পরিবেশ সংক্রান্ত সাধারণ জ্ঞান | Environmental General Knowledge

সাধারণ জ্ঞান পরিবেশ সংক্রান্ত: বিসিএস পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা য়, শিক্ষক নিবন্ধন পরীক্ষা ইত্যাদি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় কিন্তু সাধারণ জ্ঞান আসে তারমধ্যে পরিবেশ সংক্রান্ত প্রশ্ন থাকে তাই অবহেলা না পরিবেশ সংক্রান্ত এই সাধারণ জ্ঞান গুলো গুরুত্বের সহিত পড়বেন একটু এমভি খরচ করে হাঁটতে বসতে ,কাজের ফাঁকে পড়তে পারেন সহজ এই পরিবেশ সংক্রান্ত সাধারণ জ্ঞান প্রশ্নগুলো ।

পরিবেশ সংক্রান্ত সাধারণ জ্ঞান:

প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমি প্রথমে প্রশ্ন ও তার সাথে সাথে উত্তর ও দিলাম যাতে আপনারা সবাই অতি সহজেই পড়তে পারেন । প্রতিটি নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন গুলো নিচে উল্লেখ করলাম ।

  • পরিবেশ দূষণের প্রধান কারন ……. মানুষ।
  • কোনটি গ্ৰীণ হাউজে গ্যাস ..… কার্বন ডাই অক্সাইড।
  • বাংলাদেশ সরকার ‘ জাতীয় পরিবেশ নীতি ‘ ঘোষণা করে …….২০০১ সালে ।
  • কিয়োটা প্রটোকল ,১৯৯৭ কি ….. গ্ৰীণ হাউস গ্যাস সংক্রান্ত একটি চুক্তি।
  • সুনামীর কারণ হলো ….. সমুদ্র তলদেশে ভূমিকম্প।
  • শুষ্ক বরফ তৈরিতে কি গ্যাস ব্যবহৃত হয় …… কার্বন ডাই অক্সাইড।
  • গ্ৰীণ হাউজে গাছ লাগানো হয় …. অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য।
  • রেফ্রিজারেটরে কম্প্রেসারের কাজ কি…..ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা ।
  • সিএফসি …. ওজোন স্তর ধ্বংস করে।
  • পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের বনভূমির কতভাগ থাকা দরকার …..২৫ ভাগ।
  • বিশ্ব পরিবেশ দিবস ..…৫ জুন ।
  • জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি……. গামা রশ্মি।
  • ই -৮ ….. পরিবেশ দূষণ কারী আটটি দেশ ।

প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনের নিশ্চয় আমরা সবাই জানি পরিবেশ কি অর্থাৎ আমাদের চারপাশে যা আছে তাই নিয়ে আমাদের পরিবেশ গাছ পালা ঘর বাড়ি জীবন জন্তু সবাই মিলে পরিবেশ ।তবে পরিবেশকে সুন্দর রাখতে সুস্থ রাখতে দূষণ মুক্ত রাখতে পরিবেশের যাবতীয় বিষয় জানতে হবে এমনকি পরিবেশ নিয়ে যেসকল প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর জানতে হবে ।

  • জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে …….…. প্রাকৃতিক পরিবেশ।
  • পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য মূলত দায়ী……. কার্বন ডাই অক্সাইড।
  • আর্দশ মাটিতে জৈব পদার্থ থাকে . ‌‌‌……৫%
  • অতি বেগুনি রশ্মিকে শোষণ করে ,…..ওজোন ।
  • বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির প্রধান কারন ….. গাছপালা কমে যাওয়া

মানব জাতি অক্সিজেন গ্ৰহন করে বেঁচে থাকে গাছপালা তা দেয় আর গাছপালা কার্বন ডাই অক্সাইড লোশন করে যদি গাছপালা না থাকে তাহলে পরিবেশ যেমন নষ্ট হয় তেমনি মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়ায় তাই বেশি বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান।

  • ডিজেল পোড়ালে ….. সালফার ডাই অক্সাইড বাতাসে আসে ।
  • গাড়িতে নির্গিত বিষাক্ত কালো ধোঁয়ায় থাকে ….… বিষাক্ত গ্যাস কার্বন মনোঅক্সাইড।

সাধারণ জ্ঞান

মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

বাংলা ভাষা ও সাহিত্য সাধারণ জ্ঞান নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সাধারন জ্ঞান 

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

বিশ্বকাপ ফুটবল নিয়ে সাধারণ জ্ঞান

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version