ইংল্যান্ড বনাম সেনেগাল আজ রাত মুখোমুখি হবে। FIFA Qatar World Cup 2022 এর অন্যতম ফেবারিট দল ইংল্যান্ড। ইংল্যান্ড গ্রুপ পর্বে অসাধারণ ফুটবল খেলে রাউন্ট অফ সিক্সটিন নিশ্চিত করে। সেনেগাল ও খুব ভালো ফুটবল খেলে। যদিও বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে যান সাদিও মানে। সাদিও মানেকে ছাড়া তারা নকআউট পর্ব নিশ্চিত করে। এটা প্রমাণ করে তাদের দলে বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় আছেন। তবে ইংল্যান্ড বনাম সেনেগাল পরিসংখ্যান এর দিকে তাকালে ইংল্যান্ড শক্তিশালী দল।
তাছাড়া ইংল্যান্ড একাদশে আছেন বেশ কয়েকজন তারকা প্লেয়ার। রহিম স্টার্লিং, কেন, রাশফোডের মতন খেলোয়াড় আছেন ইংল্যান্ড একাদশে। সেনেগাল একাদশ বেশ শক্ত। ইংল্যান্ড বনাম সেনেগাল ম্যাচে কে জিতবে? কে এগিয়ে? হিসাব পাওয়া যাবে খেলা শেষ হলে। আমরা নিচে ইংল্যান্ড বনাম সেনেগাল লাইভ ম্যাচ দেখার নিয়ম ও পরিসংখ্যান নিয়ে আলোচনা করব।
ইংল্যান্ড বনাম সেনেগাল ম্যাচটি কবে?
নকআউট পর্বের ৪র্থ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড vs সেনেগাল। ইংল্যান্ড বনাম সেনেগাল ম্যাটি ৪ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১ টায় হবে।
ইংল্যান্ড বনাম সেনেগাল পরিসংখ্যান।
ফিফা বিশ্বকাপে ইংল্যান্ড বনাম সেনেগাল আজ প্রথম বারের মত মুখোমুখি হবে। এর আগে ইংল্যান্ড বনাম সেনেগাল হেড টু হেড মুখোমুখি হয় নি ফিফা বিশ্বকাপে।
- ইংল্যান্ড বনাম সেনেগাল একবার মুখোমুখি হয়। সে ম্যাচটি ইংল্যান্ড জয়লাভ করে
- ইংল্যান্ড গ্রুপ পর্বের ম্যাচে ইরানকে 6 গোলে পরাজিত করে।
- ইংল্যান্ড গ্রুপ পর্বে দুই ম্যাচ জয়লাভ করে।
গত রাশিয়া বিশ্বকাপ ২০২২ এর গোল্ডন বুট জয়ী হেরি কেইন এবার কোন গোল করতে পারেন নি। তবে তিনটি গোলে তিনি এসিস্ট করেছেন।
ইংলিশ প্রিমিয়ার লিগে কালিদো কুলিবালি চেলসি হয়ে খেলেন। তিনি একজন সেন্টার ব্যাক। কালিদো কুলিবালি সেনেগালের অধিনায়ক। সেনেগালের তিনি রক্ষণের মূল অস্ত্র।
ইংল্যান্ডের জন্য সেনেগাল হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপে ১৩ তম নতুন প্রতিপক্ষের দল। এর আগে ১২ টি দলকে প্রথম দেখার থ্রি লায়নসরা হারায়।।
ইংল্যান্ড বনাম সেনেগাল লাইভ খেলা দেখার নিয়ম।
Fifa World Cup 2022 live sream দেখা একেবারে সহজ। কেননা ফিফা বিশ্বকাপ একটি মেগা বিষয়। বিশ্বের আনাচেকানাচে ছড়িয়ে থাকে মানুষের চোখ কাতার বিশ্বকাপে। তাই সব টিভি চ্যানেল ফিফা বিশ্বকাপ লাইভ সম্প্রচার করছে। ইংল্যান্ড বনাম সেনেগাল লাইভ ম্যাচ ইংল্যান্ডের অনেকগুলো টিভি চ্যানেল ও অ্যাপ লাইভ দেখাবে। আমরা নিচে কিভাবে মোবইলে ইংল্যান্ড বনাম সেনেগাল ম্যাচ দেখবেন তার নিয়ম তুলে ধরছি। FIFA World Cup 2022 Live: ফিফা বিশ্বকাপ লাইভ
বাংলাদেশের চ্যানেলে ফিফা বিশ্বকাপ ইংল্যান্ড ও সেনেগাল লাইভ খেলা দেখবেন।
বাংলাদেশের বেশ কয়েকটি চ্যানেল ইংল্যান্ড বনাম সেনাগাল লাইভ ম্যাচ দেখাবে। বাংলাদেশের জাতীয় টিভি সহ অন্যান্য স্পোর্টস টিভি খেলাটি লাইভ সম্প্রচার করবে।
- Btv বিটিভি।
- জিটিভি Gtv.
- T sports টি স্পোর্টস।
- টফি লাইভ।
ইংল্যান্ড বনাম সেনাগাল লাইভ ম্যাচ মোবাইলে খেলা দেখার নিয়ম।
ইংল্যান্ড বনাম সেনেগাল লাইভ ম্যাচ বপনি ঘরে বসে মোবাইলে দেখতে পারবেন। মোবাইলে খেলা দেখার বেশ কয়েকটি অ্যাপ আছে।
- টফি অ্যাপ।
- টি স্পোর্টস অ্যাপ।
- জিটিভি অ্যাপ।
ইত্যাদি অ্যাপ সহ আরো অ্যাপ আছে।
টফি লাইভ অ্যাপে খেলা দেখার নিয়ম।
টফি লাইভ অ্যাপ ফিফা বিশ্বকাপ ২০২২ এ জনপ্রিয়তা লাভ করেছে। ইংল্যান্ড বনাম সেনেগাল ম্যাচ অ্যপটি তে দেখা যাবে।
ইংল্যান্ড বনাম সেনেগাল লাইভ খেলা দেখতে অ্যাপটি অপেন করুন। যদি আপনার ডিবাইসে অ্যাপটি না থাকে, তাহলে চিন্তার কারণ নেই। প্লে স্টোর থেকে টফি অ্যাপ লিখে সার্চ করুন। টফি লাইভ দেখতে পাবেন, তখন অ্যাপটি ডাউনলোভ করুন।
তারপর ওপেন করলে Fifa live দেখতে পাবেন। Fifa live এ ক্লিক করলে England vs Senagal live খেলা দেখতে পারবেন।
আপনারা ফিফা বিশ্বকাপ লাইভ কিভাবে দেখবেন বিস্তারিত জানতে ভিজিট করুন