

২০২৬ সালের আগে মার্কিন যুক্তরাষ্ট্র একবার বিশ্বকাপ আয়োজন করে। ১৯৯৪ সালে একবার ফিফা এর বিশ্বকাপ ফুটবল হয়েছিল যুক্তরাষ্ট্রে।

২০২৬ বিশ্বকাপে কতটি দল খেলবে?

২০২৬ বিশ্বকাপে কতটি দল খেলবে? এরকম নতুন প্রশ্নের উদ্ভব হচ্ছে। কেননা ফিফা কাতার বিশ্বকাপ ২০২২ এর পরে নতুন নিয়ম চালু করবে। সে আনুযায়ী কাতার বিশ্বকাপের মত ৩২ টি দল থাকবে না ২০২৬ বিশ্বকাপে। মোট ৪৮টি দল অংশগ্রহণ করবে

২০৩০ ফিফা বিশ্বকাপ কোথায় হবে?

ফিফা বিশ্বকাপ প্রতি চারনবছর পর পর হয়ে থাকে। সে অনুযায়ী ২০২৬ বিশ্বকাপের পর ২০৩০ সালে বিশ্বকাপ হবে। ২০৩০ সালের বিশ্বকাপ হবে ২৪তম আসর। ২০৩০ সালের বিশ্বকাপ উরুগুয়ে হবার কথা। ফিফা বিশ্বকাপের ১০০ বছরপূর্তি হবে ২০৩০ সালে।

ফুটবল বিশ্বকাপের ১০০ বছরপূর্তি।

২০৩০ সালে ফুটবল বিশ্বকাপের ১০০ বছরপূর্তি। ১ম বিশ্বকাপ আয়োজন করেছিল উরুগুয়ে। সে জন্য তারা ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা পোষণ করেছে।
এটি হবে প্রথম বিশ্বকাপের ১০০ বছরপূর্তি, যা উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল। দেশটি শতবর্ষ পূর্তি পর্ব আয়োজনেরও ইচ্ছা পোষণ করেছে।

HM Mahfuj

Mahfujur Rahman is the founder of this Blog. He is a Professional Blogger and SEO Expert, who is interested in SEO, Web Programming. If you need any information related to this website, then you can feel free to ask here. It is our aim that you get the best information on this blog.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button