এইচএসসি ইংরেজি ১ম পত্র ফাইনাল সাজেশন ২০২৩ | English 1st paper final short Suggestion HSC Exam 2023

English 1st paper final short suggestions: প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা ,আজ তোমাদের English First paper ,এর কিছু সর্টকাট টিপস শেয়ার করলাম কারন পরীক্ষা তো আগামী কাল নিশ্চয় তোমরা নিজেদের ready করে রেখেছো।

প্রথমে তোমাদের একটা seen পেসেজ থাকবে সেখান থেকেই প্রশ্ন করা হবে তবে তোমাদেরকে এই seen পেসেজ টা ভালো করে খেয়াল করে পড়বে এবং এর অর্থ সম্পূর্ণ রূপে বুঝবে ।

এইচএসসি ইংরেজি ১ম পত্র ফাইনাল সাজেশন: English 1st paper final short suggestions HSC Exam 2023

  • Seen question থেকে প্রথমে MCQ
  • পরের question হবে wh question.
  • MCQ সাধারনত তিন ধরনের করা হয় যথা:
  • Finding synonym/similar word: অর্থাৎ একটি শব্দ দেওয়া থাকবে তা নিচের যে চারটি word থাকবে সেগুলোর মধ্যে কোনটি সমর্থন করবে সেটা হবে তবে তোমাদেরকে must be শব্দের অর্থ জানতে হবে।
  • দ্বিতীয়ত থাকবে বা থাকতে পারে , finding a real meaning indicting line: অর্থাৎ sentence টির যে অর্থ থাকবে তা নিচের কোনটি সমর্থন করবে।
  • তৃতীয়ত: finding in gap: পেসেজ থেকে একটি word দেওয়া থাকবে সেখান থেকে ফাঁকা জায়গায় কোনটি বসবে তা লিখবে তবে আবার ও বলছি word meaning আপনাকে জানতে হবে।

Visit: HSC English 1st Paper Suggestion(HSC Exam)

এইচ এসসি পরীক্ষার্থী দের জন্য এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত seen থেকে প্রথম থেকে যে question হয় তা হল MCQ সচরাচর MCQ তে উপরের এই তিন ধরনের প্রশ্ন হয়ে থাকে please তোমরা বুজে বুজে শব্দের অর্থ ভালোভাবে জেনে উঃ দেবে।

তারপর answer the following questions: প্রশ্ন যে tense এ করা হবে সেই tense এ উঃ করবে প্রশ্ন যদি present tense এ হয় উঃ present tense এ করবে past tense এ হলে past tense এ করবে।

এইচ এসসি 2022 পরীক্ষা English First paper:

  • Summary/ theme সচরাচর থাকে ।
  • Summary. এর ক্ষেত্রে topic sentence – মূলভাব
  • Summary এর ক্ষেত্রে sentence একটু ব্যাখা করে লিখবে , finally , lastly, concluding ব্যাখা করে summary লিখবে তবে বাক্যের অর্থ সংগতি রক্ষা করতে হবে ।কোন বিষয়ে আলোচনা করা হয়েছে তা বুঝে লিখবে।যেমন…….. This passage is about……../ In the poem we notice………
  • এইভাবে বুজে লিখবে দেখবে তোমাদের result অনেক ভালো হবে।
  • এইচ এসসি পরীক্ষার্থী 2022 আরেকটি বিষয় আসবে With clue / Without clue…..
  • With clue , tense বুজে বুজে sentence এর meaning শব্দের অর্থ ভালোভাবে জেনে লিখবে তবে এই প্রশ্নে option দেওয়া থাকবে তোমারা শব্দের অর্থ বুঝে লিখবে ।

এইচএসসি ইংরেজি ১ম পত্র মানবণ্টন | HSC English 1st Paper Mark Distribution

এইচ এসসি পরীক্ষার্থী 2023

Rearrange: rearrange বা গল্প আসবে সেটা সুন্দর করে sentence এর অর্থ বজায় রেখে লিখবে answer করবে ।মহান ব্যক্তি , বিভিন্ন জাতীয় দিবস ,পদ্মা সেতু , ইত্যাদি বিভিন্ন বিষয়ে পড়বে ভালোকরে বুজে।

তারপর , Paragraph থাকবে , তোমাদের ক্লাস teacher বা বিভিন্ন গাইড হলো করবে আমাদের এই ব্লগে ও অনেক paragraph এর সাজেশন দেওয়া আছে সেগুলো follow করবে ,তোমারা ভালো থাকো ভালো ভাবে পরীক্ষা দেয়ার জন্য নিজেকে প্রস্তুত কর এটাই কামনা।

HSC English 2nd Paper Paragraph Suggestion and Formal letter

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version