সাধারণ জ্ঞান যন্ত্রের ব্যবহার নিয়ে

সাধারণ জ্ঞান যন্ত্রের ব্যবহার নিয়ে: বিসিএস পরীক্ষা, বিভিন্ন শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নোউত্তর যন্ত্রের ব্যবহার নিয়ে। General knowledge is very very important in your life . যেকোনো নিয়োগ পরীক্ষায় আসে এই সব ছোট ছোট পোষ্ট থেকে ছোট ছোট প্রশ্ন । আজকে আমি যন্ত্রের ব্যবহার নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শেয়ার করলাম।

যন্ত্রের ব্যবহার নিয়ে সাধারণ জ্ঞান:

যন্ত্রের নাম ……….ব্যবহার

  • ফ্যাদোমিটার………. সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র।
  • হাইগ্ৰোমিটার ………. বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র।
  • অলটিমিটার …….. উচ্চতা নির্ণায়ক যন্ত্র।
  • ব্যারোমিটার …….. বায়ুর চাপ মাপার যন্ত্র।
  • ল্যাক্টোমিটার ……. দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্র।
  • ম্যানোমিটার ……. গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র।
  • ট্যাকোমিটার …….. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র।
  • সিসমোগ্ৰাফ…… ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র।

শিক্ষক নিবন্ধন পরীক্ষা তথা সকল শিক্ষক নিয়োগ পরীক্ষায় must be 2 বা ৩ টি প্রশ্ন থাকবে এই সব ছোট ছোট পোষ্ট থেকে তাই অবহেলা না করে অবশ্যই পড়বেন জানবেন ও শিখবেন।

  • কার্ডিওগ্ৰাফ …….. হৃদপিন্ডের গতি নির্ণায়ক যন্ত্র।
  • হাইগ্ৰোমিটার …… বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র।
  • পেরিস্কোপ ….. সাবমেরিন থেকে সমুদ্রের উপরের জাহাজ দেখার যন্ত্র।
  • সেক্সট্যান্ট …… সূর্য ও অন্যান্য গ্ৰহের উচ্চতা নির্ণায়ক যন্ত্র।
  • ক্রনোমিটার …….. সূক্ষ সময় মাপার যন্ত্র / সমুদ্রের দ্রাঘিমাংশ মাপার যন্ত্র।
  • অ্যমিটার …… বিদুৎ প্রবাহ মাপার যন্ত্র।
  • পলিগ্ৰাফ ….. মিথ্যা ধরার যন্ত্র।
  • পাইরোমিটার …… সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্র।
  • স্টেথোস্কোপ……. হৃদপিন্ড ও ফুসফুসের শব্দ নিরুপণ যন্ত্র।
  • অডিওমিটার …… শব্দের তীব্রতা মাপার যন্ত্র।
  • ক্রেসকোগ্ৰাফ …… উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র।
  • প্রেসার কুকার ….. অল্প সময়ে অল্প তাপে রান্না করার যন্ত্র।
  • ওডোমিটার ……… মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র।
  • ফনোগ্ৰাফ …… শব্দ রেকর্ড করার যন্ত্র।
  • হাইড্রোফোন ….. পানির তলায় শব্দ নির্ধারণের যন্ত্র।

প্রশ্নোত্তর গুলো গুরুত্বের সহিত পড়বেন একটু এমভি খরচ করে পড়বেন বিগত সালের পরীক্ষায় এই গুলো থেকে প্রশ্ন আসছে ইনশাআল্লাহ সবগুলো নিয়োগ পরীক্ষায় কিন্তু এইসব প্রশ্ন থেকে প্রশ্ন আসে । এছাড়াও আমাদের ব্লগে সাধারণ জ্ঞান প্রচুর শেয়ার করা হয়েছে আপনারা চাইলে শেয়ার করতে পারবেন এবং বেশি বেশি করে পড়বেন।

সাধারণ জ্ঞান

বাংলাদেশ জাতীয় সংসদ সম্পর্কে সাধারণ জ্ঞান

মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

বাংলা ভাষা ও সাহিত্য সাধারণ জ্ঞান নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সাধারন জ্ঞান 

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

বিশ্বকাপ ফুটবল নিয়ে সাধারণ জ্ঞান

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version